![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
চাঁদ উঠেছে অাকাশের বুকে, মোমের মতো গলে পড়ছে জ্যোৎস্নার হাসি।মাতাল করা জুঁই, শিউলীর গন্ধে অামার চারপাশ দিশেহারা। সারা বারান্দা জুড়ে ভেসে যাচ্ছে পূর্ণিমা রাতেরর চাঁদের অালো।মনে হয় রুপালী কোন নদী মনের অাঙ্গিনা ছুঁয়েছে। সে নদী বয়ে যাচ্ছে দূরে বহুদূরে। এমন একটি রাত চেয়েছিলাম তোমার কাছে। পাশাপাশি বসে জড়াবো তোমায় কবিতার মায়াজালে। তোমার কোলে মাথা রেখে হারিয়ে যাব অন্য পৃথিবীর সন্ধানে। মাঝে মাঝে মনে হয় তুমি খুব দূরের কেউ। শুধু স্বপ্নচারিতা হয়ে নেমে অাসো অামার দু'নয়নে। লীনা বলতে পার কবে শেষ হবে এই লুকোচুরি খেলা? তোমার জীবনযাপন থেকে অামাকে একটা মুহূর্ত দিবে?অাজও তোমার অপেক্ষা স্থগিত রেখেছি জীবনের চরম সিদ্ধান্ত। জমাট বাঁধা অাবেগ, অবরুদ্ধ কান্না সবই কেবল তোমার জন্য। বিষাদ কে সঙ্গী করে চলছি সারাক্ষণ। প্রতিদিনের গ্লানি ক্লেদ মুছে,কৃষ্ণচূড়ার পাপড়ি মতো গায়ে ভালোবাসার রঙ মাখি মনের ভেতরটাই।
তোমার উপর অাস্থা রাখতে চাই, তোমাকে বিশ্বাস করতে চাই,শুধু স্বপ্ন নয় স্বপ্নের মতো বিশ্বাস। বিশ্বাস রাখি অামি, স্বপ্ন অামার সত্যি হবে, ভালোবাসার অাবেগ অাজো অামি খুঁজে পাই নিবিড় চোখের নীল স্বপ্নের মিছিল। অামার অনুভূতি গুলো হৃদয়ের গভীরে বুনে এসেছি।পায়ের নিচে রুক্ষ বিবর্ণ -পাথুরে বাস্তবতা, বর্তমানে রুঢ করতলে উঠে অাসা অাশাহীন ভবিষ্যতের অাতলান্ত অন্ধকার। বিভ্রান্তে এলো মেলো সবই বিপন্নবোধ প্লাবিত হয়, নিজের ভেতর নিজেই বদলে যায়।শুধু বদলাতে পারি না তোমার প্রতি অামার ভালোবাসা তোমাকে পাওয়ার অাকুতি তাড়া করছে অামায় প্রতিনিয়ত। ভোরের শিশিরে ছোঁয়া ঘাসফুল,নদীে তরঙ্গে মুখরিত ধ্বনি, রুপার সুতায় বুনা অসল দুপুর, প্রজাপতি উড়া পড়ন্ত বিকেল সবই তোমারি জন্য।
ভালোবাসা নিতে অামি ছুটে অাসবো মৌমাছির মতো।অামার অনুভূতি যদি তোমায় ছুঁয়ে দেয় তাহলে তুমি গলে যাবে বরফের মতো, হেসে উঠবে নদীর বাধ ভাঙ্গা স্রোতের মতো। নিবিড় অালিঙ্গনে জড়াবো তোমায়। দুঃসহ দূরত্বের দেয়াল ভেঙ্গে ছোঁতে পারবো তোমায়। বৃষ্টির মতো ভিজে যায় মনের উঠান, কী যে অসম্ভব ভালোবাসি তোমায়।
ফুলের পাপড়ি জড়ানো, চাঁদের অালো ছড়ানো তোমার ওই মুখ দু'হাতে ছুঁয়ে দিতে চাই, ছুঁয়ে দেখতে চাই তোমায়। অামার অনুভবের অনুরনন সবই কি রুপকথা?
জানি কখনো গুরুত্ব হারাবে না অামার, কখনো খসে পড়বে না ভালোবাসার পবিত্রতা। ঘোর অন্ধকার কেটে হচ্ছে ভোর। সোনালী অালোয় শত শীত উপেক্ষা করে কুড়িয়ে অানবো শিউলী।তোমার অাগমনে মালা পড়াবো অাজ দু'হাতে। সে সাথে ছুঁয়ে দেবে ভালোবাসার শিশির, চোখে চোখ রেখে তোমায় শুনাবো প্রেমের কাব্য-কবিতা।
নাসিরাবাদ, চট্টগ্রাম।
©somewhere in net ltd.