নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন › বিস্তারিত পোস্টঃ

একটু চাওয়া

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:০২


___নুরুল আমিন খোকন


খুব বেশি কিছু চাইনি তোমার কাছে,
এক মুঠো প্রেম চেয়েছি ।
চেয়েছি তোমাকে পাশে নিয়ে হাটতে !
দূর দূরান্তে হেটে বেড়াতে নীরব দু মুথে,
একটু ছোঁয়াতে মেতে উঠতে বিশাল আকৃতির হাসিতে ।
কখনো এই টুকুও বলতাম না
অনেক ভালবাসতে হবে আমাকে !
শুধু এতটুকু বলতাম,
মাঝরাতে ঘুমে মগ্ন তোমার চেহারা টা দেখার
অনুমতি দিও ।
অনুমতি দিও তোমার পাশে বসার,
অনুমতি দিও তোমাকে কাছ থেকে দেখার !
খুব বেশি কিছু চাইনি তোমার কাছে,
তোমার কাছে আমার চাওয়া ছিল টুকরো টুকরো ।
ঘুমিয়ে যাওয়া আমার
শরীরে কাথা টেনে দিবে তা চেয়েছি,
চোখের
চশমা টা খুলে টেবিলে রেখে দিবে তা চেয়েছি ।
আমার চাওয়া টা খুব বেশি নয়,
সামান্য একটু !
ভালবাসার সবটুকু চাইনি,
চেয়েছি অল্প একটু ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.