নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হাসান ০০১

আশা”, ছোট্ট এই শব্দটি আমাদের মনে দারুন দোলা দেয়। স্বভাবগত ভাবেই মানুষ চিরকাল আশাবাদী। মানুষ আশায় বেঁচে থাকে, মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, আশার মাধ্যমেই মানুষ শত কষ্টের বেলাভূমি পেরিয়ে আগামীর জন্য কাজ করে যেতে পারে। দেখতে পারে অপার সবুজাভ স্বপ্নের, দেখাতে পারে কল্পনায় আকা নির্মল দৃশ্যপট।

নাজমুল হাসান ০০১ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান দেশের পরিস্থিতি ও কিছু প্রশ্ন।।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

হরতাল ও সংজ্ঞাতের রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না, হরতালে কখনোই একটি সমস্যার সমাধান নেই, জামাত-শিবিরকে অবশ্যই এই পদ্ধতি থেকে দূরে সরে আশা উচিত।

কিন্তু আমাদের সরকারও কি নীতি গ্রহন করেছে তাও পরিষ্কার নয়। ছাত্রলীগ- যুবলীগ সারাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে, তার ফিরিস্তি বলে শেষ করা সম্ভব নয়, আমার তা আজ বলার কোন ইচ্ছেও নেই। আজ-কাল দেখছি পুলিশ ও ছাত্রলীগ কাঁধে কাঁধ মিলিয়ে জামাত-শিবির ও অন্যান্য ইসলামী দলগুলোর উপর চরাও হচ্ছে, এমনকি পুলিশের সামনে তারা নির্দয়ভাবে পেটাচ্ছে যাকে-তাকে।

একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রযন্ত্রের আচরণ কখনোই এমন হতে পারে না। শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন এর প্রতি আমার সমর্থন প্রথম থেকেই ছিল, কিছু প্রশ্ন করেছিলাম তখন আমি তার উত্তর আমি এখনও খুজে পাইনি। আমি যা আশংকা করেছিলাম তা যেন সত্যি না হয়, তাই আমার মহান রবের কাছে প্রাথনা করি।

আজও আমার মনে কিছু প্রশ্ন ভিড় করেছে, সেইগুলো হলঃ



১, শাহবাগের আন্দোলন ছিল রাজাকারদের নিধন করার আন্দোলন, সেখানে কেন আজ জামাত-শিবির এর নিষিদ্ধ করার ডাক দেয়া হয়েছে।।

**আমি জামাত-শিবির এর সমর্থক নই, কিন্তু একটি দলকে নিষিদ্ধ করা কখনোই একটি গণতান্ত্রিক সরকারের যৌক্তিক কাজ বলে আমি মনে করি না।

২, কাদের মোল্লা, সাইদির রায় দিয়ে প্রক্রিয়াটি মাত্র শুরু হয়েছে, আমাদের দেশে আরও অনেক রাজাকার আছে সবার শাস্তি কি নিশ্চিত করতে পারবে এই সরকার?? আমার পরামর্শ হচ্ছে একটি জরিপ করে সারাদেশের সকল রাজাকারের তালিকা করা হোক, যেন একটি স্বচ্ছ বিচার করা সম্ভব হয়। আমরা কলঙ্কমুক্ত হতে চাই আমাদের কলঙ্কমুক্ত হতে দিন।

৩। আমি যতদূর জানি কাদের মোল্লা সাইদি থেকে আরও বড় মাপের রাজাকার,আমার প্রশ্ন হল, কাদের মোল্লার যাবজ্জীবন হলে সাইদির ফাঁসি হয় কি করে ??

৪। দুইদিন আগে ইসলাম ধর্ম ও আমার নবী ও আল্লাহ্‌ এর অবমাননার প্রতিবাদে প্রতিবাদ বের করেছিল সাধারন মানুষ, সেইটা কোন জামাত-শিবির এর মিছিল ছিল না। এইটা ছিল সাধারন মানুষের ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। কেন তাতে আমার বাপ-দাদার বয়সী বুড়ো মানুষদের পুলিশ খুন করল??

৫। আমার বাবা একজন নিরীহ ধর্মভীরু মানুষ, তিনি হজ পালন করেছেন নামাজ রোজা করেন। উনার দাঁড়ি আছে পাঞ্জাবি-পায়জামা পরেন, তিনি আজ কেন রাস্তায় চলাফেরা করতে ভয় পান?? কেন লোকজন দাঁড়ি কামিয়ে ফেলছে, পাঞ্জাবি-পায়জামা পরা ছেড়ে দিচ্ছে?

সেইদিন আমার এলাকার এক ছোটভাই আমাকে প্রস্ন করছিলো ভাই আমিতো মাদ্রসায় পড়ি রাস্তায় বের হলে পুলিশ আমাকে যদি মারে, আমাকে ধরে নিয়ে যায় আমি কি করব? আমি কোন জবাব দিতে পারিনি নির্বাক হয়ে তাকিয়ে ছিলাম, আপনাদের কাছে কোন জবাব থাকলে দয়া করে দিয়েন প্লিজ।



***এখন সন্ত্রাসীদের হাতে অস্র থাকলে ভয় লাগে, পুলিশের হাতে থাকলেও ভয় লাগে, সরকারের কাছে আমার অনুরধ পুলিশবাহিনীকে কোন রাজনৈতিক কাজে ব্যাবহার করবেন না, দয়া করে আমাদের(সাধারন জনগণের) শান্তি রক্ষাকরার জন্য ব্যাবহার করুন এই সোনার বাংলা আমাদের সবার আসুন আমরা সবাই তাকে রক্ষা করি কোন শক্তিই যেন আমার দেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে না পারে এর বিপক্ষে যে শক্তিই হোক না কেন তাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। মহান রাব্বুল আলামিন যেন আমার দেশকে সকল অপশক্তির হাত থেকে রক্ষা করেন, আমীন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

নায়করাজ বলেছেন: জামাত শিবির নিষিদ্ধ করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এদের প্রতি কোন দয়া দেখানো চলবে না।

সাপকে ছেড়ে দিলে ছোবল খেয়ে মরতে হয়।

Click This Link

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৮

নাজমুল হাসান ০০১ বলেছেন: না ভাই একটি দলকে নিষিদ্ধ করে দেওয়াটা কোন স্থায়ী সমাধান নয়। জামাত-শিবিরকে নিষিদ্ধ করে দিলে তারা আন্ডারগ্রাউন্ড এ চলে যাবে সেইখানে তাদের অবস্তান কি হবে তা বলা মুশকিল।

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

অন্য পুরুষ বলেছেন: মন্তব্য করতেও আমার ভয় লাগে........ :-& :-& :-& :-& :-& :( :( :|| :|| :|| :|| :||

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৯

নাজমুল হাসান ০০১ বলেছেন: তারপরেও তো মন্তব্য করতে হবে ভাই,
আমরা যদি না জাগি সকাল কেমনে হবে বলুন ?

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০২

অন্য পুরুষ বলেছেন: খালি যদি জামাত-শিবির নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে চলেন আজকেই সব গুলারে ধইরা মাইরা ফালাই @ নায়করাজ।

কিন্তু ভাই, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, ...... সন্ত্রাসীরা কি সাধু???? দূর্নীতি কিন্তু তারাই বেশি করে।

অতি সম্প্রতি পদ্মা সেতু কি জামাত শিবির খাইয়া ফেলছে?????

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৯

জাহেদ আরমান বলেছেন: বাল রাজ, সব সমস্যার সমাধান আপনি একাই করে দিলেন????????????????????????
গণমাধ্যম বধের ব্যাপারে সরকার কি বলছে????????????

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:২৭

সুমনদেশ বলেছেন:





ফরিদপুরের কুখ্যাত যুদ্ধাপরাধী মুসা বিন শমসের ওরফে নুলা মুসা যে '৭১ সালে খুন, ধর্ষণ, লুটপাট করেছে এবং পাকিস্তানী সেনা অফিসারদের সহযোগিতা করেছে সে এখন কোথায়? ফরিদপুরের আবুল কালাম আযাদ ও কাদের মোল্লার মত তাকেও কেন বিচারের আওতায় আনা হলো না??

শেখ সেলিমের বেয়াই ফরিদপুরের কুখ্যাত যুদ্ধাপরাধী মুসা বিন শমসের ওরফে নুলা মুসা- যে '৭১ সালে খুন, ধর্ষণ, লুটপাট করেছে এবং পাকিস্তানী সেনা অফিসারদের সহযোগিতা করেছে সে এখন কোথায়?

ফরিদপুরের আবুল কালাম আযাদ ও কাদের মোল্লার মত তাকেও কেন বিচারের আওতায় আনা হলো না??





০১ লা মার্চ, ২০১৩ রাত ২:১৩

নাজমুল হাসান ০০১ বলেছেন: ভাই সুমনদেশ, এ দেশের সকল দলেই কম-বেশি রাজাকার আছে।
কাউকেই কোন ছাড় নেই, আমরা কলঙ্কমুক্ত হতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.