![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিরব পাঠক..যার চেষ্টা কিছু লেখার ।
সম্পর্ক ছাড়া মানুষ বাচতে পারেনা।কারন পৃথিবীটা একক ভাবে চলার জায়গা নয়।এখানে সকলে মিলে মিশে চলতে হয়।তারপরও কিছু সম্পর্ক স্পেশাল হয়।এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে হলে প্রতিটা মানুষের সম্পর্কের বাধনে তখনি জড়ানো উচিত।যখন সে নিম্নের কাজগুলি ঠিক মত করতে পারবে।
১/সম্মান করা
২/বিশ্বাস করা
৩/ভালবাসতে পারা
৪/আদর করতে পারা
৫/আবদার রক্ষা করার মন থাকা
৬/যে কোন পরিস্হিতি সামলানো
৭/অপর পাশের মানুষটার কথা শোনার
৮/রাগ নিয়ন্ত্রণে রাখা
৯/হাসি মুখে কথা বলা
১০/সু পরামর্শ দেওয়ার যোগ্যতা
১১/মিথ্যা না বলা
১২/কথা দিলে রাখার চেষ্টা করা
১৩/তার দিকে পূর্ণাঙ্গ খেয়াল রাখা
১৪/অন্যজন অন্যায় করলে বুঝানোর মানসিকতা
১৫/কখনই খারাপ আচরণ না করা
১৬/এবং পাশের মানুষটার প্রতি যেকোন কারনে ধৈর্য্য ধারন করা।
০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭
মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: ধন্যবাদ দাদা..পাশে থেকে পরামর্শ দিবেন আশা করি।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৩
রঞ্জন রয় বলেছেন: ভাল লাগগল।