![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পশ্চিমবঙ্গের একজন মানুষ--আমি চাই আমার এই বাঙ্গলা -- ধনধান্যে ভরে উঠুক-- কলকারখানাগড়ে উঠুক-- যুবকযুূবতীদের তাঁদের রুজিরোজগারের পথ সুগম হোক --ধর্ষনের হাত থেকে মেয়েরা মুক্তি পাক--ধর্ষকদের উপযুক্ত শাস্তি হোক-- লুঠপাটের রাজনীতি বন্ধ হোক---লক্ষ্য লক্ষ্য গরীব মানুষের টাকা যারা লুঠ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক, খুন খারাপি বন্ধ হোক-- এই উদ্দেশ্যে আামর নিম্ন লিখিত আবেদন---
মাটির মানুষ
দেশের লোক সংখ্যার 75% (ভাগ) এই মানুষেরাই, এরাই পারে দেশের ভাগ্য নির্ধারণ করতে। আদর্শ, নীতি, নিষ্ঠা, নিয়মানুবর্তীতাকে সামনে রেখে দেশ শাষন করবে, নাকি ধর্ম, স্বৈরাচার, ব্যাভিচার, মিথ্যা, খুন অসামাজিকতাকে সামনে রেখে দেশ শাষন করবে তার বিচার করার সময় এসেছে এখন।
আদর্শ, নীতি, নিষ্ঠা, নিয়মানুবর্তীতাকে আঁকড়ে ধরে যাঁরা রাজনিতি করছেন, মানুষকে ভালোবেষে, দেশকে ভালোবেশে দশের যাঁরা হিতাকাঙ্খি, দেশের সম্পদকে জনগনের স্বার্থে নিয়োজিত করতে যাঁরা বদ্ধপরিকর নির্দিধায় তাঁরা বামপন্হী ।
বামপন্হীদের কোন বিকল্প নেই, আগামী ২৭শে ডিসেম্বর ব্রিগেড সমাবেশে শ্লোগান হোক --২০১৬ বিধানসভা নির্বাচনে বামপন্হীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। তৃনমূল তাড়াও বাঙ্গলা বাঁচাও ।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
নন্দলাল সরকার বলেছেন: দু চোখেই কম দেখে কারন-------- চোখ খুললে যায়না দেখা মুদলে ( চোখ বন্ধ করলে ) পরিস্কার তাইতো আমরা বামপন্হী
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
নিমগ্ন বলেছেন: বামদের চিন্তাভাবনার সংস্কার করতে হবে। এগিয়ে যেতে হবে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
নন্দলাল সরকার বলেছেন: আপনার মতামত গ্রহন যোগ্য
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
পশ্চিম বংগের বামরা নাকি ডান চোখে কম দেখে?