![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.
জানটুসি,
"প্রথমে প্রেমে পড়ি তোমার কথার। তুমি কথা বল আর
আমি বিমুগ্ধ দর্শক হয়ে শুনি।
তারপর প্রেমে পড়ি তোমার লাল-কালো ফ্রেমে বাধাঁনো
চশমার । তোমার চশমার ফাঁক দিয়ে চাহনির প্রেমে
পড়ি।
তারপর আবার, প্রেমে পড়ি তোমার ঘন কালো চুলের। তোমার
ঐ দোদুল্যমান এক ঝাপটা অবাধ্য চুলের প্রেমে পড়ি।
তারপর থেকে অজস্রবার তোমার প্রেমে পড়ি।
না রে! আমি হিসেবটাতে বরাবরই কাঁচা রয়ে গেলাম।
তাই ঠিক মনে নেই কতবার তোমার প্রেমে আমি নিজেকে
হারিয়েছি।
এবার তোমার হাসির প্রেমে পড়লাম। খবরদার এভাবে আর
হাসবে না। তোমার হাসি দেখে আমার বুকে তুফান ছোটে।
আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে। আমি দেখতে পারি না
অমন সুন্দর হাসি। আমার চোখ ঝলসে যায়।
তুমি এমনই থাকবি তো? আরো কয়েক যুগ কিংবা কয়েক
হাজার বছর।
থাক না প্লিজ,,,!! আমার আর কোনো আবদার নাই। শুধু
মাঝেমাঝে তোমার অনুমতি ছাড়াই তোমার প্রেমে পড়বো।
তোমার সমস্ত সত্ত্বার প্রেমে পড়েছি আমি। বারবার অথবা
বহুবার তোমার প্রেমেই পড়তে চাই। তোমার নিষেধ শুনে
কে?"
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
তার আর পর নেই… বলেছেন: জানটুসি নাম? অসাধারণ নাম!
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
মহা সমন্বয় বলেছেন: আমিও চাই।