![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা
কোন ভূমিকায় যাবোনা , এই পোস্টে এমন কিছু ঐতিহাসিক বিচারের কথা তুলে ধরবো যেখানে নির্দোষ ব্যক্তিদের মিথ্যা অভিযোগে শাস্তি দেয়া হয়েছিলো ।
জোয়ান অফ আর্ক:
পরাধীন ফ্রান্সের রূপকথাতুল্য মহীয়সী নারী , যার হাত ধরে ফ্রান্স স্বাধীনতার স্বপ্ন দেখে । জোয়ান কোন পড়ালেখা জানতেন না , কথিত আছে মাত্র ১৩ বছর বয়সে ফ্রান্সকে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীন করার জন্য,তিনি দৈব বানী পান । এই কথা শোনার পরে তিনি ফ্রান্সকে স্বাধীনকে করতে বদ্ধ পরিকর হন , তার পরে তিনি ফ্রান্সের পলাতক রাজা সপ্তম চার্লসের সাথে দেখা করেন , রাজা প্রথমে তার কথা উড়িয়ে দিলেও পরবর্তীতে যাজকদের পরামর্শে জোয়ানের কথা মেনে নেন এবং তারপর জোয়ান সাদা পোশাক এবং তরবারি হাতে নিয়ে ৪০০০ সৈন্য নিয়ে অরলেয়ার নগরীতে প্রবেশ করে এবং ইংলিশদের পরাজিত করেন , এরপর জোয়ান একের পর এক শহর ইংলিশদের কাছ থেকে মুক্ত করতে থাকে , এবং ফ্রান্সের রাজাকে পুনরায় সিংহাসনে বসান । রাজা জোয়ানের পরিবারকে অভিজাতদের মর্যাদা দেন ।
এরপর ইংরেজ সমর্থিত বারগানডিয়ানসরা জোয়ানকে বন্দী করে , ইংরেজদের কাছে বিক্রি করে দেয় । ইংরেজদের দখলকৃত ফ্রান্সের নরম্যান্ডীতে তার বিচার শুরু হয় , বিচারে জোয়ানকে ডাইনি সাব্যস্ত করা হয় , এবং প্রকাশ্যে প্রায় ১০ হাজার মানুষের সামনে তাকে পুরিয়ে মারা হয়
জিওর্দানো ব্রুনো
একজন ইতালীয় বৈজ্ঞানিক এবং বক্তা । তিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারণশীল , এর কোন সীমা নেই । এছাড়াও তিনি কোপারনিকাসের সূর্য কেন্দ্রিক মহাজাগতিক তত্ত্বের বিশ্বাসী ছিলেন । তিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতেন , পরিবর্তনের কথা বলতেন , ধীরে ধীরে তিনি অনেক জনপ্রিয় হতে থাকেন , তার এধরনের কাজের জন্য তিনি ধর্মীয় যাজকদের বিরাগভাজন হন , তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয় । তিনি জন্মস্থান নেপলস থেকে পালিয়ে যান , পরবর্তীতে রোম , প্যারিস সহ ইউরোপের অনেক যায়গায় বক্তৃতা করেন । পরবর্তীতে ১৫৯২ সালে ভেনিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় , এবং বিচারের মুখোমুখি দাড় করানো হয় । সুদীর্ঘ সময় ধরে তার বিচারকার্য চলে এবং ১৬০০ সালে তাকে আগুন পুড়িয়ে মৃত্যু দন্ড দেয়া হয় ।
কর্নেল তাহের
একজন বীর মুক্তিযোদ্ধা , পাকিস্তানী সেনাবাহিনী থেকে পালিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন । রণাঙ্গনে গোলার আঘাতে যখন তার পা উড়ে যায় , তখনও তিনি বলছিলেন “মাই হেড ইজ স্টিল হাই, গো ফাইট দি এনিমি..আমার কিছু হয়নি, তোমরা ফ্রন্টে ফিরে যাও।” ।
তিনি সেনাবাহিনীর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন , তিনি স্বপ্ন দেখতেন এক শোষনহীন রাষ্ট্রের ।
৭৫ এর নির্মম হত্যাকাণ্ডের পরে দেশে চলমান অস্থির অবস্থার ফলসরূপ সেনাবাহীনিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পরে । কর্নেল তাহেরের সাহসী পদক্ষেপের ফলে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি লাভ করেন , সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরে আসে , জিয়াউর রহমান ক্ষমতায় বসেন । কর্নেল তাহের যখন সর্বপ্রথম জিয়াউর রহমানের সাথে দেখা করেন ,তখন জিয়াউর রহমান তাকে বলেছিলেন "ইউ আর মাই ব্রাদার , ইউ আর মাই সেভার" , অথচ তার কিছুদিন পরেই তাহেরের বিরুদ্ধে প্রহসনের বিচার শুরু হয় ,জিয়াউর রহমান তার বিরুদ্ধে ট্রাইবুনাল গঠন করেন , এবং ট্রাইব্যুনালের প্রধান করা হয় কর্নেল ইউসুফ হায়দারকে, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকায় অবস্থান করেও মুক্তিযুদ্ধে যোগদানের পরিবর্তে পাকিস্তানীদের পক্ষাবলম্বন করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো তাহের নাকি এক বৈধ সরকারকে উৎখাত করেছেন , অথচ কি আশ্চর্য ৩-৭ নভেম্বর দেশে কোন সরকার ছিলোনা । অত্যন্ত গোপনে তাহেরের বিচার কার্য সম্পাদন করা হয় , এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয় , ফাঁসির আগ মুহূর্তেও তিনি বলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক , বাংলাদেশ দীর্ঘজীবী হোক ।
আরউইন রোমেল
জার্মান ফীল্ডমার্শাল , আধুনিক যুদ্ধবিদ্যার এক রূপকথার মহানায়ক , মরুভূমিতে যুদ্ধের ভূয়সী সাফল্যের জন্য তিনি “ডেজার্ট ফক্স” উপাধি পেয়েছিলেন । রোমেল মিত্র বাহিনীর কাছে এক আতঙ্কের নাম ছিলো । শুধু মাত্র তাকে হত্যার জন্য ব্রিটিশরা একাধিক কমান্ডো মিশন পরিচালনা করেছিলো । ১৯৪৪ সালে ইংরেজ বিমানের গোলার আঘাতে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয় , এবং তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন । এই সময় কর্নেল স্টফেনবার্গের নেতৃত্বে হিটলারকে হত্যা করার পরিকল্পনা করা হয় , কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায় , হিটলারের মিটিং রুমে বোমার বিস্ফোরণ ঘটাতে পারলেও হিটলার বেচে যায় , এবং এই ঘটনার জন্য হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝোলানো হয় । হিটলারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছিলেন রোমেলও এই ঘটনার পিছনে আছেন , যদিও তিনি ছিলেন না । রোমেলের বিরুদ্ধে শুরু হয় আরেক প্রহসন হিটলার রোমেলকে আত্মহত্যা নির্দেশ দেন , এবং রোমেলের জন্য সায়ানাইড পাঠান । রোমেল সেই রায় মাথা পেতে নেন । যদিও এই প্রহসনের কথা অনেক পরে মানুষ জানতে পেরেছিলো , মানুষের কাছে প্রচার করা হয় রোমেলের মৃত্যু হয়েছিলো সড়ক দুর্ঘটনায় , এবং তাকে পূর্ন ফিল্ডমার্শালের মর্যাদায় সমাহিত করা হয়।
সক্রেটিস
এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে প্রভাবশালী দার্শনিক , তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই , শুধু মাত্র স্টিভ জবসের একটা উক্তি উল্লেখ করবো “I would trade all of my technology for an afternoon with Socrates.”। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি যুব সমাজকে নস্ট করছেন । হেমলক বিষের পানের মাধ্যমে তার মৃত্যু দন্ড কার্যকর করা হয় ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
তন্ময় ফেরদৌস বলেছেন: আপনার এই পোস্ট গুলা খুব ভালো লাগে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
কালোপরী বলেছেন: ++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
বেলা চৌধুরী বলেছেন: সিরাজ শিকদার নাই কেন?
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সিরাজ সিকদারকে কোন বিচারের কাঠ গড়ায় দাড়া করানো হয় নাই , এই পোস্টে শুধু তাদেরকেই আনা হয়েছে , যাদের বিচারের নামে প্রহসন করা হয়েছে
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
সেচ্ছাসেবক বলেছেন: টু বি অর নট টু বি দেট ইজ দা কোশ্চেন .....
কঠিন হইছে ....
পোষ্টে প্লাস ....
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ই কেমন বিচার
মানবতা বন্ধি সেথা প্রহসন চমৎকার
সুন্দর পোস্ট
ধন্যবাদ
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
লিন্কিন পার্ক বলেছেন:
ভাল লাগল
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন! +++++++++
প্রিয়তে রাখার মত! প্রিয়তে নিলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
শের শায়রী বলেছেন: বেশ ভাল লাগল। অভিনন্দন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
সিদ্ধার্থ. বলেছেন: পোস্ট টা একদম ঠিক সময়ে দিয়েছেন ।গালেলিও এর ঘটনা টাও দিতে পারতেন ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: গ্যালিলিও শাস্তিটা অত বড় ছিলোনা , ওনাকে গৃহবন্দী করা হয়েছিলো । এজন্যই দেই নাই
পড়ার জন্য ধন্যবাদ
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
গোমতি পাড়ের ছেলে.. বলেছেন: ধন্যবাদ জোয়ান অব আর্ক মনে করিয়ে দেয়ার জন্য।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
জ্ঞাতিবৈর বলেছেন: এ হত্যা, এ ভারি অন্যায়, তবুও পোষ্টে ++ দিয়ে গেলাম
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর পোস্ট ব্রো
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
অ্যামাটার বলেছেন: ভাল লাগল। মাস্টারদা সুর্যসেন, ভগত সিং-দের কথা বাদ দেয়া যায়না!
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হুম , তারাও থাকতে পারতো ।
ধন্যবাদ
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
হাসান মাহবুব বলেছেন: জানাছিলো সবগুলোই। আরো বিস্তারিত জানা হল। চমৎকার পোস্ট।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
antaramitu বলেছেন: মৃত্যুর জন্য প্রস্তুতি.....
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কেনো ?
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
antaramitu বলেছেন: প্রিয়তে.....
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
জাতির নানা বলেছেন: ++++++++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু নানা
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
লোনলিফাইটার বলেছেন: +++ ব্রো
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: তাহের এবং রোমেলের গুলো দু:খজনক।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এই দুইজন বেচে থাকলে , আর ইতিহাস অন্যভাবে লেখা হতো
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: ভগৎ সিং-য়ের কাহিনীও লিস্টে থাকতে পারে।মাহাত্মা গান্ধীর ভূলের কারণে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হুম তাকে রাখা উচিত ছিলো
ধন্যবাদ
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মহামহোপাধ্যায় বলেছেন: খুব আগ্রহ নিয়ে পড়ি আপনার এই ধরনের পোস্টগুলো। চমৎকার লিখেছেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! অনেক গুলোই জানা ছিল। তবে এক সাথে দেখে ভালো লাগল।
আমি তো ভাবছিলাম যে এই পোষ্টে না আবার ছাগল সম্প্রদায় এসে ম্যাতাকার শুরু করে দেয়, তাহাদের বাবাদের নাম দেয়ার জন্য। জুতা অবশ্যই রেডি আছে। এই রকম ম্যাতাকার দেখিলেই আওয়াজ দিবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাদের ভয়তে ছাগুরা আর আসতে পারে নাই
ধন্যবাদ
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ধূসরধ্রুব বলেছেন: দারুণ । এই টাইপ পোস্টগুলো পড়তে আমার কখনোই ক্লান্ত লাগে না
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট কিন্ত কর্নেল তাহের ব্যাপারে বাংলাদেশের অরদেক জাতি মনে করে তার বিচার ও সাজা সঠিক ছিল। আমারও বিশ্বাস সেনাবাহিনীতে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাহেরের সাজা সঠিক ছিল। ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অর্ধেক জাতি কখনই মনে করেনা , দলীয় চেতনা যাদের দৃস্টিকে অন্ধ করে দিয়েছে , তারাই বলতে পারে ।
২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লাগার বিশয় নিয়ে পোস্ট। অবশ্যই প্লাস।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
নিভৃত নিঃশব্দ বলেছেন: ভাল লাগল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
তামজিদা সুলতানা বলেছেন: ছোটবেলায় সক্রেটিসের সাথে পরিচিত হই আমার বাবার কাছ থেকে। বড় হওয়ার সাথে সাথে এই ভালো লাগাটাও বাড়তেই আছে...।।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ওনার চিন্তা ধারা ভালোলাগার মতই
ধন্যবাদ
২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
জ্বীন কফিল বলেছেন: কিছু দ্বিমত থাকা সত্যেও +++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
লিন্কিন পার্ক বলেছেন:
এছাড়াও দান্তে , ওয়াল্টার র্যাল , বায়রন , পল গগ্যা, অস্কার ওয়াইন্ড , কলাম্বাস এর কাহিনিও একইরকম ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভবিষ্যতে যদি এই পোস্টের আরও কোন পর্ব লিখি তাহলে ,তাদের সম্পর্কেও লিখবো
ধন্যবাদ
৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
মামুন হতভাগা বলেছেন: সামরিক আদালতে কর্নেল এমএ তাহেরের গোপন বিচারকে অবৈধ ঘোষণা করা হয়েছে,এটা যেদিন শুনতে পেলাম তখন মনে হয়েছিল পুরা জাতি একটা কলংক থেকে মুক্ত হল।
পোস্টে অনেক অনেক প্লাস থাকল ব্রো এবং অবশ্যই প্রিয়তে
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ
৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার, লেখার বিষয় অভিনব এবং অত্যন্ত সুন্দর উপস্থাপনা।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
জাহিদ হাসান বলেছেন: প্রথমেই যার কথা বলা হয়েছে লেখাটিতে সেটা নিয়ে আমি একটু বলতে চাই । শুধু জোয়ান না আরো অনেককে খ্রিষ্টান যাজকদের ফতোয়ায় জীবন দিতে হয়েছে । খ্রিষ্টান যাজকেরা সেসব নারীদেরকে বলত “ডাইনি” । তারা তাই ডাইনি আখ্যায়িত নারীদের পুড়িয়ে মারত এই বলে যে আমরা দেশকে এবং দেশের মানুষকে ডাইনির হাত থেকে বাচাচ্ছি ।
এভাবে আরো অনেকে অবিচারের মুখোমুখি হতে হয়েছে । প্রান গেছে অনেক অসহায় নিরাপরাধ নারীর ।
++++++++++++++++++++++++++++++++++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: চমৎকার একটা পোস্ট পড়লাম । অনেক ভালো লাগা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
চাঁপাডাঙার চান্দু বলেছেন: পোস্ট ভালো হইছে, জানলাম অনেক কিছুই। তাহেরের ব্যাপারে তর্কে যাব না, কারণ আমাদের দুজনের দৃষ্টিভঙ্গী আলাদা। আপনি যদি আবুশিথির মত দলকানা না হন, তাহলে শুধু বলুন তো তাহের কি কোন হত্যাযজ্ঞ চালিয়েছিল ওই সময়? কোন সেক্টর কমান্ডারের স্ত্রীকে কি সে হত্যা করেছিল? আদালত তাহেরের বিচার অবৈধ বললে কি এগুলো বৈধ বলে ধরে নেব আমরা এখন?
@কাল্পনিক ভালোবাসা, জিয়া ছাগুদের বাপ এইটা তোমার কোন বাপে বলছে?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হ্যা , কর্নেল তাহেরের নির্দেশে হত্যাকান্ড চালানো হয়েছিলো , দেশের তখন কোন বৈধ সরকার ছিলোনা , যার জন্য প্রয়োজন ছিলো একটা বিল্পবের , রক্তপাতহীন কোন বিপ্লব কি আজও সংগঠিত হয়েছে ?
কোন সেক্টর কমান্ডারের স্ত্রীকে কি সে হত্যা করেছিল? আমার সঠিক জানা নেই
আদালত তাহেরের বিচার অবৈধ বললে কি এগুলো বৈধ বলে ধরে নেব আমরা এখন? না , কারন আপনি যে অভিযোগ গুলো করলেন , তার জন্য তাহেরের কোন বিচার হয়নি , জিয়াউর রহমানের গঠিত ট্রাইবুনাল এই ব্যাপারে তাকে অভিযুক্ত করেনি , তাকে অভিযুক্ত করা হয়েছিলো বৈধ সরকার উৎখাতের জন্য , যেটা অবাস্তব , তার বিচার হয়েছিলো গোপনে , যেটা অন্যায় ।
সর্বশেষে ব্যাক্তি আক্রমন নিরুৎসাহিত করা হলো , আলোচনা বা সমালোচনা গ্রহনযোগ্য
৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
শিপন মোল্লা বলেছেন: চাঁপাডাঙার চান্দু @ কাল্পনিক ভালোবাসা যে বলেছে জিয়া ছাগুদের বাপ এটা যদি সত্যি হয় তবে বাল আর বামেরও জিয়া বাপ। সে ইতিহাস সবাই জানে। নো প্রবলেম। চলুক বোলিং ।শুভ রাএি
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: যদি বোলিং চলে ব্যাটও কিন্তু চলবে
৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
নুসরাতসুলতানা বলেছেন: জোয়ান অফ আর্ক এর কেইসটা বহু বছর পর আবার ওপেন হয়েছিল এবং তার ক্ষেত্রে বিচার চলাকালে ও রায় কার্যকর হওয়ার পূর্বে যে নির্যাতন চালান হয় তা অবর্নণীয়।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
ইমরোজিফিকেশান বলেছেন: যে লোক বলতে পারে সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই, ৪৮ ঘন্টার মধ্যে অফিসারের সংখ্যা ১৩% নামায়ে আনতে পারে, অবসরে থেকেও ক্যু করে তাকে তো সিংহাসনে বসায় রাখতে হবে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সে জন্য তার বিচার হইতো , আপত্তি ছিলোনা , কিন্তু তার বিচার হয়েছিলো অন্য কারনে ।
বিচারের নামে প্রহসন , যেটা আমার পোস্টের মূল বক্তব্য
৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
আমি তুমি আমরা বলেছেন: বেশ ভাল লাগল।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: +++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
লোনলিফাইটার বলেছেন: আবুশিথি বলেছেন: চাঁপাডাঙার চান্দু @ কাল্পনিক ভালোবাসা যে বলেছে জিয়া ছাগুদের বাপ এটা যদি সত্যি হয় তবে বাল আর বামেরও জিয়া বাপ। সে ইতিহাস সবাই জানে। নো প্রবলেম। চলুক বোলিং ।শুভ রাএি
হা হা প গে
সব দোষ কল্পবিলাসী স্বপ্নের
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হ ভাই , সব দুষ আমার
৪২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ চাঁপাডাঙার চান্দুঃ আমি কি জিয়া সম্পর্কে কোথাও কিছু বলেছি? আমার তা মনে হয় না।
পোষ্টের শিরোনাম হচ্ছে, 'বিচারের নামে কিছু ঐতিহাসিক অবিচার'। আমি বলতে চেয়েছিলাম, জামাতিরা এসে বলবে, কেন তাদের নেতাদের নাম এই লিস্টে নাই'। তাদের ভাস্যমতে যুদ্ধাপরাধীদের বিচার তো অবিচার। এখানে জুতামারার কথা তাদেরকেই বলা হয়েছে।
কোন বিষয় যদি না বুঝেন তাহলে ব্যাখ্যা দাবি করতে পারেন। না জেনে শুনে কখনই মুখ খারাপ করা উচিত না। আপনার কথা আমি ঘুড্ডির পাইলট ভাইয়ের কাছে অনেক শুনেছি। তাই আমি খুব খারাপ ভাষায় জবার দিলাম না। বাপ মা তুলে কথা, আমি পারতপক্ষে টলারেট করি না।
@ আবুশিথি ভাইঃ আপনি ভালো করে আমার সম্পর্কে জানেন। আমি কোন ধরনের লোক এবং কি ধরনের মতাদর্শে বিশ্বাস করি তাও জানেন। আপনার মন্তব্যটি দেখে আমি কিছুটা হতাশ হলাম। যাই হোক ভালো থাকবেন। তবে শুভাকাংখী হিসেবে পরামর্শ দিবেন, মাঝে মাঝে আপনি আপনার দল যে সময় ক্ষমতায় ছিল সেই সময়ে পত্রিকা গুলো পড়বেন। এটা আপনার কাজে দিবে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আশাকরি , আপনার প্রতিউত্তর অন্যদের কাছে শিক্ষনীয় হবে
ধন্যবাদ
৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @আবুশিথিঃ কারেকশনঃ তবে শুভাকাংখী হিসেবে পরামর্শ দিলাম, মাঝে মাঝে আপনি আপনার দল যে সময় ক্ষমতায় ছিল সেই সময়ে পত্রিকা গুলো পড়বেন। এটা আপনার কাজে দিবে।
মনে রাখবেন, কোন কিছুতে অন্ধ সাপোর্ট ভালো না।
আবার শুভ কামনা।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মনে রাখবেন, কোন কিছুতে অন্ধ সাপোর্ট ভালো না
সহমত
৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
এসক্লেপিয়াস বলেছেন: +++++++++
ভাল লাগল। প্রিয়তে.....
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: ২৭ নাম্বার +++++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
ফেলুদার চারমিনার বলেছেন: +++++++++++++++++++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
কাউসার রুশো বলেছেন: অসাধারন পোস্ট
++++
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
হাছুইন্যা বলেছেন: এই ক্যাটাগরিতে সিরাজ শিকদারের নামটা হয়তো আসেনা, তবে আশা করি অন্য কোন পোস্টে সিরাজ শিকদারকে নিয়েও লিখবেন।
চমৎকার পোস্টে প্লাস।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ৪ নং মন্তব্যের প্রতিমন্তব্যের দ্রস্টব্য ।
ভবিষ্যতে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সংঘটিত রাজনৈতিক হত্যাকান্ড নিয়ে একাধিক পর্বের একটা সিরিজ লেখার ইচ্ছা আছে ।
ধন্যবাদ
৪৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোষ্ট
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
ভুভুজিলা বলেছেন: মাস্টারদা সুর্যসেন, ভগত সিং , সাদ্দাম হোসেন নেই অথচ তাহেরের মতো অখ্যত লোকের নাম রয়েছে।আপনার রাজনৈতিক পরিচয় পাওয়া গেল।
একটি ভাল বিষয় বস্তুকে রাজনৈতিকরনের জন্য ধিক্কার জানাই
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী , সেটা কারো অজানা না ।
কিন্তু যারা বলে কর্নেল তাহের অখ্যাত লোক , তাদের মন্তব্যের বা ধিক্কার তোয়াক্কা করার সময় আমার নাই
৫১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।
কর্নেল তাহের লাল সালাম।
+++++
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
একজনা বলেছেন: পোষ্টে ভাললাগা জানিয়ে গেলাম।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
শিপন মোল্লা বলেছেন: লোনলিফাইটার @ ভাই আমি ঐ কথার জন্য সরি বাল আর বামেরও জিয়া বাপ তবে আমি যা বিশ্বাস করি তা হল আমারা ঝগড়া করবো ডিবেট করবো তার মানি এই না যে সম্পর্ক থাকবেনা। ঝগড়ার মধ্য থেকে আমাদের ভুল ভ্রান্তি দুর হবে। আমি আবারও সরি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: দেখা যাক লোনলিফাইটার কি বলেন
৫৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮
সানড্যান্স বলেছেন: দারুন
২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
আমি বাংলার সন্তান বলেছেন: কর্নেল তাহের লাল সালাম।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
গিটার বলেছেন: কর্নেল তাহের লাল সালাম।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
শামীম আরা সনি বলেছেন: I love Joan
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: me too
Thanks
৫৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
আমি নষ্ট কবি বলেছেন: ++++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
লিযেন বলেছেন: ধন্যবাদ
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
শাহনেওয়াজ লতিফ বলেছেন: ++++++++++++++++++++
ভাল লাগলো ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
ইলুসন বলেছেন: সব যুগেই শাসকগোষ্ঠী ও গোঁড়া ধর্মীয় গুরুরা পেশী শক্তি প্রয়োগ করে মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছে। এখনও খুব বেশি পরিবর্তন হয়েছে বলা যায় না। সুন্দর পোস্ট। ভাল লাগল।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৬২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
রইসউদ্দিন গায়েন বলেছেন: ধন্যবাদ!অসাধারণ পোস্ট!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
টয় বয় বলেছেন: এই লিস্টে তাহের মিয়া ঢুইকা গেছে কেম্নে??
ডাকু সুলতানা, প্রিতীলতা, ভগত সিং, ক=খুদি রামের নাম জীবনে কখনো শুনছো??
আওয়ামী হাম্বা লেন্জা দুই পায়ের চিপায় লুকানো খুবই কঠিন, এই লেন্জা সরু কিন্ত লম্বা আবার আগায় এক গোছা লোমও থাকে|
তাহের যে ৫ জন নারী ডাক্তার খুন করলো যার একজন ছিল বীর নুক্তিযোদ্বা এক সেক্টর কমান্ডারের স্ত্রী, সেই ৫ টি নারী হত্যার দায়ে তার ফাঁসি হওয়া দরকার ছিল ৫ বার|
সেই রাতে ৩০ জন আর্মি অফিসার হত্যা করা হয়, ৩০ জনকে হত্যার জন্য তাহেরের ফাঁসি পাওনা ছিল আরো ৩০ বার|
সেনা বাহিনী থেকে অবসর নিয়ে গোপনে সেনা নিবাসে গিয়ে অভ্যুথ্থানের এক মাত্র শাস্তি ফাসি, সুতরাং তাহেরের প্রথম অপরাধের শাস্তি ফাঁসি দেওয়ার পর বাকী খুনের দায়ে তাকে আর ৩৫ বার ফাঁসিতে ঝুলানো হয় নাই|
থ্যাংকস জিয়া|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: শোন হে ছাগল ছানা , আমি লীগের সমর্থক , এইখানে ল্যাঞ্জার কি হইলো । ল্যাঞ্জা থাকে তোমার মত ছাগু / ছাগীয়তাবাদীদের , যেইগুলার কাজ হইলো ব্লগে মাল্টি দিয়া ল্যাদানো । ছাগসাবক , আমি বার বার বলছি , ঐসব কাজের জন্য বিচার হলে , আমি লিখতাম কিন্তু তাকে ঐ অভিযোগে ফাসিতে ঝোলানো হয় নাই । আর তাহের যদি এত খারাপ হইতো , তাহলে জিয়া তাকে ভাই বলে ডাকলো কেনো ? মাথায় ঘিলু থাকলে বুইঝা নেও । এইসব নিকের মন্তব্য মূল্যায়ন করার বা পালটা যুক্তি দেয়ার কোন দরকার মনে করিনা , তারপরেও সময় ছিলো বলে দিলাম এবার অন্যত্র গিয়া পেমেন্ট হালাল করো ।
৬৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
মাহির কাবির বলেছেন: vai apnar janar ghatti ase...
amra ki ei bangladesh cheyesilam by humayun azad boita porte paren jante parben...
valo thakben.
৬৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮
মাহির কাবির বলেছেন: vai apnar janar ghatti ase...
amra ki ei bangladesh cheyesilam by humayun azad boita porte paren jante parben...
valo thakben.
৬৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
ইঁচড়েপাকা ছেলে বলেছেন: মাহির কাবির @ছাগুটা হুমায়ুন আযাদ পড়ে?হা হা প গে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
৬৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সুন্দর কবিতা
৬৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
লেখোয়াড় বলেছেন:
সুন্দর পোস্ট।
+++++++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৬৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২২
শ্রাবণ জল বলেছেন: “মাই হেড ইজ স্টিল হাই, গো ফাইট দি এনিমি..
পোস্টে ভাল লাগা।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
সেচ্ছাচারী বলেছেন: চরম হইছে....
২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২
রুদ্র মানব বলেছেন: কর্নেল তাহের লাল সালাম।
+++++
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
কসমিক- ট্রাভেলার বলেছেন: হাজিরা দিয়ে গেলাম।
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭৩| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৪৭
েরাজানা বলেছেন: ভাল লাগল......... খুব সুন্দর লেখা......
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৪৫
স্বপনবাজ বলেছেন: +++++++
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭৫| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:১৬
খেয়া ঘাট বলেছেন: নিজেকেই ধিক্কার। এমন একটা পোস্ট মিস করলাম কেমন করে?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
এক লাইন প্লাস।
১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
শুভকামনা নিরন্তর
৭৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর পোষ্ট
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯
পলক শাহরিয়ার বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই কেমন আছেন?
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভালো আছি , আপনি ভালো আছেন আশা করি
৭৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জী ভাই আছি আল্লাহর রহমতে। আপনি কেন পোস্ট দেন না তা জিজ্ঞেস করতাম। কিন্তু তার আগেই নতুন পোস্ট দিয়েছেন। ভালো থাকবেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনিও ভালো থাকবেন
৮০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আপনার পোস্ট মানেই হলুদ তারা ।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: শুনে আনন্দিত হলাম
ভালো থাকুন সবসময়
৮১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
রাফা বলেছেন: সেই প্রক্রিয়া আজো অব্যাহত আছে।জজ মিয়াদের দিয়ে মন্চায়িত হয় আধুনিক যুগে।
ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভালো বলেছেন , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
ওই চোরা বলেছেন: +++