নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু চলে যাবে নস্টদের হাতে

হতেও পারে

কল্পবিলাসী স্বপ্ন

আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা

কল্পবিলাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কিছু বিখ্যাত ব্যাক্তির কথা , যাদের মধ্যে মানসিক অসুস্থতা বিদ্যমান ছিলো

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৩

আমাদের সমাজে যাদের মাঝে মানসিক অসুস্থতা রয়েছে , আমরা তাদের প্রায়ই বিদ্রুপের চোখে দেখি , তাদের অসহায়ত্ব নিয়ে পরিহাস করি । তবে এই পৃথিবীতে এমন কিছু বিখ্যাত ব্যাক্তি জন্মেছিলেন , যাদের মধ্যে মানসিক অসুস্থতার লক্ষন ছিলো । আজ সেইরকম কিছু মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করবো ।



জন ন্যাশঃ অর্থনীতিতে নোবেল প্রাপ্ত বিখ্যাত গণিতবিদ , A beautiful mind মুভির কারনে আমরা সকলেই কম বেশী তার কথা জানি । জন ন্যাশ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত ছিলেন , এই রোগে আক্রান্ত রোগীরা অবাস্তব সব ঘটনা এবং চরিত্র পর্যবেক্ষন করে থাকে





আব্রাহাম লিঙ্কনঃ যুক্তরাস্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট , ভয়ংকর ভাবে হতাশায় ভুগতেন । রাতে ঘুমাতে পারতেন না , প্রায়ই কেঁদে উঠতেন , এবং তার মধ্যে তীব্র আত্মহত্যার প্রবণতা ছিলো ।





ভ্যানগগঃ এই বিখ্যাত শিল্পীর কথা আমরা সবাই জানি , যে কিনা নিজের কান কেটে প্রেমিকাকে উপহার হিসেবে পাঠিয়েছিলো । ভ্যান গগ মৃগী রোগী ছিলেন , অতি উচ্চমাত্রার মদ্যপও ছিলেন , মাত্র ৩৭ বছর বয়সে এই বিখ্যাত শিল্পী আত্মহত্যা করেন।



ফ্রান্সের রাজা ষষ্ঠ চার্লসঃ রাজা ষষ্ঠ চার্লসকে অনেক সময় “charles the mad” নামেও ডাকা হতো , তিনি ১৩৮০ থেকে ১৪২২ পর্যন্ত ফ্রান্সের শাসক ছিলেন । তার প্রথম জীবনে পাগলামীর কোন চিহ্ন ছিলোনা , কিন্তু রাজা হবার বছর দশেক পর থেকেই তার মধ্যে অস্বাভাবিক আচরন পরিলক্ষিত হয় । যেমনঃ তিনি অধিকাংশ সময় নিজের নাম মনে রাখতে পারতেন না , স্ত্রী পুত্র সহ ঘনিষ্ঠ আত্মীয়দের চিনতে পারতেন না । তার মনে ধারনা হয় যে সে কাচের তৈরী , গোসল করা ও পোশাক পরিবর্তনের ক্ষেত্রেও তার ছিলো তীব্র অনীহা।





আর্নেস্ট হেমিংওয়েঃ নোবেল জয়ী সাহিত্যিক । The old man and the sea , a farewell to arms সহ অনেক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। তীব্রভাবে হতাশায় ভুগতেন এবং শেষ জীবনে আত্মহত্যা করেন । যদিও তার মানসিক রোগের কারন অনেকটা জিনগত , কারন তার পরিবার এবং পূর্বপুরুষদের অনেকেই আত্মহত্যা করেছিলেন ।





বেটোভেনঃ বিখ্যাত কম্পোসার । কথিত আছে ছোটবেলায় সে তার বাবা প্রায়ই তাকে শারীরিক ভাবে নির্যাতন করতো । এর কারনে সে তার শ্রবন শক্তিও হারিয়েছিলেন । সে প্রায়ই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মত আচরন করতেন , এবং তীব্র হতাশায় ভুগতেন । তবে মজার ব্যাপার হলো তার সৃষ্টি কর্মের বেশীর ভাগ কাজই তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় করেছিলেন । এবং তিনি নিজের তার এই মানসিক অসুস্থতার কথা বুঝতে পেরেছিলেন , এবং নিজেই সেটার চিকিৎসা করেছিলেন ।





আইজাক নিউটন: আধুনিক পদার্থ বিদ্যার অন্যতম পথিকৃৎ , তার মধ্যেও মানসিক রোগের অনেক লক্ষণ বিদ্যমান ছিলো , যেমনঃ সে প্রায়ই খুব উত্তেজিত হয়ে যেতেন , আবার কখনো কখনো মারাত্মক ভাবে নার্ভাস হয়ে যেতেন । কেউ যদি তার মতের সাথে একমত না হতেন তবে তিনি ভীষণভাবে ক্রুদ্ধ হতেন ।





উইনস্টন চার্চিল: সাহিত্যে নোবেলজয়ী রাজনীতিবিদ ,২য় মহাযুদ্ধের অন্যতম মহারথী । যদিও তার মধ্যে মানসিক অসুস্থতার কোন প্রকাশ্য লক্ষণ ছিলোনা , তবে তিনি ভয়ংকর রকম বিষন্নতায় ভুগতেন এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিলো , বেটোভেনের মত তিনি নিজেই নিজের রোগ বুঝতে পেরেছিলেন এবং নিজেই নিজের চিকিৎসা করতেন অ্যালকোহলের মাধ্যমে !!





তাই এখন থেকে সাবধান , আজ যার মানসিক অসুস্থতা নিয়ে হাসাহাসি করছেন , হয়তো ভবিষ্যতে আপনিই আবার তার গুনমুগ্ধ হবেন।

মন্তব্য ১৪৭ টি রেটিং +৫০/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৫

মো: আতিকুর রহমান বলেছেন: প্রিয়তে রাখলাম পরে পড়বো

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আচ্ছা

২| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪১

রোমান সৈনিক বলেছেন: ;) ;) ;) B-))তাইলে মানসিক রোগ ভালো B-)

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সব কিছুরই ভালো খারাপ আছে

৩| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৭

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম , জানলাম ভালো লাগলো :( আমিও মাঝে মাঝে অনেক হতাশায় ঢুবে যাই :| তখন নানান রকম চিন্তা আহে মাথায় :!> ধন্যবাদ আপনাকে । প্রথম ভালো লাগা +++্

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৮

ফারজুল আরেফিন বলেছেন: :D :D

পাগল হয়ে আত্মহত্যা করলে বিখ্যাত হওয়ার একটা সুযোগ আছে তাহলে....। #:-S

৩য় ভালোলাগা।

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চেস্টা করে দেখুন ;)

ধন্যবাদ

৫| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪

সিলেটি জামান বলেছেন: এজন্যই বুঝি বলে পাগলে কিনা করে :| :|

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হুম

৬| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৭

উপদেশ গুরু বলেছেন:
এই জায়গায় একটু দ্বিমত পোষন করছি।

ভ্যানগগঃ এই বিখ্যাত শিল্পীর কথা আমরা সবাই জানি , যে কিনা নিজের কান কেটে প্রেমিকাকে উপহার হিসেবে পাঠিয়েছিলো ।

Bleeding heavily, van Gogh then wrapped it in cloth, walked to a nearby bordello and presented the severed ear to a prostitute, who fainted when he handed it to her.

Click This Link

পোষ্ট এ +++++++++++++

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার কথা সত্য , তবে ঐ পতিতাই তার প্রেমিকা ছিলো
The reason why was because he was in love with a girl (a prostitute) whom always said he had cute ear lobes. To show his affection for this women he cut off his ear lobes and sent them to her via the mail. So to answer you question he did it out of love, with a hint of insanity.
Click This Link

ধন্যবাদ

৭| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৭

মাহিরাহি বলেছেন: অনেক কিছুই জানা হল

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৮| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৬

ফান্টা বলেছেন: আমারও কিন্তু একটু আধটু পাগলামীর স্বভাব আছে;)

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হয়তো ,আপনার মধ্যেও কোন গুপ্ত প্রতিভা রয়েছে

৯| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪২

ইয়াংিক বলেছেন: হামি ভাই হাফ পাগল

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি সম্পূর্ন পাগল হয়ে বিখ্যাত কেউ হয়ে যাবেন , এই কামনাই রইলো

১০| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অনুপ্রেরণা পেলাম !! :P :P

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১১| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮

ওবায়েদুল আকবর বলেছেন: তালিকাটা বড় করেন ব্রো। আরো অনেকেই আছেন যাদের নির্দ্বিধায় মানসিক রোগী বলা যায়। মাইকেল জ্যাকসনের কথাই ধরুন। পপ কিংবদন্তীর মানসিক রোগ ছিল কিন্তু এর কোন চিকিৎসাই করানো হয়নি। বর্তমানের দুই সেলিব্রেটি ব্রিটনি স্পেয়ার্স আর লিন্ডসে লোহান যে মানসিক রোগী এই ব্যাপারে কোন দ্বিধা নেই আমার। মেরিলিন মনরো আর ভিভিয়েন লী মানসিক রোগী হলে এরা নয় কেন?

চার্চিলের মানসিক রোগের চিকিৎসা সে নিজে করত এই তথ্য আমি এই প্রথম শুনলাম কিন্তু তার মানসিক রোগের উপস্থিতি তার সময়কার অপর দুই বিখ্যাত রাস্ট্রনায়ক হিটলার আর স্টালিনের মানসিক অসুস্থতাকে স্মরণে নিয়ে আসল। এই দুজনের জীবনী পড়লে কোনভাবেই তাদেরকে সুস্থ বলা যায়না। বাকি সব কিছু বাদ দিন শুধু সন্দেহপ্রবণতার কারণে যে পরিমাণ খুন খারাবি তারা করেছেন সেটা অকল্পনীয়ই বলা যায়। এক্ষেত্রে হিটলার স্টালিনের কাছে শিশু থেকে যাবেন। সমালোচকেরা অবশ্য এজন্য এদের কস্টকর শৈশবকেই দায়ী করে থাকেন।

নেপোলিয়নের ঘুম খুব কম ছিল। একনাগাড়ে দুই তিন দিনও সে না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারত। যুদ্ধের মধ্যে ঘোড়ার পিঠে বসে আধ ঘণ্টা ঝিমুনি দিলেই সে দুই তিন দিনের কর্মশক্তি ফিরে পেতে পারত। যদিও নিরন্তর কর্মময় জীবনের জন্য এটাকে কেউ সমালোচনার দৃষ্টিতে দেখেনি কিন্তু একজন স্বাভাবিক মানুষের পক্ষে এত কম ঘুমিয়ে থাকা কিভাবে সম্ভব?

ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মানসিক রোগী সম্ভবত আলেক্জান্ডার দ্যা গ্রেট। নিজেকে নিয়ে তার অলীক অকল্পনীয় ধারণা ছিল। সে নিজেকে আক্ষরিক অর্থেই অজেয় মনে করত। যুদ্ধক্ষেত্রে সবসময় নিজেকে সবার সামনে রেখে অকল্পনীয় ঝুকি নিত যা একজন সেনানায়ক নিতেই পারে কিন্তু আলেক্জান্ডারের ক্ষেত্রে ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। গাওগামেলার যুদ্ধে যেভাবে সে দারিউসকে আক্রমণ করে যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছিল তা এককথায় অবিশ্বাস্য পাগলামী ছাড়া আর কিছু নয়। কারণ এক্ষেত্রে প্রতি লাখে একজন সফল হত কিনা সন্দেহ আছে! তাছাড়া অহেতুক ঝুকি নিয়ে হাতির সামনে নিজেকে ঠেলে দেয়া যা তার মৃত্যুর অন্যতম কারণ সেটাও কোন সেনানয়কের স্বাভাবিক কার্যকলাপের সাথে মেলেনা। জাহাবাজ সেনানায়কেরা কোণঠাসা হলে যেভাবে রিএক্ট করে আলেক্জান্ডার যুদ্ধ জয়ের জন্য সেরকম করত। যাইহোক এটাকে যদি নির্ভীক সাহসিকতার লক্ষণ বলে এড়িয়ে যাই (যদিও তা অসম্ভব কারণ সে নিজেকে জিউসের পুত্র মনে করত) তাহলে যখন তার যৌন জীবন আলোচনায় আনব তখন আর মানসিক অসুস্থতা নিয়ে কোন সন্দেহ থাকেনা। আলেক্জান্ডার সমকামী ছিলেন তা আমরা সবাই জানি কিন্তু তার সমকামী পার্টনারের মৃত্যুতে সে যেভাবে ভেঙ্গে পড়েছিল তাতে মৃত্যুর আগের কয়েকমাস সে বদ্ধ উম্মাদের মতই আচরণ করে গেছে। তার শৈশব টাও ছিল বিভীষিকাময়। মানসিক অসুস্থতা না থাকলে তার মত লোকের মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যু হয়না।

বাবর ছাড়া প্রায় সব মোগল সম্রাটের আচার আচরণ প্রশ্নবোধক হয়ে রয়েছে। হুমায়ুনের খামখেয়ালী আচরণ তো প্রায় সবারই জানা। তবে পরবর্তী সম্রাট আকবর, জাহাঙ্গীর বা শাজাহানকে নিয়েও প্রশ্ন রয়ে যায়।

কবি, সাহিত্যিক, শিল্পীদের মধ্যে মানসিক ভারসাম্য হারানো খুব স্বাভাবিক একটা ঘটনা। আমাদের মাইকেল মধুসূদন দত্ত এবং কাজি নজরুল ইসলামের জীবনটা ঠিক স্বাভাবিক ছিলনা। স্বাভাবিক ছিলনা জহির রায়হান বা হুমায়ুন আহমেদের জীবনও। অনেক ক্ষেত্রেই এদের কার্যকলাপ দেখলে মনে হত এরা কিছুটা পাগলামী করছেন। আসলে কিছুটা পাগলামী না থাকলে সৃষ্টিশীল মানুষ হওয়া যায়না।

আপনার লেখাটায় জানার আর ভাবার অনেক কিছু ছিল বলেই এই কমেন্ট করা। আমার ভালো লাগা একটা টপিক্সে আলোচনার সুত্রপাত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্রথমেই ধন্যবাদ , বিস্তারিত এবং গঠনমূলক মন্তুব্যের মাধ্যমে আমার পোস্টটিকে সমৃদ্ধ করার জন্য ।
আমি আসলে বিনোদন জগতের তারকাদের , এই তালিকায় আনতে চাইনি । মাইকেল জ্যাকসনের ব্যাপারে আমি শুনেছি , সে নাকি শিশুকামী ছিলো , এটা নিয়ে একবার লিখেও আবার কেটে দিছি , কারন পরবর্তীতে শুনেছিলাম , আদালত নাকি ওনাকে ঐ অভিযোগ থেকে অব্যহতি দিয়েছিলো । ব্রিটনি আর লিন্ডসে লোহানের মানসিক রোগ সম্পর্কে আমি জানিনা , তবে মনোরের ব্যাপারে একমত ।

ন্যাপোলিয়নের ব্যাপারে বলবো , অনিদ্রাকে চিকিৎসা বিজ্ঞানে মানসিক রোগ হিসেবে ধরা হয়না।

আর আপনাকে ধন্যবাদ এই কারনে , আমি আলেক্জান্ডারের অস্বাভাবিক আচরনের কথা গুলা জানতাম না , জানলে অবশ্যই পোস্টে উল্লেখ করতাম ।

মোঘল সম্রাটদের আচরন কে আমি পাগলামী বলবোনা , ওটাকে হেয়ালী বলবো । তবে হ্যা একথা সত্যি অনেক মোঘল সম্রাট বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন , লিখতে গেলে অনেকের নাম লিখতে হবে ।
তবে আপনি যেসব লেখকদের নাম উল্লেখ করলেন , তাদের জীবন যাত্রা কি কারনে অস্বাভাবিক বললেন , সেটা বোধগম্য হলোনা ।

সবশেষে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৩

ওবায়েদুল আকবর বলেছেন: ও আরেকটা কথা ফেমাস আরেকজন রাজাও বিখ্যাত পাগল ছিলেন - ইংল্যাম্ডের তৃতীয় জর্জ। অবশ্য বর্তমান প্রিন্স চার্লসকেও আমার সুবিধার মনে হয়না। নাহলে ডায়নাকে ছেড়ে কেউ ক্যামিলা পার্কারের পিছনে ঘুড়ে!!!

রোমান সম্রাট নিরোও এরকম আরেক পাগল। কুয়োভাদিস ছবিটা দেখলে বুঝা যায় বেটা কতটা বিকৃত মানসিকতার ছিল।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ৩য় জর্জ এবং কুয়োভাদিসের কথা জানতাম না , আর বাকিদের ঠিক পাগল বলবোনা , রাজকীয় হেয়ালী

১৩| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৪

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: এই পোস্ট পড়ে অনেক মানইক রোগগ্রস্থ মানুষ ,বিশেষত যারা অবয়াদে ভোগেন ,মনোবলফিরে পাবেন,ভালো লাগল।

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৪| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন:

+ + + + + +

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৫| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বিষণ্ণতা খুব খুব বাজে প্রব ! সবাই ভালো থাকুক ।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমারও একই প্রত্যাশা

ধন্যবাদ

১৬| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০২

পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: ভাই আমিও তো পাগল!
আমার কি কোনো গতি হইব তাইলে? :/

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বদ্ধ পাগল হবার সাধনা করুন , হইলেও হইতে পারে

১৭| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: সব মেধাবী মানুষরাই মনে হয় কিছুটা অসুস্থ।

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কথা সত্যি

১৮| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৭

চুক্কা বাঙ্গী বলেছেন: দুর্দন্ত পোস্ট। +++

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৯| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫৫

হিমু্_017 বলেছেন: হুমম ভালো লাগলো 8-|

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২০| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৬

স্বাধীনতার বার্তা বলেছেন: ++++
লিঙ্কন যে মানসিকভাবে অসুস্থ ছিল এটা জানতাম না।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২১| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৭

তারছেড়া লিমন বলেছেন: ভাবতেআছি খাটের পায়ার লগে দড়ি বাইন্ধা গলায় পইড়া খাটের উপ্রে ঘুমামু কওয়া তো ঝায় না ঝদি অ্যগো লাহান বিশকাত হইয়া ঝায়............

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চেস্টা করে দেখতে পারুন

শুভ কামনা

২২| ০৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৪৩

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগা

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৩| ০৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনুপ্রেরণা পেলাম !! :P :P

খুব ভাল পোষ্ট। জানতে পারলাম। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৪| ০৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৪৩

এ হেলাল খান বলেছেন: চমৎকার পোষ্ট সাথে ওবায়েদুল আকবর ভাইর কমেন্টসও ভাল লাগল।

পোষ্টে +++

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৫| ০৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২২

হোরাস্‌ বলেছেন: ভাল লাগল। +

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৬| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৪

নসিমনের যাত্রী বলেছেন: লেখায় +। ব্লগেও অনেক অসুস্থ মানুষের ছড়াছড়ি দেখা যায়।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৭| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৯

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট। প্লাস এবং সোজা প্রিয়তে।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৮| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৩

শব্দহীন জোছনা বলেছেন: ++++

অনেক কিছু নতুন জানলাম।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৯| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট। ব্লগার ওবায়েদুল আকবর কে ধন্যবাদ। তিনিও চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আরো কিছু তথ্য দিয়েছেন। :)

পোষ্টে প্লাস এবং প্রিয়তে।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩০| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। জন ন্যাশের কাহিনী A beautiful mind এ দেখে বেশ ধাক্কা খাইসিলাম!

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি তো প্রথম দিকে বুঝতেই পারি নাই , জন ন্যাশের কাল্পনিক জগৎটাকে আমিও সত্যি ভাবছিলাম ।

৩১| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫০

হায়রে বলেছেন: +++++++

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩২| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৩১

বিরোধী দল বলেছেন: দারুন পোস্ট ব্রো........ :)

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কস :)

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৫

রেজোওয়ানা বলেছেন: বিখ্যাত মানুষরা দেখি বেশির ভাগই বিষন্নতা, মৃত্যু চিন্তায় ভুগতেন!!

আইনেস্টাইনও নাকি অটিস্টিক ছিলেন!

আরেকটা ব্লাস্ট পোস্ট.....

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আইনেস্টাইনের ব্যাপারে নিশ্চিত না ।

ধন্যবাদ

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৪

নক্ষত্রচারী বলেছেন: জন ন্যাশের কাহিনী তো বিউটিফুল মাইন্ড থেকেই জেনেছিলাম । তবে লিঙ্কন আর নিউটনও যে এই দলে আছেন তা জানতাম না ।

আমার মনে হয় আইনস্টাইনকেও এই লাইনে ফেলা যায়, তাঁর মধ্যে অল্প সল্প পাগলামি ছিল বৈকি ;)

পোষ্টে ভালো লাগা এবং প্রিয়তে ।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মূল্যায়নের জন্য ধন্যবাদ

৩৫| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৮

এবিসি১০ বলেছেন: চমৎকার পোস্ট। প্রিয়পাতায় নিলাম।

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

উড়ালিয়া বলেছেন: মুঞ্চায় :P :P :P এমুন পাগলা হতে

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হয়ে যান

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

ছবির জীবন বলেছেন: আইচ্ছা আপনেরে লাইয়া আর হাসাহাসি করুম না! ঈমানে কইলাম। =p~ =p~ =p~ =p~ B-)) B-)) :D :D :P :P :P :-B :-B :#) :#) :#) !:#P !:#P !:#P !:#P :-0 :-0 :-0 :> :> :> B-) B-) B-) ;) ;) ;) ;)

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বোধদয়ের জন্য আনন্দিত হইলাম

৩৮| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:০৯

ফয়সাল তূর্য বলেছেন: আসলে অতি মেধাবীরা অন্যদের চেয়ে আলাদাই হয় কিছুটা, আমাদের মানসিকতা আর তাদের মানসিকতা এক নয়। এজন্যই তাদেরকে মানসিক ভারসাম্যহীন মনে হয়। কে জানে, তারাও হয়ত আমাদের মানসিক ভারসাম্যহীন ভাবতেন! :P :P

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হয়তোবা

ধন্যবাদ

৩৯| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৭

গুগলরকস বলেছেন: আমার নাম নাই ক্যান? X( X( X(( X(( X((

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভবিষ্যতে যদি পোস্ট এডিট করি , তখন দিয়ে দেবো

৪০| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৫

কায়সার আহমেদ কায়েস বলেছেন: ধন্যবাদ একটি জ্ঞ্যানগর্ভ সুন্দর পোস্ট দেয়ার জন্য। সাথে ওবায়েদুল আকবর ভাই কেও ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪১| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫

রফিক মাহমুদ বলেছেন:
কয়েক বছর আগে ঢা বির পদার্থবিজ্ঞানের অধ্যাপক আহমদ শফি স্যার নবীন বরণ অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানী হওয়ার সাথে পাগল হওয়ার প্রবণতার ওপরে কিছু কথা বলেছিলেন।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ইউটিউবে ঢোকা যায়না

৪২| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪০

জ্বীন কফিল বলেছেন: পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ..................

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বাহ বাহ

৪৩| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৯

শাহীদুল বলেছেন: আত্মহত্যার প্রতি আপনার যথেষ্ট দুর্বলতা আছে মনে হচ্ছে।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: না , তবে আমিও মাঝে মাঝে বিষন্নতায় ভুগি

৪৪| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার এবং চমৎকার ।

++

শুভকামনা রইলো।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪৫| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩০

মৈত্রী বলেছেন: আমিওতো মাঝে মধ্যে বিষন্নতায় ভুগি.....

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলে বিষন্নতা সব মানুষের মধ্যেই কম বেশী আছে

৪৬| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৯

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: সুস্থ মস্তিষ্কের একজন পৃথিবীখ্যাত ব্যাক্তির নাম বলেন তারপরে আপনার পোষ্ট নিয়া মন্তব্য করব।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ২:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চাইলে অনেকের নামই বলা যায় , যেমন ধরুনঃ নেলসন মেন্ডেলা

৪৭| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৯

ফালতু বালক বলেছেন: প্রিয়তে নিলাম।
অনেক ভালো।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ২:২৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪৮| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: নিজের চিকিৎসা করে যাচ্ছি...

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভালো

৪৯| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫০

নুরুন নেসা বেগম বলেছেন: সব সময় দোয়া করবেন যাতে আপনার বাসায়, সাথের কেউ বা নিজে যেন এমন পরিস্হিতির শিকার না হয়ে যান।

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫০| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৫

লিন্‌কিন পার্ক বলেছেন:

সবারই কম বেশি মানসিক সমস্যা আছে !! আমারও আছে !!

দুর্দান্ত পোস্ট +++

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি আপনার সমস্যা কাটিয়ে উঠবেন , সেই দোয়াই রইলো

ধন্যবাদ

৫১| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৯

জয়আহম বলেছেন: ফয়সাল তূর্য বলেছেন: আসলে অতি মেধাবীরা অন্যদের চেয়ে আলাদাই হয় কিছুটা, আমাদের মানসিকতা আর তাদের মানসিকতা এক নয়। এজন্যই তাদেরকে মানসিক ভারসাম্যহীন মনে হয়। কে জানে, তারাও হয়ত আমাদের মানসিক ভারসাম্যহীন ভাবতেন! :P :P

০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হতেও পারে

৫২| ০৯ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৯

জয়আহম বলেছেন: রফিক মাহমুদ বলেছেন:
কয়েক বছর আগে ঢা বির পদার্থবিজ্ঞানের অধ্যাপক আহমদ শফি স্যার নবীন বরণ অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানী হওয়ার সাথে পাগল হওয়ার প্রবণতার ওপরে কিছু কথা বলেছিলেন।


ভিডিওটি Click This Link ডাউনলোড করতে পারেন।

০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫৩| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
সমস্যা হল অস্থিরতা আর অল্পতেই মাথা গরম করা :(

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আশাকরি সমস্যা কেটে যাবে

৫৪| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

নুভান বলেছেন: কালিগুলা

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চাদেরও কলঙ্ক থাকে

৫৫| ০৯ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

একাকী বালক বলেছেন: আইজাক নিউটন: আধুনিক পদার্থ বিদ্যার অন্যতম পথিকৃৎ , তার মধ্যেও মানসিক রোগের অনেক লক্ষণ বিদ্যমান ছিলো , যেমনঃ সে প্রায়ই খুব উত্তেজিত হয়ে যেতেন , আবার কখনো কখনো মারাত্মক ভাবে নার্ভাস হয়ে যেতেন । কেউ যদি তার মতের সাথে একমত না হতেন তবে তিনি ভীষণভাবে ক্রুদ্ধ হতেন ।


>>> হা হা হা। মাঝে মাঝে আমারও এমন হয়। বেশীর ভাগ মানুষের মধ্যেই কিছু না কিছু মানসিক সমস্যা থাকে। কোন না কোন সময় তা প্রকাশ পায়। আবার এটা অনেকটা আপেক্ষিক ব্যাপার। যেমণ ধরেন একই আচরণকে কেউ ওই সময়ের জন্য স্বাভাবিক ভাবে আবার কেউ ভাবে অ্যাবনরমাল।

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলে পৃথিবীর কেউই পুরোপুরি সুস্থ নয়

৫৬| ১০ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৮

ইলুসন বলেছেন: মানসিক রোগ মানেই পাগল না, কিছু কিছু মানসিক রোগ কাউন্সিলিং বা সামান্য ওষুধেই ভাল হয়ে যায়। সাধারণ মানুষের ধারণা হচ্ছে মানসিক রোগের ডাক্তারের কাছে যায় পাগলেরা!- এই ভয়ে অনেকে তীব্র মানসিক অসুস্থতাও গোপন করে রাখে যেটা এক সময় তার, তার পরিবারের বা গোটা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।

১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৫৭| ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২০

নুভান বলেছেন: নাহ, আমি বলেছি রোমান সম্রাট কালিগুলার কথা, ওই লোক বদ্ধউন্মাদ ছিলো। কি যে করেছে এইটা শুনলে পাগলও ডড়াইবো :-&

১১ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি প্রথমে বুঝতে পারি নাই , আসলে আমি তার নাম জানতাম না ।

নিজের প্রতিউত্তরে নিজেই লজ্জিত হচ্ছি :((

ওনার পাগলামীর কিছু উদাহরন যদি দিতেন , তাহলে খুশী হতাম

৫৮| ১১ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৬

কাউসার রুশো বলেছেন: আমারও বিখ্যাত হওয়ার চান্স আছে দেখি! :P ;)

১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অপেক্ষায় থাকলাম সেই দিনের যেদিন আমি বলতে পারবো ,এক বিখ্যাত ব্যাক্তি আমার সহব্লগার ছিলেন

৫৯| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

মাহমুদা সোনিয়া বলেছেন: awesome post!!

১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু

৬০| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ++++++++++

১১ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬১| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪

কলম.বিডি বলেছেন: হায়রে!! পড়তে পড়তে ভাবছিলাম, এই সব রোগ বা উপসর্গ তো আমারও আসে মাঝে মাঝে, শুধু উনাদের গুণগুলা আসলো না কোনদি্ন।
পোস্টে প্লাস। জানলাম।

১১ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অপেক্ষায় থাকুন হয়তো আসতেও পারে

৬২| ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: ++++++++

১১ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬৩| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫৮

নুভান বলেছেন: কালিগুলা র অবস্থাও প্রথম দিকে রাজা ষষ্ঠ চার্লস এর মতন ছিলো। ক্ষমতায় আসার আগে পাগলামী ছিলো না, কিন্তু ক্ষমতায় আসার পর কি করে নাই, সেটাই গবেষনার বিষয়। নিজের রক্তের বোনের সাথে যৌন-সম্পর্ক স্থাপন, যৌন বিকৃতি, কথায় কথায় মুন্ডুচ্ছেদ তার মতন উন্মাদ সম্রাট আর কেউই হয়ত ছিলো না; তাকে নিয়ে একটা ম্যুভি আছে , ডিরেক্টর অবশ্য টিন্টো ব্রাস (এ ছাড়া অন্য কেউ তার জীবন ভিত্তিক ছবি বানাতেও পারত না) দেখতে পারেন।

লজ্জিত হওয়ার কিছু নেই, আমিই এত সংক্ষেপে শুধু নামটা লিখেছি, আর সেটা বাংলার সাথে এমন করে মিলে গেছে যে মিসলিড হওয়া স্বাভাবিক। দুঃখিত।

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: তথ্য জানানোর জন্য ধন্যবাদ

৬৪| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৫

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল।

আপনিতো দেখি সামুর লাখপতিদের ক্লাবে ঢুকে পড়লেন। অভিনন্দন। :)

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমার আগে মনে হয় আরও হাজারের বেশী ব্লগার এই ক্লাবের সদস্য :)

ধন্যবাদ

৬৫| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৮

তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয় তে + সহ।

১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬৬| ১৯ শে নভেম্বর, ২০১২ ভোর ৫:১৮

দুঃখ বিলাসি বলেছেন: +++

১৯ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬৭| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫১

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর লেখা। প্রিয়তে রাখলাম। ভাল আছেন?

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ২:০৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

আমি ভালোই আছি , আশাকরি আপনিও ভালো আছেন

৬৮| ২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০

সালমাহ্যাপী বলেছেন: সুন্দর পোস্ট তো :)

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৬৯| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

রুপ।ই বলেছেন: মানসিক ভাবে অন্যরকম চিন্তা করেন বলেই তো উনারা বিখ্যাত আর আমরা আম জনতা । :(

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ঠিক বলেছেন

ধন্যবাদ

৭০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

জাহিদ হাসান বলেছেন: +++++++++++++
এগুলো অজানাই ছিল আমার কাছে ।

৭১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

জাহিদ হাসান বলেছেন: Many many thanks to You brother.

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মূল্যায়নের জন্য ধন্যবাদ

৭২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

বাবু পাগলা বলেছেন: ++++++

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৭৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬

মুরাদ-ইচছামানুষ বলেছেন: ভাল পোস্ট। অনে কিছু নয়া জানলাম। ঝাজা। +

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: জানাতে পেরে আনন্দিত হলাম

৭৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

রাবেয়া রব্বানি বলেছেন: শেষের দু লাইন ভালো লেকছেন

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মূল্যায়নের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.