![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
সারা দেশের ন্যায় চট্টগ্রামেও রয়েছে অনলাইন সাংবাদিক ও সম্পাদক কিন্তু সারা দেশে অনলাইন সাংবাদিকদের মধ্যে গ্রুপিং না থাকলেও চট্টগ্রামে চলছে এখন গ্রুপিং। অজানা ও রহস্যজনক কারণে কতিপয় চট্টগ্রাম বিরোধী অনলাইন সাংবাদিক আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টির লক্ষ্যে উঠে পড়ে লাগছে । এই গ্রুপিং করে ফায়দা লুটছে কারা ?
হয়ত আপনাদের মনে নাই , হয়ত ভুলে গেছেন সেই চসিক নির্বাচনকালীন সময়ের কথা । আজ আপনারা যাদের কথাই চট্টগ্রামে গ্রুপিং করছেন তাদের কে স্মরণ করিয়ে দিতে চাই সেই মুহূর্তের কথা । এরা হচ্ছে সুসময়ের কৌকিল, সময় পুরিয়ে গেলে এদের আর খোঁজে পাওয়া যায় না। এই সুসময়ের কৌকিল ঘাপটি মেরে বসে আছে । সুযোগ পেলে আপনাকে বিপদে পেলবে। অথবা আপনার বিপদে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। পরে শত হাজার বার ফোন দিলেও রিসিভ করবে না । তাহলে কেন আমরা সে সব মানুষের কথায় নিজেদের মধ্যে গ্রুপিং করছি । আপন ভালো তো পাগলেও বুঝে ,তাহলে আমরা কেন সেটা বুঝছি না।
আমাদের অভিভবাক দরকার । কার নেতৃত্বে এগিয়ে যাবো আমরা? আমরা এমন একজন ব্যক্তি চাই যাকে আমরা ছায়ার মত প্রতিনিয়ত পাশে পাবো। সৃষ্টিকর্তার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া জানাই এমন একজন মানুষ আমরা পেয়েছি। যার কথা বলে শেষ করার ক্ষমতা হয়ত আমি রাখি না । হয়ত আপনি বুঝে গেছেন কার কথা আমি বলতে চাইছি। তিঁনি হলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মোস্তাফা জাব্বার স্যার। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ।
পরিশেষে আমার প্রিয় সহকর্মীদের বলতে চাই গ্রুপিং নয় ঐক্য মাধ্যমে আমরা চট্টগ্রাম কে এগিয়ে নিয়ে যাবো , একে অপরের পাশে থেকে আগামীর পথে হেঁটে যাবো। তরুণ প্রজন্মকে উপহার দিবো সুন্দর পৃথিবী। প্রসংগত বলা প্রয়োজন সিটি কর্পোরেশন নির্বাচনকালীন স্যার মোস্তাফা জব্বার আমাদের চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম. আলী হোসেন সাহেবকে সহযোগিতা করেছিলেন। তখন বনপার বর্তমান একাংশের সভাপতি স্বপন সাহেব সহযোগিতা দূরে থাক মােবাইল পর্যন্ত বন্ধ রেখেছিলেন। এ কথা চট্টগ্রামের সাংবাদিকদের ভুলে গেল চলবে না। সভাপতি ও সম্পাদক নিজ জেলায় বনপা ও অনলাইন প্রেসক্লাবের কমিটি না করে চট্টগ্রামে কিসের লোভে ঢু মারছে। নাকি ৭ মামলার আসামী হবার কারণে মামলা চালানোর খরচের জন্য স্বপন চট্টগ্রামকে টার্গেট করেছে।সেই টার্গেটে যদি আমাদের প্রিয় সহকর্মী কেউ শিকার হন তাহলে আমাদের আফসোস করতে হবে।
প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই কোথায় মোস্তাফা জব্বার আর কোথায় ড. আবিদ। এই ড. আবিদকে নিয়ে আপনারা সাংবাদিকতা, অনলাইন,কম্পিউটার, কীবোর্ড, মাউন্স ও অনলাইন নীতিমালা নিয়ে একটি শব্দও কখনো শুনেছেন।চট্টগ্রামক নিয়ে গ্রুপিং না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। মামলায় মামলায় জড়িত, কথায় কথায় বহিঃস্কার আর তিরস্কার এমন মহা ক্ষমতাধর ব্যক্তিরা আর যাই হোক সংগঠন চালনোর যোগতা নেই তা নিয়ে যেই কেউ প্রশ্ন তুলতেই পারে। স্বপনের সাথে যারা জড়িত তাদের অনেকের ডজন ডজন মামলার খবর এখন আমাদের অনুসন্ধানে বের হয়ে আসছে। মােস্তাফা জব্বার স্যারকে বাদ যারা বলে তারাও আমাদের থেকে বাদ এই কথা বলার সময় এখনই।
এন এ খোকন | অনলাইন গণমাধ্যম কর্মী
[email protected]
©somewhere in net ltd.