| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়াবৃত্ত্ব
নিজের সম্পর্কে কিছু বলা যেমন সহজ তেমনি কঠিন। কারণ নিজেকে জানা মোটেও সহজসাধ্য না। তবে এতুটুকু বলতে পারি আমি খুবই সাধারণ একটি মানুষ। আমার মধ্যে অসাধারণ কিছু নেই।
আমি জানি কারও সূর্যদয় কিংবা সূর্যাস্ত
আমার জন্য থেমে থাকেনা,
আমার সাথে রাতের আকাশের তারা গুণবে বলে
কেউ জেগে থাকেনা,
আমার কথা ভেবে
কাজের মাঝে কেউ ভুল করেনা,
আমার ঘরে ফেরার অপেক্ষায় কেউ থাকেনা
কারণ, দরজার ওপাশে কেউ নেই।
আরও জানি আমার কথা মনে হলে
কারও চোখ জ্বলে ভরে উঠেনা,
আজ রাস্তার ওই ছোকড়াটার কাছ থেকে আমার জন্য
গাজরা কিনবার তাড়া কারও নেই,
শুধু আমার জন্যে নষ্ট করবে এত সময় কারও নেই
আজকাল যে সময়ের বড্ড দাম!
তাই নেই, কেউ নেই, কথাও নেই,
আমার চারপাশে কেবল শ্মশানের শূন্যতা।
আমি জানি, আমি অনাকাংখিত
তোমার স্বপনলোকে আমার বিচরণ নিষিদ্ধ।।
©somewhere in net ltd.