![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানরেরা সাধারনত দল বেঁধেই থাকে।অবসর সময়ে যখন তাদের কিছু করার থাকেনা, তখন একটি বানর অন্যটির পিঠ থেকে উকুন বেঁছে দেয় এবং পরমুহুর্তেই তা গিলে নেয়। এভাবে একটির পেছনে একটি, তার পেছনে আরো একটি বানর বসে দলগতভাবে একজন আরেকজনের উকুন বেঁছে দেয়।নিয়মটা হছে গিয়ে এমন, একজন বেঁছে দিলে অন্যজনকেও বেঁছে দিতে হবে বা সেটা ফেরত দিতে হবে।অনেকটা ঋণ শোধের মতো ! প্রারম্ভিকতার সমাপ্তি ঘটিয়ে এবার যাচ্ছি আসল কথায়। বিগত বছর গুলোতে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো বাংলাদেশেও ব্যপক জনপ্রিয়তা ও প্রসার লাভ করেছে।এগুলো ব্যাবহারকারীর সংখ্যাও মাশাআল্লাহ পরিমানের।এবং সবাই নিয়মিত। আমার মনে হয় সেই ব্যাবহারকারীদের মধ্য থেকে আতশ কাচ দিয়ে খুজে কিংবা গুগলে সার্চ দিয়েও এমন কোন একজনকে খোজে পাওয়া যাবেনা, যে কিনা ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোষ্ট করা ছবি, স্ট্যাটাস কিংবা কোন কিছুতে অধিক লাইক পাওয়া প্রত্যাশা করে না, কিংবা পেলে অখুশী হন।আমিও সে দলে।কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আমার কাছে এটাকে এক বানরের পিঠ থেকে অন্য একটি বানরের উকুন বেছে দেয়ার মতো মনে হচ্ছে।আরেকটু ভেঙ্গে বললেই বর্ষাকালের নতুন পানির মতো পরিষ্কার ও স্বচ্ছ হয়ে যাবে ব্যাপারটি।কারো কোন দুঃসংবাদ,কিংবা মৃত্যু সংবাদে কিভাবে কয়েকশো কিংবা কয়েক হাজার লাইক পাওয়া যায় ! ঘটনা আর ব্যাক্তিবেধে কখনো কখনো আবার তা লাখের কোঠাও ছুয়ে ফেলে! কোন দুঃসংবাদ বা মৃত্যুখবর কিভাবে লাইক পাওয়ার মতো বিষয়বস্তু হয়? অনেকে আবার বলে দুঃসংবাদ কিংবা মৃত্যু সংবাদে লাইক দেয়া মানে সমবেদনা জানানো। যদি তাই হয়ে থাকে তাহলে এবার প্রেক্ষাপট পরিবর্তন করি, অনলাইন সংবাদপত্র গুলো সংবাদ প্রচারে কয়েকধাপ এগিয়ে। তারা ধর্ষন, খুন থেকে শুরু করে নায়ক কিংবা নায়িকার বগলে ফোড়া উঠার খবর কিংবা বায়ু ত্যাগের বিষয় সহ নারী ও পুরুষের সকল কঠিন ও পুরনো রোগের স্থায়ী সমাধান নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। আর ম্যাঙ্গো পিপল ফেসবুক ব্যাবহারকারীরা তাতে সমান তালে লাইকও দিয়ে যায়।এ ধরনের পোষ্টগুলোতে লাইক এর অর্থ কি তাহলে ভিন্ন ? অর্থাৎ এখানে লাইক মানে সহমত ? আবার এসব যোগাযোগ মাধ্যম গুলোতে যারা তথাকথিত সেলিব্রেটি, তারা যদি একটা হাঁচিও দেয় সেখানে লাইকের সুনামি বয়ে যায় । এখানে লাইকের অর্থ কি ? ভালো লাগা ? তারমানে এই লাইকই ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে! কখনো সমবেদনা কখনো সহমর্মিতা, কখনো সহমত। কখনো আবার ভালো লাগা ! হতে পারে।মোদ্দা কথা হলো কেও যদি কারো কোন পোষ্টে লাইক দেয়, পরবর্তিতে তাকে কোন যাচাই বাছাই ছাড়াই প্রথম জনের পোষ্টে লাইক দিয়ে তা ফেরত দিতে হবে। শুরুতে বানরের বর্ণনায় যেমনটা বলেছিলাম। তাই আমার কাছে এটাকে একটা ব্যাপারই মনে হয়, যা আমি আমার লিখার মধ্যভাগে এসে বলেছি, শেষভাগেও বলছি ,এটাকে আমার কাছে এক বানরের পিঠ থেকে অন্য একটি বানরের উকুন বেছে দেয়ার মতোই মনে হয়, এর বেশি কিছু নয়।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
নাকিব বাপ্পী বলেছেন: একজন কারো পোষ্টে লাইক দেয় অন্যজন আবার তার পোষ্টে লাইক দিয়ে তা ফেরত দেয়। কোন কিছু যাচাই বাছা ছাড়া। এক বানর যখন অন্য বানরের পিঠ থেকে উকুন বেঁছে দেয় তখন ওই বানরটি ও প্রথম বেঁছে দেয়া বানরের পিঠের উকুন বেঁছে দেয়। একজন দিয়েছে তাই তাকেও তা ফেরত দিতে হবে।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
পিচ্চি হুজুর বলেছেন: আজকাল নাকি নতুন ধরনের শ্রেণী বিভাজন তৈরি হইছে ঃ ফেইসবুকে যার নাকি ফলোয়ার আর লাইকার সংখ্যা বেশি সে নাকি তত বেশি জাতে উঠা লোক। দুইদিন পর দেখা যাবে, বাংলার মেয়েরা প্রেম করবার জন্য শর্ত দিছে ছেলের ফলোয়ার সংখ্যা ১০০০ এর চেয়ে বেশি হইতে হইবে তাইলে কনসিডার করা যাবে। পাবলিক পারেও বটে। আমারে একবার একজন কইতেছিল, তারে নাকি ফেইসবুকে তেমন কেউ চিনে না, এই জন্য তার বিয়াপুক মন খারাপ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
নাকিব বাপ্পী বলেছেন: কথা সত্য। যার বন্ধু আর ফলোয়ারের সংখ্যা যতো বেশি, সে ততো বড় সেলিব্রেটি।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৮
রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা! মজার যুক্তি! বানরের সাথেই মিলে আসলে এইটা।
লাইকের ব্যাপারটা আগে অন্য একটা মিনিং ছিল - এখন এইটার আসলে কোন মিনিংই নাই।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
অন্ধবিন্দু বলেছেন:
আস্তে বলেন, বাপ্পী। এমন করে উচিত কথা কয়ে মুখোশ খুলে নিলে আপনাকে লাইক দেবার মতো লোক পাবেন নে পরে। হে হে।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
নিমগ্ন বলেছেন: সবাই একরকম না। অনেকে আছে(যেমন আমি) প্রতি লাইকের/কমেন্টের আশা না করে যেটা ভাল লাগে/মত জানান দরকার সেটাতে লাইক/কমেন্ট দিই।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: লাইক দেয়ার সাথে বানরের উকুন খাওয়ার সম্পর্ক বুঝলাম না!