![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
তুমি বলেছিলে না,গোলাপ ভালোবাসো,আমি তোমার কথায়
বোকার মতো হাজারো গোলাপের পসরা সাজিয়েছি, দেখো তোমার আকাশ
ছোয়ার স্বপ্ন,তোমার কল্পনা,তোমার দিন রাত্রির গল্প,তোমার
রূপকথারা,আজ ও হাতছানি দেয় ধস নামা ভালবাসার আড়ালে....
এত হাজার অভিসার,তার ফাঁকে এটা তো বলোনি কখনো ,তোমার
ইচ্ছে মনের ডানাগুলো গান্ধি ছাপা কাগজ হয়ে বাতাসে উড়তে চায়,
তোমার আকাঙ্ক্ষার সাত রঙ এক এর পাশে শূন্যের
সংখ্যা গুনে বিলীন হয়ে যায়...
আমি জানতাম না,শূন্য তোমার কাছে এত খানি প্রিয়
যাকে পেতে তোমার ঠুনকো ভালোবাসা রক্তাক্ত
করে দেয়... আমার শরীর,মন,জীবন.....
তুমি কি ভেবেছিলে,আমায় ভাসাবে মিথ্যে স্বপ্ন ভেলায়..হ্যাঁ,
ভেসেছিলাম তবু ডুবিনি শুধু মাঝে মাঝে জমাট বাঁধা সিক্ততা ভিজিয়ে দেয়
আমার চোখ,তবু আমি হাসছি,
যে হাসি দেখার অপেক্ষায় তোমার প্যাঁচা ডাকা রাত্রিতে প্রথম কাক
ডেকে উঠত ...
আর তোমার শুন্যতা? সে হার মেনেছে কাচের গ্লাসে সামান্য
বরফ কুচির শীতলতায়...
কখনও দুটো আঙ্গুলের কারসাজিই যথেষ্ট, ধোয়ার
কুণ্ডলি পাকিয়ে তোমার হার-না-মানা ভাবনা গুলো কে জব্দ করতে...
আর আমার সাদরে প্রত্যাখ্যাত ভঙ্গুর মন, তার
প্রতি স্পন্দনে তোমার কথা ভেবেছিল,তার সব স্বপ্ন খুন করেছ
তুমি...
আচ্ছা, লীনা তোমার নিষ্পাপ মুখের আড়ালে রক্ত মাখা হাত
দুটো লুকিয়ে রাখতে পারবে তো?
চল না যাই অনেক দুরে..যেখানে তোমার ঘর..ইট পাথরের চার
দেয়ালের
কারাগারে নয়,যেখানে মুক্তি পেয়েছে বন্দিনি শহর.....
যেখানে জমকালো আলোর আড়ালে নেই অন্ধকারের
বাসা..কিংবা বাইকের ব্যাক সিটে গায়ে গা লাগিয়ে মিথ্যে ভালবাসা..
যেখানে কুয়াশারা আজ ও হাতছানি দিয়ে ডাকে..খুব সকালে চড়ুই
টা শিশির গায়ে মাখে,আলতি পাতায় জমুক বৃষ্টিফোঁটা,ভিড়
করে থাকা মেঘেরা উঠুক কেঁদে...
চলে যাব বলে চলে যেতে নেই,যদি বা যাই চলে,যাব না হয়ত
বলে...
কিছু আকাশে কালো মেঘ ওঠে নিশ্চুপে,কিছু পাতা ঝরে যায়
চুপিচুপি,কিছু স্বপ্ন যেমন করে হারিয়ে যায় অতলে....
হয়ত তেমনি করেই একদিন থেমে যাবে সব মান অভিমান
বিরক্তি আর রাগ,আর হবে না শুনতে কারোর বিরক্তি ভরে
'দূর হ যা ভাগ!!'
শব্দ গুলো হয়ত সেদিন আর এভাবে চোখ রাঙ্গাবে না, হয়ত
সেদিন আর কেউ এই ঘুম ভাঙ্গাবে না..
তুমি ভাল থেকো লীনা
যেমন টা অাছো তার চেয়েও বেশি, বিদায় ॥
https://www.facebook.com/nakrtmnews
©somewhere in net ltd.