নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হাসান ০০১

আশা”, ছোট্ট এই শব্দটি আমাদের মনে দারুন দোলা দেয়। স্বভাবগত ভাবেই মানুষ চিরকাল আশাবাদী। মানুষ আশায় বেঁচে থাকে, মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, আশার মাধ্যমেই মানুষ শত কষ্টের বেলাভূমি পেরিয়ে আগামীর জন্য কাজ করে যেতে পারে। দেখতে পারে অপার সবুজাভ স্বপ্নের, দেখাতে পারে কল্পনায় আকা নির্মল দৃশ্যপট।

নাজমুল হাসান ০০১ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ এবং কিছু প্রশ্ন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

আমি ৫২ দেখিনি , ৬৯ দেখিনি, দেখিনি ৭১

আমি দেখিছি ১/১১, দেখিছি নিরীহ ছাত্রের মৃত্যু, দেখেছি সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদ।

মুক্তিযুদ্ধের চেতনা কি তা আমি ভাল করে বুঝিনা, তবে ইতিহাস ঘেটে আর বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে আমি এটুকু বুঝেছি, তারা একটি স্বাধীন দেশের জন্য, একটি মানচিত্রের জন্য যুদ্ধ করেছে্ন যেখানে কোন অন্যায় – জুলুমের স্থান নেই ।

সম্প্রতি শাহবাগে যুদ্ধপরাধিদের ফাসির দাবিতে এ দেশের তরুন সম্প্রদায় আন্দোলন এ নেমেছে এ আন্দোলন এর সাথে আমি একমত, এমনটাই তো হওয়া উচিত, কিন্তু কিছু প্রশ্ন আমার ছোট মাথায় ঘুরপাক খাচ্ছেঃ

১. এই সরকার তার নির্বাচনের শেষ বছরে এসে কেন যুদ্ধপরাধিদের বিচার শুরু করল, নির্বাচনের ফায়দা লোটার জন্য নয়তো ?? এই সরকার রাজাকার-আলবদর বিরোধী হিসেবে বহুল পরিচিত তারা যদি তাদের শাসনামলের প্রথমেই এই বিচার শুরু করতো তাহলে নিঃসন্দেহে আরও অনেক কে এ বিচার এর আওতায় আনা যেত, কিন্তু শেষমুহুর্তে কেন ?

২. যুদ্ধপরাধি যেই দলের হোক না কেন তার সর্বনিন্ম শাস্তি ফাসি অবশ্যই নিশ্চিত করতে হবে, শুধুমাত্র একটি দলের যুদ্ধপরাধিদের বিচার নিশ্চিত করেই এ আন্দোলন যেন থমকে না যায় ।

৩. আমি দেখিছিলাম এবং দুঃখিত হয়েছিলাম যখন আমাকে অ, আ, ক , খ শেখানো শিক্ষকরা শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর সময় তাদের উপর টিয়ার গ্যাস ও লাঠিপেটা করে পাল্টা জবাব দেয়া হয় আর এখন সব রাজনৈতিক দলগুলিই এই শাহবাগের আন্দোলন এর ফায়দা লোটার চেষ্টা করছে যার প্রমান ছাত্র ইউনিয়নের নারী নেত্রী আহত লাকি আক্তার। আগামী নির্বাচনে এই ফায়দা লোটার চরম রুপ হাতে কলমে দেখতে পাবেন আশা করি !!

৪. যদিও পরিমানে স্বল্প বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু মানুষরা শাহবাগে যাচ্ছেন ফেসবুকে প্রোফাইল পিকচার দেয়ার জন্য কারন শাহবাগে যাওয়াটা এখন চেতনা নয় সামাজিক মান-সম্মান এর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে !!



*শুভবুদ্ধির উদয় হচ্ছে, জাগতে শুরু করেছে প্রতিটি হৃদয়, আর যারা যুদ্ধপরাধ করেছে সহজ ভাষায় বললে রাজাকার, তাদের কোন স্থান আমার এই সোনার বাংলায় নেই।

নিশ্চয়ই আমরা আমাদের এই দেশকে শহীদ বীর মুক্তিজুদ্ধাদের স্বপ্নের স্বাধিন বাংলায় পরিনিত করতে পারব ।

আজ খুব মনে পড়ছে কবিতার এই কয়টি লাইন...

“অস্বীকার করার উপায় নেই ওরা মানুষের মতো

দেখতে, এবং ওরা মানুষই

ওরা বাংলা মানুষ

এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনবো না কোনোদিন।“

হন্তারকদের প্রতি (শহীদ কাদরী)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.