|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নানাভাই
নানাভাই
	মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
রানা প্লাজার রেশমা নাটক আমরা দেখেছি এবং সেই রেশমাকে নূর আলী তার দায়িত্ব নিয়েছেন এবং তার ওয়েস্টিন হোটেলে ৩৫ হাজার টাকার চাকুরীও দেয়া হয়েছে।   
  
অথচ এই রকম কতো রেশমাকে উদ্ধার করেছেন রানা প্লাজা থেকে যে রফিকুল, তিনি আজ নিজেই মানসিক রোগী।
এখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অধিকাংশ সময় তাকে ঘুম পাড়িয়ে রাখেন চিকিৎসকরা। আর ঘুম ভাঙলেই কখনও নিজের বিছানার নিচে, কখনও পাশের বিছানায়, কখনও বালিশ উল্টেপাল্টে লাশ খোঁজেন রফিকুল ইসলাম।তখন তার স্ত্রীর চোখ দিয়ে তখন নীরবে গড়িয়ে পড়ে অশ্রু। কী করবেন তিনি? রানা প্লাজায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী কয়েকজন স্বেচ্ছাসেবক ছাড়া পাশে আর কেউই দাঁড়াননি। ওই স্বেচ্ছাসেবকরাই খোঁজখবর নেন। মাঝে মধ্যে দেখতে যান হাসপাতালে। 
রানা পল্গাজা ধসের দিন সাভারের শিমুলতলা এলাকায় রাজমিস্ত্রীর কাজ করছিলেন রফিকুল। ভবনধসের পর কাজ ফেলে রেখেই ছুটে যান সেখানে, যোগ দেন উদ্ধারকাজে। ১৪ মে উদ্ধারকাজ শেষ হওয়ার পরও তিনি বাড়ি যাননি। পরে জোর করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাসায় আটকে রাখা যেত না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে দরজা খুলে একা একা বাসা থেকে দুই মাইল দূরের রানা প্লাজায় চলে যেতেন। সারাদিন রানা প্লাজায় থাকতে চাইতেন। বাসায় নেওয়ার চেষ্টা করলে চিৎকার করতেন। ঘুমের ঘোরে চিৎকার করতেন  'এই জায়গায় লাশ আছে, ব্যাগ আনেন, কাপড় আনেন।' আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন রফিকুল। ভর্তি করা হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। গত ১৫ দিন ধরে সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, রফিকুল আগের তুলনায় ভালো আছেন। তবে রফিকুলের স্ত্রীর শারীরিক অবস্থা নিয়েও চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেন।
উদ্ধারকাজে অংশগ্রহণকারী অধিকাংশ স্বেচ্ছাসেবকই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয় একজনের। মানসিক ভারসাম্যহীন অবস্থায় দু'দিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এ ছাড়া আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সাভারের এনাম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকে। এসব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং কাউন্সেলিং করিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। কিন্তু পুরোপুরি সুস্থ হননি তারা। এখনও ঘুমের ঘোরে 'লাশ লাশ' বলে চিৎকার করে ওঠেন। অনেকেই আবার শোনেন কে যেন তাকে ঢাকছে বাঁচাও বাঁচাও বলে। 
এই হতভাগাদের দায়িত্ব কে নেবে????
মূলঃ Click This Link
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:০৭
১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:০৭
নীলমেঘ আমি বলেছেন: কিছু বলার নাই ভাই   
   
   
 
৩|  ১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:৩৩
১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:৩৩
খেয়া ঘাট বলেছেন: এসব মানুষের দুঃখের কোনো শেষ নেই।
৪|  ১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:৩৭
১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: এই হতভাগাদের দায়িত্ব কে নেবে???? ভালো একটি বিষয় সামনে নিয়ে এসেছেন ! সুস্থ হয়ে উঠুক মহান মানুষগুলো !
৫|  ১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:৪৩
১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:৪৩
একজন আরমান বলেছেন: 
দেখার কেউ নেই !!!  
 
সুস্থতা কামনা করছি। 
৬|  ১৮ ই জুন, ২০১৩  ভোর ৬:১৪
১৮ ই জুন, ২০১৩  ভোর ৬:১৪
জননেতা বলেছেন: এই হতভাগাদের দায়িত্ব কে নেবে???? ভালো একটি বিষয় সামনে নিয়ে এসেছেন ! সুস্থ হয়ে উঠুক মহান মানুষগুলো !
৭|  ১৮ ই জুন, ২০১৩  ভোর ৬:৫২
১৮ ই জুন, ২০১৩  ভোর ৬:৫২
নস্টালজিক বলেছেন: মন খুব খারাপ হলো রে ভাই, পোস্ট-টা পড়ে!
৮|  ১৮ ই জুন, ২০১৩  সকাল ৮:৩৯
১৮ ই জুন, ২০১৩  সকাল ৮:৩৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: হতভাগাদের দায়িত্ব কে নেবে???? ভালো একটি বিষয় সামনে নিয়ে এসেছেন ! সুস্থ হয়ে উঠুক মহান মানুষগুলো !
৯|  ১৮ ই জুন, ২০১৩  সকাল ৮:৫০
১৮ ই জুন, ২০১৩  সকাল ৮:৫০
ঝটিকা বলেছেন: এর নাম বাংলাদেশ!!! সাধারণ জনগনের মনুষ্যত্ব এখনো অনেক উচুতে আছে, কিন্তু মাথা ধরা লোকগুলোর সার্থপরতা দেখলে কষ্ট হয়।
১০|  ১৮ ই জুন, ২০১৩  দুপুর ১২:৫১
১৮ ই জুন, ২০১৩  দুপুর ১২:৫১
ভিটামিন সি বলেছেন: যে গার্মেন্টস শ্রমিকদের জন্য দেশের মানুষ এতো প্রার্থনা, সাহয্য এতোকিছু করল; গতকাল দেখলাম সেই শ্রমিকদেরই পুলিশ গুলি করছে তাদের ন্যায্য দাবী থেকে মুখ ফিরিয়ে নিতে। এখন কোথায় আমাদের সাহায্য, মানবিকতা?
১১|  ১৮ ই জুন, ২০১৩  দুপুর ১:০৬
১৮ ই জুন, ২০১৩  দুপুর ১:০৬
আরজু পনি  বলেছেন: 
সত্যিই চোখের পানি আটকানো মুশকিল হয়ে গেল 
১২|  ১৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০৬
১৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:০৬
বাংলার হাসান বলেছেন: সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক রফিকুলরা।
১৩|  ১৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
১৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
আহলান বলেছেন: রেশমা উদ্ধারকে নাটক বল্লেন কেন?
  ১৯ শে জুন, ২০১৩  রাত ১২:৫৬
১৯ শে জুন, ২০১৩  রাত ১২:৫৬
নানাভাই বলেছেন: এইটা যে নাটক, আপনে কি সেইটা বুঝেন নাই?
যদি না বুইঝা থাকেন, তাইলে রেশমা উদ্ধার শুরু থেইক্যা ওয়েস্টিনে চাকুরী পাওয়া পর্যন্ত সব কিছু আপনে আপডেট করেন নাই।  
আপডেট করেন চক্ষু খুলবে। 
১৪|  ১৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
১৮ ই জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মো ঃ আবু সাঈদ বলেছেন: হতভাগাদের দায়িত্ব কে নেবে???? ভালো একটি বিষয় সামনে নিয়ে এসেছেন ! সুস্থ হয়ে উঠুক মহান মানুষগুলো !  
আমরা নাটকে আগ্রহী বেশি। সত্যকে ঠেলে ধূরে রাখতে চাই!!!!!!
আশা করি নূর আলীদের বিবেক জাগ্রতে হবে!!!!!!!
  ১৯ শে জুন, ২০১৩  রাত ১২:৫৯
১৯ শে জুন, ২০১৩  রাত ১২:৫৯
নানাভাই বলেছেন: রফিকুলগো জইন্য নূর আলীদের বিবেক কোন দিনই জাগ্রত হবে না। 
নূর আলীগো দরকার রেশমার মতো নাটকের নায়িকা।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:০২
১৮ ই জুন, ২০১৩  ভোর ৪:০২
কাজী মামুনহোসেন বলেছেন: 
   
  