নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন › বিস্তারিত পোস্টঃ

একদিন তুমি

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০


একদিন তুমি অবাধে বিচরণ করেছিলে
এই মনের অলি গলি ধরে
আজ সেখানে শূন্যতা শুধুই শূন্যতা
কারো নগ্ন পায়ের চিহ্ন আজো
পড়েনি সেখানে।
কারো নূপুরে ঝুম ঝুম শব্দ
হৃদয় উম্মাদনায় হারায়নি।
শূন্যতাই আজ আমার শেষ সম্বল।
একদিন তুমি নিজের হাত দিয়ে এই
বুকের দেয়ালে এঁকে
ছিলে কিছু সুখের প্রতিমা।
ধুলো জমা অবস্থায় আজো তেমনি আছে।
ঝকঝকে পরিষ্কার হয়ে যাইনি।
একদিন তুমি নাম না জানা অসংখ্য
কুড়ি থেকে ফুল ফুটিয়ে ছিলে
এই মনের বাগানে
নতুন কোন পুষ্প মুকুল আমার
মনে সদ্য ফুলে ফুলে ভরিয়ে
দিতে পারে নি
শুকিয়ে যাওয়া ফুল গুলো রয়ে গেছে
একদিন তুমি স্বপ্নের বাসর সাজিয়ে
নিত্য নতুন সুখের হাতছানি দিয়ে ছিলে
এই মন মন্দিরে,
সে সুখের কানামাছি খেলায়
আজো নিজেকে ছোঁয়া দিয়ে যায়।
সে সুখ আজ অব্দি অস্পর্শেই
রয়ে গেছে,
নতুন কোন সুখের হাতছানি
দেইনি এখনো হৃদয়ের গহীনে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখা ভালো লাগলো । প্রথম লাইক দিলাম :)

শুভেচ্ছা রইল

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

নুরুল আমিন খোকন বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

নুরুল আমিন খোকন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.