![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
জানি ঘুমহীন রাত্রি কাটাবি আমায় ভেবে,
জানি অবেলার ঘুমও বিনীদ্র কাটবে দিবাস্বপ্নে।
অতন্দ্রিত সারাবেলার পরিসমাপ্তিও আমায় ঘিরে।
জানি ভালবাসিসনা আর আমায় এতটুকুও।
খুব চাইতাম কি তোকে খুব?
তবু নিশিরাত জাগবি তুই নিশ্চুপ।
রাতের প্রহরী হবি তুই।
আমার এলোচুল হাতড়াবি আদর ঘোরে।
আমার কপালে আলতো করে দিবি চুম।
আমার ঘুম যদি ভেঙ্গে যায়, তবে তোর শাস্তি অবধারিত।
আমার
সাথে আকাশ দেখবি। পাটি পেতে ছাদের ঘরে।
সারা আকাশে তারার মেলা।
চাঁদ মেঘে ঢাকা।
তুই বৃষ্টি দিবি আমার
চোখে।
ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু, আকাশের নামে প্রার্থনা করবি।
আমি হারিয়ে যাব তোর বাহুতে।
তোর উষ্ণ শরীরে ল্যাপ্টে যাব আমি।
ঢোলে পড়ব আঁধারের
লীনা হয়ে।
আজ আমার শেষ দিন।
তুই কথা দে রাত জাগবিনা আর
আমায় নিয়ে।
আমি আসব জোৎস্না দিনে।
ডাকব তোকে তারার ভীরে।
খুঁজে নিস মনের চোখ হাতড়িয়ে।
আনমনে দেখবি আমায়,
জোনাক জ্বেলেছি তোর ঘরে।
©somewhere in net ltd.