নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

বিনুদুনে বাংলাদেশঃ রানা প্লাজার রেশমা কেন পাজেরোতে বলতে পারি না’ -মতিউর রহমান চৌধুরী

২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৩০





মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, আমরা সবকিছু করতে পারি না। সত্য ও বাস্তব কথা বলতে পারি না। তিনি বলেন, ‘আজকে বলা হচ্ছে রেশমাকে নিয়ে কোনো সংবাদ প্রচার করা যাবে না। তাকে এখন পাজেরো গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে কঠোর নিরাপত্তায়। এটা কেন করা হচ্ছে? এগুলো আমরা বলতে পারি না।’

গতকাল মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান চৌধুরী বলেন, আট বছর ধরে টকশো করি। আমি কোনো কথা বলি না। বোবার মত বসে থাকি। কেউ মিথ্যা তথ্য দিলেও প্রতিবাদ করি না। কারণ, তাহলে আমাকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হবে। অথচ তারপরও বিভিন্ন মহল আমাকে টকশো থেকে সরানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘আমি নিজে জেলে যাওয়ার ভয় করি না। তবে সহকর্মীদের জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয়। এভাবে কম্প্রোমাইজ করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

মতিউর রহমান চৌধুরী বলেন, মাহমুদুর রহমানকে বলা হয় হঠাত্ সম্পাদক হয়েছেন। কেন তিনি হঠাত্ সম্পাদক হতে পারবেন না? ক’জন সম্পাদক আছেন হঠাত্ সম্পাদক নন? অনেক সম্পাদক জীবনে এক কলম লিখেননি, কিংবা দলীয় এমপি নির্বাচন করেছেন। তারাও তো সম্পাদক হয়েছেন। এখন এনজিওর মালিকও সম্পাদক হয়েছেন।

সম্পাদকরা মাহমুদুর রহমানের মুক্তির জন্য বিবৃতি দিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি এও বলেন, আমি মাহমুদুর রহমানের মত সাহসী নই।



মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৮

শিংগারা বলেছেন: হাচিনা বুবুর ডিজিটাল নাটকটারে হালাল করতে হবে না?

২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:৪১

নানাভাই বলেছেন: বিনুদুন দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দুনিয়াতে কয়টা দেশে আছে এমন?

২| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৩

ননদালীনাজ বলেছেন: "আমি নিজে জেলে যাওয়ার ভয় করি না। তবে সহকর্মীদের জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয়। এভাবে কম্প্রোমাইজ করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে"।

২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:৪২

নানাভাই বলেছেন: কি আর করা?
......চেয়ে চেয়ে দেখলাম;
বিনুদুন দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

৩| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৫১

ম্যাংগো পিপল বলেছেন: আর বেশী দিন বাকি নাই ;) ;) বিনদন ছুইটা যাইবো নে B-) B-)

৪| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৪

জহির উদদীন বলেছেন: মুন্নি সাহার কথা শুনেই তো বুঝা যায় রেশমার অবস্থা ১৭দিন পরও কেমন ছিল ।
মুন্নির প্রশ্নগুলো ছিল-
১/ উনি এতদিন পর কিভাবে বেচে আছেন?
২/ উনাকে এত ফ্রেশ লাগছে কেন?
৩/ ১৭ দিন কোন খাবার ছাড়া কিভাবে বেচে থাকতে পারেন ?
৪/ যখন সেনাবাহিনীর একজন বলল তার কাছে কিছু শুকনো খাবার ছিল উনার কাছে খাবার কোত্থেকে আসল?
৫/ উনার জামা কাপড় গুলো এরকম নতুন মনে হচ্ছে কোন ময়লা নেই কেন ?

৫| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: "আমি নিজে জেলে যাওয়ার ভয় করি না। তবে সহকর্মীদের জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয়। এভাবে কম্প্রোমাইজ করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে"। হা, তার চিন্তা ভাল লেগেছে। সামান্য কারনে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কত গুলো মানুষ চাকুরী হারায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.