নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি দেখলেই..

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

বৃষ্টি দেখলেই আমি ডুবে যাই তোমাতে । আনমনে মনের কোণে উঠে আসে সেদিনের স্মৃতি। যেদিন তুমি আমি মধ্য বনে টিনের ছাউনীর নিচে বসে ছিলাম। বাইরে ছিলো কখনো টিপ টিপ বা কখনো অঝর ধারা । ডুব দিয়েছিলাম আমরা অজানা এক ঘোরে। আহা....

বাদলের এই দিনগুলোতে তোমাকে খুব বেশি মনে পড়ে । আমি কাতর থেকে কাতর হই তোমার ভালোবাসায়। অদ্ভুত সব ইচ্ছেরা ভিড় করে আমার মস্তিষ্ক জুড়ে....

বৃষ্টি মাটির মিশ্রণে যে ঘ্রাণ সেই ঘ্রাণের সাথে তোমার গায়ের সুবাসটা মিলিয়ে দেখতে ইচ্ছে করে। সেই মিশ্রণে নাক ডুবিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। সাদাকালো নয়, তুমি আমি আর অনাগত ভবিষ্যতের রঙিন স্বপ্ন।

খুব ইচ্ছে করে , তোমার ডগডগে লতার মত চিকন হাতে এক গুচ্ছ চুড়ি পড়িয়ে দি । নীল রঙের কাচের চুড়ি। সেই চুড়ি আর বৃষ্টির শব্দকে এক করে আমি বিভোর হয়ে থাকি নিশি ভোর....

চোখের সামনে থেকেও তোমার আমার যোজন যোজন দূরত্ব। যেন শেষ রাতে স্বপ্নের সাথে বাস্তবতার দূরত্ব এটা। তবে....

কামনা একটাই। পরী তুল্য ছোট্ট মুখটাতে তোমার আজীবন লেগে থাকুক স্বর্গের সেই হাসিটা, যে হাসিতে তাকিয়েই জীবনটা শেষ করার স্বপ্ন দেখেছিলাম আমি....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.