![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
যদি আমার হাতে রাখ হাত,
খালিপায়ে হেঁটে যাব
কাঁশফুলের পাশ ঘেঁষে
দিগন্ত ছোঁয়া নদীর তীর ধরে
বহুদূর; বহু ক্রোশ পথ।
সোনালি সূর্যের রোদেলা আলোয়
তোমার পায়েমাখা বালুকণা
হবে রূপালি নূপুর।
আমাদের যুগল চলায়
লাজুক কাঁশফুল তারা হয়ে রবে
তোমার মেঘরং এলোচুলের খোঁপায়।
নুড়ি দিয়ে আমারই গাঁথা মালা
তুমি পরবে গলায়।
©somewhere in net ltd.