![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিরব পাঠক..যার চেষ্টা কিছু লেখার ।
আমি একাত্তরের দামাল ছেলেদের দেখিনি
দেখিছি আঠারোরের দামাল ছেলেদের
তারা অন্যায়ের বিরুদ্ধে, নিরাপদ সড়কের
স্লোগানে স্লোগানে মুখরিত জনপদে।
আঠার কখনও নোয়ায় নি মাথা
দেয়নি কখনও ছাড়,
আঠারোর জয় হবে
অন্যায়ের বিরুদ্ধে, আঠারো সবসময় দুর্বার।
আঠারো আজ মাঠে ঘাটে রাস্তায়
করছে শিক্ষকতা,চালাচ্ছে দেশ
দেশটাকে কিভাবে চালাতে হবে,
দিচ্ছে প্রশিক্ষণ মেনে নিচ্ছে সরকার।
যতই তোমরা করো নিপীড়ন
আঠারো নোয়াবে না মাথা
আঠারোকে আজ দিতে হবে বাহ বাহ
আঠারোই ভবিষ্যৎ সরকার।
©somewhere in net ltd.