![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
এই শহরের সবচেয়ে বাউন্ডুলে এবং উদ্ভ্রান্ত ছেলেটাও
একদিন জীবন সম্পর্কে সচেতন হবে ,
তোমরা দেখে নিও সেই এলোমেলো চুলের ছেলেটাও
একদিন চুল কাটিয়ে ভদ্র হয়ে যাবে,
সেইসাথে বুঝতে শিখবে দ্বায়িত্ববোধ অথবা বাস্তবতা।
কল্পনার রঙে সে আর আঁকবেনা জীবনের প্রতিচ্ছবি।
বৃষ্টি এলেই সে আর আগের মত
ভিজতে চাইবে না ,ঠান্ডা লাগার ভয় জাগবে তার।
বৃষ্টি এলেই সে আড়াল খুঁজবে, ব্যাগ থেকে বের করবে নীল
রঙের ছাতা।
ভীষণ উদাসীনতায় ময়লা টিশার্ট গায়ে জড়িয়েই
মাঝরাত্রিতে এলোমেলো পা ফেলে
সে আর হাঁটবে না শহরের অলিতে গলিতে।
সেই ছেলেটা লন্ড্রিতে কাপড় দিয়ে আসা শিখবে ,
শার্টের ভাঁজ নষ্ট যাতে না হয়, ফরমাল
প্যান্টে যাতে না লাগে ধুলো ,
সু জুতো যেন থাকে চকচকে- সেজন্য সচেতন হওয়া শিখবে।
সেই ছেলেটার গলায় ঝুলবে টাই , হাতে থাকবে কর্পোরেট
ব্যাগ ,
সেই ছেলেটা পরিপাটি হয়ে অফিস যাবে ,
অফিস করবে, অফিস থেকে ফিরবে।
আর কতদিন? এভাবে তো হচ্ছে না।
নিশ্চই সেই ছেলেটা খুব শীঘ্রই পরিনত হবে
তোমাদের চেয়েও বড় কর্পোরেট ব্যক্তিতে।
মাসে মাসে সেই ছেলেটা গুনবে টাকা ,
মায়ের জন্য কিনবে শাড়ি , বাবার জন্য সফেদ পাঞ্জাবী।
সেই ছেলেটা আর কখনো হাঁটবে না কবিতার রাস্তায় ,
তার মগজের ভেতর আর কখনো গিজগিজ করবেনা কবিতার
লাইন,
নস্টালজিকতার গলা চেপে ধরে সেই ছেলেটা একদিন
ঠিকই বদলে যাবে।
তোমরা দেখে নিও,
সেই ছেলেটাও একদিন ঠিকই বদলে যাবে...!
©somewhere in net ltd.