নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু চলে যাবে নস্টদের হাতে

হতেও পারে

কল্পবিলাসী স্বপ্ন

আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা

কল্পবিলাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

REN TV, TB 6 সহ আরও কিছু টিভি চ্যানেলের কথা কি আপনাদের মনে আছে?

২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৩

আমার পোস্টের শিরোনাম দেখে হয়তো ভাবতে পারেন , আমি বুঝি সেইসব হারিয়ে যাওয়া টিভি চ্যানেলের স্মৃতিচারণ করতে এসেছি,কিন্তু না আমার পোস্টটি কোন স্মৃতিচারণমূলক পোস্ট নয়।

শিরোনামে উল্লেখিত টিভি চ্যানেলগুলোর সাথে মনে হয়না আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেবার কোন আছে, যে কোন প্রাপ্তবয়স্ক ব্যাক্তিই চ্যানেলগুলো সম্পর্কে জেনে থাকবেন বলে আমার ধারনা।

তারপরও বলছি উক্ত টিভি চ্যানেলগুলোতে মূলত এক্স রেটেড মুভি দেখানো হতো বলেই বাংলাদেশ সরকার চ্যানেলগুলোর সম্প্রচার এদেশে বন্ধ করে দেয়। আমার বলতে কোন দ্বিধা নেই আমি সেই টিভি চ্যানেলগুলা মাঝে মাঝে দেখতাম (অনেকে হয়তো বলছেন ,ছি ছি কি খারাপ ,পর্নো মুভি দেখার কথা প্রকাশ্যে বলছে)। তবে আমি বলবো যেকোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষেরই জৈবিক চাহিদা আছে ,সে হিসেবে আমারও ছিলও তাই আমি দেখতাম। আমি মনে করি অন্যকারো বিরক্তির সঞ্চার না করে কোন প্রাপ্তবয়স্ক মানুষ যদি পর্নো মুভি দেখে সেটাকে কোন অপরাধ হিসেবে ধরা যায়না। সরকার যখন চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছিলো একটু হলেও খারাপ লেগেছিলো ,আবার ভালোও লেগেছিলো এইভেবে যে অনেক অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা হয়তো ঐসব চ্যানেলের পর্নোমুভি দেখতে পারবেনা।

যাইহোক ,এগুলো অনেক পুরান কথা।

তবে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ইন্ডিয়ান চ্যানেলের টিভি সিরিয়ালগুলোর প্রকোপ খুব বেড়ে গেছে। প্রায় প্রতিটি ঘরেই এই সিরিয়ালগুলো চলে, তাই হয়তো বাধ্য হয়েই মাঝে মাঝে এই সিরিয়াল দেখতে হয়। কিছুদিন আগে কোন একটা সিরিয়ালের ঘটনা ছিলো এরকম “মা ছেলের বউকে ছোট করার জন্য ছেলের খাবারে বিষ মিশিয়ে দেয়” । আবার দেবর,ভাবীর পরকীয়া তো সিরিয়ালগুলোতে খুবই একটা জমজমাটা বিষয়, শুধু দেবর ভাবী নয় যেকোন পরকীয়া এবং রগরগে সম্পর্ক সিরিয়ালগুলোতে খুব প্রাধান্য পায়। একবার একটা কলকাতার সিরিয়ালের ভিডিও ক্লিপ দেখেছিলাম যেখানে দেখানো হয় ,মা এবং মেয়ে এক বাসাতে থাকে ,একদিন মেয়ের বন্ধু বাসাতে আসে , মেয়েটির অবর্তমানে মেয়ের বন্ধু আর মা গল্প করতে করতে .......................................(ভাষায় বলার মত না) । এরকম হরেক রকম ব্যাভিচার ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে প্রতিনিয়ত দেখানো হয়। এমনসব ঘটনা দেখানো হয় যেগুলো পরিবারতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অকল্পনীয়।



আচ্ছা এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন

কোনটা অসুস্থ রুচির প্রকাশ এক্স রেটেড মুভি নাকি নাকি উপরে বর্নিত ঘটনা, আমার মতে একটা সভ্য সমাজে নিয়ন্ত্রিতভাবে কেউ পর্নো দেখতে পারে ,কিন্তু উপরের ঘটনাগুলো হতে পারেনা, তাহলে সরকার যদি ren টিভি বন্ধ করতে পারে ,তাহলে ঐ সিরিয়ালগুলো কি আরো আগে বন্ধ করা উচিত ছিলোনা?

সিরিয়ালগুলো ঘর থেকে ঘরে খুব দ্রুত প্রসারিত হচ্ছে,আর আমাদের দেশে পরকীয়াসহ অন্যান্য ব্যাভিচারমূলক ঘটনা ইদানীংকালে খুব বেশী শোনা যায়। তাহলে ঐসব সিরিয়াল গুলোর সাথে ,সাম্প্রতিক সময়ের লজ্জাজনক ঘটনাগুলোর কোন মিল আছে?



প্রশ্নগুলো পাঠকদের করলাম ,উত্তর দিয়ে গেলে খুশী হবো।



ধন্যবাদ

মন্তব্য ১০৬ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৩

রেজা রাজকুমার বলেছেন: সহমত

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৭

জীবনকেসি বলেছেন: আমি আছি আপনের লগে। রেন টিভি চাই। না হয় সিরিয়াল বন্ধ চাই। সমান অধিকার ।

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলে ভাই ,আমি রেন টিভি চাই এধরনের কোন দাবীতে এই পোস্ট দেই নাই। আমি বলতে চাচ্ছি সামাজিক অবক্ষয় রোধে যদি রেন টিভি বন্ধ করতে পারে ,তাহলে সিরিয়াল আরো আগে বন্ধ করা উচিত

৩| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৭

নাঈমুল হাসান বলেছেন: দুটোই খারাপ।

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: দুটোই খারাপ ,কিন্তু সিরিয়ালগুলো বেশী খারাপ ,সমাজ নস্ট করতে ইন্ডিয়ান সিরিয়ালের কোন জুড়ি নেউ

৪| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৯

সময়ের গল্প বলেছেন: সহমত, দুর্বার অান্দোলন গড়ে তুলতে হবে ।

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৯

সময়ের গল্প বলেছেন: সহমত, দুর্বার অান্দোলন গড়ে তুলতে হবে ।

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৪৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬| ২০ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৯

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ১ ও ২ এর সাথে সহমত, ২এর সাথে একটু বেশি। ;) ;)

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৫১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৭| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০২

আেলা আধােরর েখলা বলেছেন: You are saying the very truth fact. But people will say the X-rated movie will be bad cause they show the naked body, doing F**king instead of the indian serial.

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: thanks for the comment

৮| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৩

হাসিন খন বলেছেন: একেবারে সত্যি কথা বলেচ্ছেন,একটা গোটা ফ্যামিলি কে নষ্ট করে ফেলার জন্য এরকম একটা সিরিয়ালই যথেষ্ট, সেখানে তো ডাইলি হাজারটা চলচ্ছে, আমার আম্মুও এখন সিরিয়ালই দেখছে।

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ঠিক বলেছেন ,ইন্ডিয়ান সিরিয়াল দেখলে যেকোন সুস্থ মানুষও অসুস্থ হতে পারে।

সময় থাকতেই এর বিরুদ্ধে দাড়াতে হবে

৯| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৬

স।দ।ফ বলেছেন: কিসের সাথে কিসের তুলনা........বলদ

২০ শে জুলাই, ২০১১ রাত ১০:০০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হা হা হা ,আপনার মত সুশীলদের কাছে আমারমত স্পস্টভাষীরা বলদই হবে।

আমার বলতে কোন দ্বিধা নাই যে আমি পর্নো মুভি দেখি ,কারন আমার জৈবিক চাহিদা আছে

কিন্তু আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখিনা কারন আমার মধ্যে নৈতিকতা আছে।

আর আপনার মত যারা সুশীল ধ্বজ , তাদের নৈতিকতা নেই কিন্তু কুরুচীপূর্ন চাহিদা আছে

১০| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৭

অদ্ভুত বলেছেন: আমি এত চেষ্টা করেও দেখতে পারি নাই একদিনও :(
এক শনিবার রাতে সুযোগ ছিল কিন্তু ১২টার দিকে ঘুমায় গেছিলাম X(( । ঘুম ভাংছে ৫টাই। তখন সব শেষ :((

২০ শে জুলাই, ২০১১ রাত ১০:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভাই এগুলো তেমন আহামরি কিছুনা ,যে না দেখতে পারার জন্য আপমার আফসোস করতে হবে।

আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, তবে অন্য কারো অসুবিধার সৃস্টি না করে দেখতে পারেন।

কিন্তু আমার অনুরোধ আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন না,সবাইকে দেখতে নিরুৎসাহিত করুন

১১| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৭

রেজওয়ান করিম বলেছেন: একমত। ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করে েদয়া উচিত

২০ শে জুলাই, ২০১১ রাত ১০:১৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সরকারীভাবে যদি বন্ধ নাও করে ,আমাদের নিজে থেকেই এগুলো বর্জন করা উচিত

১২| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:১৩

কুবামু বলেছেন: ইন্ডিয়ান চ্যানেলের টিভি সিরিয়াল দেহার চেয়ে রেন টিভি দেহা অনেক ভালা আছিল..........কিন্তু কষ্টের বিষয় হইল রেন টিভি এহন আর নাই..........

২০ শে জুলাই, ২০১১ রাত ১০:১৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার প্রশ্নহলো রেন টিভির বিষয়টি সুশীলদের নজরে আসলেও ,সিরিয়ালগুলো কেন আসেনা

১৩| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:২৩

মেফতাহুল সাগর বলেছেন: এইখানে চিল্লাইয়া গলা ফাটাইয়া ফেল্লে ও লাভ নাই। আর কিছুদিন পর ত আমরা জাতিয়তা ইন্ডিয়ান লিখব. X( X( X(

টিভি দেখা প্রায় বন্ধ করে দিছি। বাংলাদেশী চ্যানেল এ খালি বিগ্গাপন আর ঐ সব বালের টিভি তে বাল গুলারে দেখায়।

কম্পি উটারে ডিভিডি দেখি ঐ টাই ভাল আর সোংবাদের জন্য সামু তো রইছেই ;) ;)

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কি লিখতে চাইছিলেন ভাই?

১৪| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:২৪

মেফতাহুল সাগর বলেছেন: এইখানে চিল্লাইয়া গলা ফাটাইয়া ফেল্লে ও লাভ নাই। আর কিছুদিন পর ত আমরা জাতিয়তা ইন্ডিয়ান লিখব. X( X( X(

টিভি দেখা প্রায় বন্ধ করে দিছি। বাংলাদেশী চ্যানেল এ খালি বিগ্গাপন আর ঐ সব বালের টিভি তে বাল গুলারে দেখায়।

কম্পি উটারে ডিভিডি দেখি ঐ টাই ভাল আর সোংবাদের জন্য সামু তো রইছেই ;) ;)

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:০৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এখনই সচেতন হোন

১৫| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৭

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: হাছা কতা...নাচতে নেমে ঘোমটা দেওয়ার কি দরকার??

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:০৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

১৬| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৫১

তাশফী বলেছেন: ছি ছি কি খারাপ ,পর্নো মুভি দেখার কথা প্রকাশ্যে বলছে

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:০৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থাক ভাই আমাকে আর লজ্জা দিয়েন না :-P :-P :-P :-P :P :P

১৭| ২০ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৮

বাল্যবন্ধু বলেছেন: সহমত, ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে।

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:২৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৮| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:০০

ভারসাম্য বলেছেন: তীব্র সহমত। সকল বিদেশে চ্যানেল বন্ধ করা হোক। তবে বিবিসি, সিএনএন এসব থাকতে পারে।

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:৩২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: news আর স্পোর্টস চ্যানেলগুলো রাখা যেতে পারে

১৯| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:০২

ইশতিয়াক হোছাইন বলেছেন: জীবনকেসি বলেছেন: আমি আছি আপনের লগে। রেন টিভি চাই। না হয় সিরিয়াল বন্ধ চাই। সমান অধিকার ।

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলে ভাই ,আমি রেন টিভি চাই এধরনের কোন দাবীতে এই পোস্ট দেই নাই। আমি বলতে চাচ্ছি সামাজিক অবক্ষয় রোধে যদি রেন টিভি বন্ধ করতে পারে ,তাহলে সিরিয়াল আরো আগে বন্ধ করা উচিত

২০| ২০ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৩

সেচ্ছাসেবক বলেছেন: ame amar class-a kisu din agay bolselam j india 2020-ar agay Bangladesh ar sathe cricket khalbo na thik asay then 2020 shal porjontow indian channel gola band kora uchit ... Tar porer kaheni khub kharap ... Ame akhon class ar common enemy :O ... J shob bandhobi ra amar sathe 24/7 kotha koitow tara akhon amar mukh tao dakbar chaA na :p ... How sad :"(

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সত্যিই খুব দুক্ষজনক

২১| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:১৩

রিয়াযান বলেছেন: শেয়ার করলাম :)

২০ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ,সবাইকে এইসব সিরিয়ালের ব্যাপের সচেতন করুন

২২| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:১৭

ঘুমন্ত আমি বলেছেন: +++

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৩| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:১৭

জীবনকেসি বলেছেন: রিমোর্ট টাতে দুইবার সুপার গ্লু লাগাইছি। সিরিয়াল নিয়ে আর ঝগড়া করিনা। টিভি একটা বাড়াইছি।
উপায় হোসেন গোলাম নাই।

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার অবস্থাও আপনার মত

২৪| ২০ শে জুলাই, ২০১১ রাত ১১:১৯

ঘুমন্ত আমি বলেছেন: +++

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৫| ২১ শে জুলাই, ২০১১ রাত ১২:১৭

নিভৃত নয়ন বলেছেন: sohomot.febu te share korlam

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য

২৬| ২১ শে জুলাই, ২০১১ রাত ১২:১৯

সুদীপ্ত কর বলেছেন: এইসব আউল ফাউল সিরিয়ালের চেয়ে পর্ণ হাজার গুণে ভালো। পর্ণ দেখলে সমাজের ছোট্ট একটা অংশ অপরাধে লিপ্ত হয় আর সিরিয়ালগুলা দেশের পুরো নারীসমাজ আর বাচ্চাদের ক্ষতি করে।

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার সাথে সহমত, এখন থেকেই সবাইকে সচেতন করা শুরু করুন

২৭| ২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪১

আমার মন বলেছেন: সিরিয়াল গুলো মাথা খারাপ করে দিসে আমার বাসার ভিতরে... :'(
উহ অসহ্য ...

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৫০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভাই আমারো একই অবস্থা

২৮| ২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: নৈতিকতার সংজ্ঞাটাই আজকে বিপন্ন। মানুষের জীবনে কোন উদ্দেশ্য বা কোন স্বপ্ন নেই। শুন্য আগামীর পথে চলছি সবাই। আমাদের সামনে কোন লক্ষ্য থাকলে আমরা নিশ্চয়ই ব্যাবস্থা নিতাম এবং নিদৃষ্ট ফরম্যাট তৈরী করতাম কিন্তু দুঃখজনক সত্য হলো এটাই বাস্তবতা।

অবশ্য এটা একটা চলমান প্রক্রিয়া।

বর্তমান সময়ের প্রভাবে যেই ক্ষতিগুলো হচ্ছে এগুলো দ্বারা সমাজের সংখ্যাগরিষ্ঠরা প্রকাশ্যে আক্রান্ত না হওয়া পর্যন্ত এসব চলবেই। এই ট্রান্জেকশন পিরিয়ডে কিচ্ছু করার নেই শুধু মাঝে মাঝে এমন লেখা লিখে সবার অনুভুতি চাঙ্গা করে রাখা ছাড়া! এই কাজটি করছেন বলে ধন্যবাদ আপনাকে।

আরেকটি বিষয় হলো, দেশের সম্পুর্ন মধ্যবিত্ত সমাজটাই এসব দ্বারা আক্রান্ত হলেও উচ্চ ও নিন্মবিত্তরা মানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠিই কিন্তু এই সমস্যামুক্ত তাই বলবো, খুব একটা হতাশ না হলেও চলে।

তবে সরকার যদি হিন্দি ফালতু চ্যানেলগুলো প্রচার বন্ধ অথবা একটা "সেন্সর বোর্ড" গঠন করে কিছু সিরিয়ালকে "অসামাজিক" চিন্হিত করে বাংলাদেশে প্রচার বন্ধ করতে পারতো তাহলে দেশের ভাল হত। তবে, তখন মধ্যবিত্তরাই "টিভি দেখার স্বাধীনতা, স্বাধীনতা" বলে গলা ফাটাবে। তাই বলি,

মধ্যবিত্তদের নিয়ে আপাতত মাথা না ঘামলেই ভাল।

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভাই এদেশে কিন্তু মধ্যবিত্তের সংখ্যা নেহায়েত কম না।

আর ভাই মাথা ঘামাতে চাইনা ,কিন্তু কি করবো যখন দেখি নিজের কাছের মানুষগুলো এই বস্তাপচা সিরিয়ালগুলোর অন্ধভক্ত হয়ে গেছে

২৯| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪৭

পুচকে ফড়িং বলেছেন:
সহমত।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩০| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪৮

মোঃ জসীম মাদবর বলেছেন: নমুগো কাছে তো আমরা জাতিত্ব বিক্রি করেছি, তাই তাদের সবই আমাদের ইন করতে হবে।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এখনই সচেতন হোন এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরূদ্ধে

৩১| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:০৭

মুক্ত মণ বলেছেন: গত দু দশকে দেশের ছেলেমেয়েদের মাথা খারাপ করেছে হিন্দী এন্টারটেইনমেন্ট। যেমনটি মাস্টারপ্ল্যানে ছিল। ষঢ়যন্ত্রকারীদের মিশন এ্যাকমপ্লিশড। দেশের ছেলেমেয়েরা আত্মমর্যাদা কি তা আর জানে না। নিজেদের ভারতীয়দের কুকুর ভাবতে ভাললাগে। দেশের বাইরে কোন ভারতীয় দেখলে চাকরের মতো (মনিবের ভাষায়)হিন্দীতে কথা বলে যাতে প্রভু মাইন্ড না করে। কি দরকার ৭১ এর রাজাকারদের ঘৃনা করে, ভারতীয় রাজাকারে যেখানে দেশ ভরে গিয়েছে? পিতৃপরিচয়হীন কুলাঙ্গার জেনারেশন।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমাদের দেশের বেশীরভাগ মানুষের মূল সমস্যা হলো ,তারা আত্নপরিচয় সংকটে ভোগে।

এই সাংস্কৃতিক আগ্রাসান বন্ধ করা না গেলে ,এর ফলাফল আরো ভয়াভয় হতে পারে

৩২| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:১০

এখন আমি অনেক বড় বলেছেন: জ্বালো জ্বালো আগুন জ্বালো............

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩৩| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:১৫

এমদেশ বলেছেন: ভারতীয় টিভি চ্যানেলগুলোর সিরিয়ালের বিষয়বস্তু হলো চরম বস্তুবাদীতা আর ভোগবাদীতা।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ঠিক বলেছেন ,তাই সচেতন হতে হবে ঐসব নস্ট সাংস্কৃতির বিরূদ্ধে

৩৪| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:২৮

এমদেশ বলেছেন: @মুক্ত মণ, চমৎকার বিশ্লেষণ করেছেন। আপনার মন্তব্যের কিছু অংশ উদ্ধৃত করলাম:

"দেশের বাইরে কোন ভারতীয় দেখলে চাকরের মতো (মনিবের ভাষায়)হিন্দীতে কথা বলে যাতে প্রভু মাইন্ড না করে। কি দরকার ৭১ এর রাজাকারদের ঘৃনা করে, ভারতীয় রাজাকারে যেখানে দেশ ভরে গিয়েছে? পিতৃপরিচয়হীন কুলাঙ্গার জেনারেশন।"

এই জেনারেশন মনে হয় বুঝে না বা জানে না যে ভারত আমাদেরকে সবসময় পরাধীন দেখতে চায়। আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকি এটা ভারত চায় না। ভারত বাংলাদেশের জন্য একটি বৈরী দেশ। পাকিস্তানী শাসকদের পরাজিত করে আমরা আদৌ কি স্বাধীন হয়েছি? ভারতের নিম্নমানের পণ্যসামগ্রীর মত ভারতের কুসংস্কৃতি আমাদের গ্রাস করে ফেলেছে।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার মনে হয় আমরা আমাদের মনের অজান্তেই সাংস্কৃতিক ভাবে পরাধীন হয়ে যাচ্ছি

৩৫| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:২৯

বেয়াদব ছেলে বলেছেন: পোস্টে সাথে একমত ।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৬| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৩৩

রাখালছেলে বলেছেন: রেন টিভি চাই। না হয় সিরিয়াল বন্ধ চাই।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: রেন টিভি কোন আহামরি জিনিস না, সেটা চালু হোক বা না হোক তাতে আমার মনে হয়না কারো কোন সমস্যা হবে।

কিন্তু একটা সুস্থ সমাজের জন্য অবিলম্বে ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ করা উচিত

৩৭| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৪

ফয়সল আহমদ বলেছেন: ভায়া জটিল একখান কথা কৈসেন. আমি ও আপনের লগে একমত. আমাগো চোেখর দোষ নাই. মনের দোষ...... থাইমেননা. চালাইয়া যান,, আছি আপনের লগে..।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৩৮| ২১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৭

অাবু জাফর বলেছেন: সহমত

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৯| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৫

জিতু৭৫ বলেছেন: ১০০% সহমত।

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:২০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪০| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১৩

তৌহিদুল বারী হিমেল বলেছেন: অসাধারণ .... আপনার সাথে সহমর্মিতা প্রকাশ করলাম

২১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:২১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

৪১| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৪

কাঠুরিয়া. বলেছেন:
আমার বাড়িতে হিন্দি চ্যানেল নিষিদ্ধ, আমার পরিবার বিষয়টি মেনে নিয়েছে (তাদের ধন্যবাদ)। তবে হ্যাঁ, বিকল্প থাকতে হবে। উপোযোগী বিকল্প থাকতে হবে। যেমন আমার ছেলে ও মেয়ে (৩ বছর, ৮ বছর), toy-story, cars, lilo & stich, how to train your dragon অথবা 2012 দেখে অভ্যস্ত হয়েছে, ওদের এখন জোড় করেও হিন্দি বা বাংলা সিনেমা দেখাতে পারবেন না -- অভ্যস্থতার বিষয়। আমার মনে হয় এটা শুরু হয় শৈশবেই এবং পরিবার, পরিবেশ, মেলামেশা এইগুলি থেকে। আমার ছেলে-মেয়ে-ই হয়ত স্কুল-কলেজে এমন সঙ্গী পাবে, যারা সব সময় হিন্দি সিনেমার নায়ক নায়িকার গল্প করবে -- এবং ঐ সঙ্গী আমি নিয়ন্ত্রন-ও করতে পারবো না, তখন প্রতিরোধ আরও দুরূহ হবে। এই পর্যায়েই রাষ্ট্রীয় নিয়ন্ত্রন আর যারা সংস্কৃতির ধারক-বাহক তাঁদের দায়িত্ব ও যোগ্যতার বিষয়গুলি আসে ---- যার কোন রূপরেখাই আমাদের দেশে নাই।

শেষ পর্যন্ত ঐ ------------ দরজা জানালা বন্ধ করে রাখলে, অন্ধকারে নিমজ্জিত থাকবেন। আবার খোলা রাখলে আলো-বাতাস-ধুলো-বালি-চৌর্য সম্প্রদায় ঢুকবে নিশ্চিত, সুতরাং কখন দরজা-জানালা বন্ধ বা খোলা রাখতে হবে, বাতাস দুষিত কি-না, ধুলো-বালি জমলে পরিষ্কার করা, চৌর্য সম্প্রদায় প্রতিরোধ-প্রতিকার করা --- এগুলির শিক্ষা এবং প্রয়োগের জন্য ব্যাবস্থা থাকতে হবে।

আমরা দুর্ভাগা জাতি। এই এলাকার ইতিহাস যতদিন থেকে লিখিত আছে, আমি নিশ্চিত, ততদিন থেকেই আমরা অন্যের শাসনে চলি। ১৯৭১-এ বাহ্যিক মুক্তি পেলেও, মগজে পরাধীনতার ভুত আছে। এটা যাওয়া এত্ত সহজ না।

জেনারেসনের দোষ দিলে দায়িত্ব এড়ানো হয়, দোষ জেনারেসনের অভিভাবকদের।

২১ শে জুলাই, ২০১১ রাত ৮:১২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে স্যালুট যে আপনি আপনার বাসায় ঐসব চ্যানেলগুলো বন্ধ করতে পেরেছেন , যা আমি এখনো পারি নাই।

আর আপনার প্রতিটা কথাই যুক্তিযুক্ত।

এইসব অপসাংস্কৃতির হাত থেকে আমাদের পরিবারকে বাচাতে হলে এখনই সচেতন হতে হবে

৪২| ২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

আমি শুভ্র বলেছেন: প্রতিটা লাইনের সাথে সহমত, ইন্ডিয়ান সিরিয়ালগুলো অবিলম্বে এদেশে বন্ধ করা উচিত

২১ শে জুলাই, ২০১১ রাত ৮:১৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৪৩| ২১ শে জুলাই, ২০১১ রাত ৯:২৬

ইংলা বলেছেন: এক্স দেইখা খেচলে আমার ধন বাকা হইবো। পারসোনাল সমস্যা, সামাজিক না। কিন্তু সিরিয়াল দেইখা মানুষ যা করবো তাতে আরো ১০ জনের ক্ষতি হইবো। সিরিয়াল বেশি ড্যামেজ করে।

২১ শে জুলাই, ২০১১ রাত ১০:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: দুটোই ক্ষতিকর ,তবে সিরিয়াল বেশী

৪৪| ২১ শে জুলাই, ২০১১ রাত ১০:১৫

শশী হিমু বলেছেন: এত্ত নলি, এত্ত বুঝাই কিন্তু মা বইন বুঝেনা, রাগ কইরা টিভি দেখাই ছাইড়া দিসি।

২১ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হাল ছাড়বেন না

সামাজিক অবক্ষয় রক্ষা করতে এগুলো বন্ধ করতেই হবে

৪৫| ২১ শে জুলাই, ২০১১ রাত ১১:০৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ঘরে ৩ টা টিভি। একটাতেও এগুলির জ্বালায় আমার সুযোগ নাই। তাই আনেক আগেই টিভি দেখা ছেড়ে দিয়েছি।

আপনার বক্তব্যের সাথে ১০০ ভাগ সহমত।

ইন্ডিয়ান সিরিয়ালগুলি, ইদানিং বাংলাদেশের সিরিয়ালগুলির কারনেই ঘরে ঘরে , সমাজে অসংগতি বাড়ছে, এটা কেউ দেখচে না।

আমাদের আসলেই এব্যাপারে জনমত গঠন করা উচিৎ।

নিজের ঘর থেকেই এর শুরু হওয়া উচিৎ।

২১ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হুম, ঠিক বলেছেন

৪৬| ২২ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৪

মুর্খমানব বলেছেন: এই হিন্দি সিরিয়ালের কারনে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী আমি।লিখবো তা নিয়ে।

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১:২০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হুম লিখুন ,আর সবাইকে সচেতন করুন। আপনার লেখার অপেক্ষায় রইলাম

৪৭| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩১

িবদ্রহী বলেছেন: কঠিন জবাব দিছই আমার পরিবারে
হয় বাংলাদেশ আড় না হয় ভারত

আমার উনি বাংলাদেশ। তবে ুনাকে েকটু জিজ্গেস করলাম "বাংলা ভিশনে "যেইটা হয় ৈটা দেখো।
সরাসরি নাহ।
সো আমি ভালো আচি

২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি ভালো আছেন যেনে খুশী লাগলো

৪৮| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৬

শেষের_কবিতা বলেছেন: ভাইরে, আমি বাইচা গেছি। বউ হিন্দি জানে না। আমি থাকি খবর নিয়ে আর পোলা আছে কার্টুন নিয়ে। বাপ বেটার রিমোট টানাটানিই শেষ হয় না । বউ সেখানে ৩ নম্বর। মাঝে মাঝে কিছুক্ষন গাই-গুই করে খ্যামা দেয়।




২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভালোই আছেন তাহলে

৪৯| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১৪

মাথা ঠান্ডা বলেছেন: ইন্ডিয়ান চ্যানলগুলা বন্দ করে দেওয়া উচিত

২৮ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কে করবে বলেন , কারো এদিকে কোন মাথা ব্যাথা নেই। আমি অনেক ক্ষোভ থেকে পোস্টটা লিখেছিলাম , কিন্তু আমি জানি আমার এই ক্ষোভ বা যুক্তির কোন মূল্য নেই

৫০| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৫

নীলতারা বলেছেন: ইন্ডিয়ান সিরিয়ালগুলোর উপর ইন্ডিয়ানদেরই কোনো নিয়ন্ত্রণ নাই। বাল্ছাল যা বানায় বাঙ্গালী সেগুলাই গোগ্রাসে গিলে....

মেজাজটা যা খারাপ হয়...

২৮ শে জুলাই, ২০১১ রাত ১০:৩৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সবাইকে সচেতন করতে হবে ,এগুলো বর্জনের জন্য

৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৫

কালো হিমু বলেছেন: কঠিন সহমত।

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৮

নরকের দেবদূত বলেছেন: কারে কি কমু, আমার বাসাতেই যা অবস্থা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: :| :| :|

৫৩| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: এক্টা সায়ানাইড (রাশান) আরেকটা স্লো পয়জন (ইন্ডিয়ান)।

৫৪| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৭

আল মামুনুর রশিদ বলেছেন: esob baler serial marka chnl bondho kora desher jonno unnoti hobe

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.