| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা মানে যদি কষ্ট আর অবহেলা হয়,
তাহলে আমি চাইনা এমন ভালোবাসাকে ।
ভালোবাসা মানে যদি কারো মন ভাঙ্গা হয়,
তাহলে আমি এ ভালোবাসাকে ঘৃণা করি।
ভালোবাসা মানে যদি নিত্যদিন তোমার দূরব্যাবহার হয়ে থাকে,
তাহলে বলবো চলে যাও আমার জীবন থেকে............
মানুষ সম্পর্ক করে একটু সুখের আশায়,
একটুখানি আশ্রয় চায় ভালোবাসার মানুষটির কাছ থেকে,
চায় কাওকে অবলম্বন করে বাঁচতে।
কিন্তু এই ভালোবাসাই যদি কখনও কারো জীবনে দীর্ঘশ্বাস হয়ে দাঁড়ায়,
কারো চোখের জলের কারণ হয়ে যায়,
তাহলে এমন ভালোবাসাকে পরিত্যাগ করাই উত্তম ।
©somewhere in net ltd.