![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
কাঁদবে তুমি, কাঁদবে জানি,
আমার বিদায় বেলা,
দূরে যতই রাখো তুমি,
কর অবহেলা।
চাইবে তুমি, চাইবে জানি,
একদিন আমায় কাছে,
হারিয়ে আমি যাব যখন,
রইব না আর পাশে।
বন্ধু যখন হবে সব,
অনেক অচেনা,
একা তখন চাইবে আমায়,
খুঁজে পাবে না।
মুখ ফিরিয়ে নিবে যখন
কাছের মানুষগুলো,
খুঁজে খুঁজে আমায় তখন,
পাবে কোথায় বল?
আমায় ছাড়া থাকবে তুমি,
থাকবে যাকে ঘিরে,
আমি তবু আছি দেখো,
তোমার চোখের নীরে।
কোথাও নেই আমি তবু,
দেখো তোমার বুকে,
জড়িয়ে থাক যাকে তুমি,
পাবে আমার ছোঁয়াটাকে।
©somewhere in net ltd.