![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
লীনা,আর যাই করো কখনো অামার
মতো দরিদ্র প্রেমিকের হাত ধরে,
অনিশ্চিত ভবিষ্যতের পথে হেঁটোনা।
ক্ষুধাপেটে শুধু হাঁটতেই হবে, খাবার পাবেনা।
পথিমধ্যে বারকয়েক হোঁচট খেতে হতে পারে,
উঠে দাঁড়ানোর শক্তিও হয়তো তখন থাকবেনা তোমার!
হাঁটতে হাঁটতে হাঁপাতে থাকা ক্ষুধার্ত বলহীন অামি
নিজেকেই বাঁচাতে পারবেনা,
তোমাকে বাঁচাবে তা ভাবলে কি করে?
ওকথা ভুলেও ভেবনা লীনা!
গাছতলাতেই রাত কাঁটাতে পারবে ভাবছো?
শিয়াল কুকুরের ভয় নেই তোমার?
অনেককিছু ভেবে রেখেছো জানি,
কতশত রোমান্টিক স্বপ্নের জাল বুনেছো,
তৈরি করে রেখেছ হাজারটা পাগলামির সমীকরণ,তাইনা?
কিন্তু লীনা, শুনতে খারাপ লাগলেও সত্যি যে,
ওসব শুধু সিনেমাতেই সম্ভব,জীবনটাতো আর সিনেমা নয়!
সিনেমাতে ভরা পেট নিয়ে ক্ষুধার্তের অভিনয় করা যায়,
কিন্তু বাস্তবে পেটভর্তি ক্ষুধা নিয়ে ক্ষুধা লাগেনি-
এমন অভিনয় করা খুব কঠিন!
এটা বাস্তব,চরম বাস্তব।
বাস্তবকে বাল্যকালের পুতুল খেলার সাথে
ভুলেও মিলিয়ে ফেলনা যেন!
বাস্তব সে যে অনেক কঠিন,লীনা!
বিশ্বাস করো, এয়ারকন্ডিশনের ঠাণ্ডা বাতাসে শুয়ে
তুমি রচনা করেছ যেসব স্বপ্ন,
তার একটাও হয়তো পূরণ হবে না তখন!
তাই তখন কোলের উপর ঘুমন্ত অামাকে রেখে-
আকাশের তারা গুনতে ভালো লাগবেনা,
চাঁদের আলো দেখলে ভীষণ বিরক্ত লাগবে।
মনে হবে- সূর্য উঠবে কখন?
আর কখন হতচ্ছাড়া এই অামাকে
তাগাদা দিতে পারবে খাবার আনার জন্য!
সত্যি বলছি লীনা,
তুমি যে অামার ঘুমন্ত চেহারা দেখার জন্য ব্যাকুল
ছিলে,
আঙুল ছোঁয়াতে চেয়েছিলে অামার ঘুমন্ত চোখে,
দু গালে এঁকে দিতে চেয়েছিলে
তোমার গাঢ় লিপস্টিক মাখানো ঠোঁটের দুটো প্রলেপ,
চুলে বিলি কেটে দিতে চেয়েছিলে,
মাঝরাতে ঘুম ভাঙিয়ে আদর করতে চেয়েছিলে
নিজের সর্বস্ব উজাড় করে-
সে অামার ঘুমন্ত রূপটা তখন বড় বিভস্সো
মনে হবে তোমার!
হয়তো ক্ষুধার জ্বালা সইতে না পেরে
ঘুমন্ত নিষ্কর্মা অামাকে গলা টিপে মেরে ফেলে
চলে যেতে ইচ্ছে হবে মায়ের কোলে!
এত কষ্ট সহ্য হবেনা তোমার,লীনা,পারবেনা তুমি...
তখন তোমার হয়তো মনে হবে,
"ভালবাসা ঘোড়ার ডিম, ভালবেসে ছাই হয়,
এত কষ্ট আগে জানলে কখনো ভালোই বাসতাম না,
সব ওই হতচ্ছাড়ার দোষ!"
তাই বলছি, তারচেয়ে তুমি বরং তোমার বাবা মা'র পছন্দের
ছেলে কে বিয়ে কর!
কষ্ট পেতে হবে না কখনো,
সুখ ঘিরে রাখবে তোমার অাশপাশ।
খবরদার! বুকের ভেতর ফ্যান্টাসি ধারণ করে,
ভালবাসার জন্য ঘর ছাড়ার স্বপ্ন দেখিয়ে-
অামার কষ্টটা অহেতুক বাড়িওনা!
অহেতুক বাড়িওনা!!!
©somewhere in net ltd.