নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন › বিস্তারিত পোস্টঃ

|| শরতের ঘ্রাণে, প্রাণে লাগে ছোঁয়া ||

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। তুলোর মত মেঘের সাথে সুয্যিমামার লুকোচুরি খেলা। নীল আকাশের এই বিশালতার সাথে কাশফুলের নরম ছোঁয়ায় নৃত্য ছন্দের বোল তোলা মিষ্টি হিমেল হাওয়া আর ভোরে আঙিনার শিশির সিক্ত ঝরে পড়া শুভ্র শিউলির ঘ্রানে মেখে ঘোষনা দেয় শরতের আগমন।

‘শরৎ’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে আসে সিগ্ধতার মাতাল হাওয়ার এক নির্মল উজ্জ্বলতা। প্রকৃতির এই প্রসন্নতার মাঝে মানুষের মনও হয়ে উঠে উদাসী। জীবনের যান্ত্রিকতা থেকে বেড়িয়ে এসে মন চায় শরতের আকাশের বিশালতার মাঝে হারিয়ে যেতে। সর ওঠা দুধের মতো মেঘবালিকাদের সাথে মিতালী করে মুক্ত বিহ্নগের মত ডানা মেলা উড়ে যেতে মনটা হয়ে উঠে অস্থির।

আকাশের সঙ্গে মেঘের লুকোচুরি দেখে মনে পড়ে যায় শৈশব ও কৈশোরে কাটানো এমনি কত শরতের খেলা। আজকাল শহরের উচু ইমারতে ঢেকে গেছে পয়ন্ত আকাশ। এ ছাড়া প্রকৃতিকে দেখার অবসর কোথায়? শরতের আকাশ দেখতে গেলে যেতে হবে গ্রামে, যেখানে মেঘবালিকারা ঘুড়ি ওড়ায় মুক্ত আকাশে। ঘুড়ি ওড়ে মেঘের দেশে। মন পবনের নাওয়ে ভেসে বালিকার মন দোলে। সঙ্গে দোল খেতে থাকে মেঘেরা।

এখান থেকে ওখানে মেঘেদের ছোটাছুটি এমনি করে মেঘে মেঘে বেলা বয়ে যায়, শেষ বিকেলের রূপ আর রঙের মাঝে ছড়িয়ে পড়া লাজ নম্রতার আবীর একে দেয় মুখে। এখানেই প্রকৃতি আর মানুষের কল্পনা মিলে একাকার হয়ে যায়। সন্ধ্যার আকাশের মিটিমিটি তারাদের সঙ্গে কথা বলতে বলতে মন পবনে দিয়ে যাত দোলা।

ফুলের ঝোপে জোনাকির ছুটে চলা আর ঝিঁঝিঁ পোকার সুর তোলা শ্যামের বাঁশি নাড়া দিয়ে যায় মনের ভেতর, নিয়ে যায় রুপালি আলোর জগতে। আর জানালার পাশে একফালি চাঁদের হাসিতে উদাসী মনে তাকিয়ে থাকার এক অনাবিল সুখের জোয়ারে ভেসে যায় মন।

ভোরের জানালায় উঁকি মারে সোনা রোদ। পুবের জানালা খুলতেই এক চিলতে রোদ্দুর এসে চুমু খায় মুখে। মুছে যায় সব ক্লান্তি। শরতের সকাল টি শুরু হউক এক নতুন দিগন্তের সম্ভাবনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.