নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

তীরন্দাজ

গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।

তীরন্দাজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা (6): শুক নামের সুখপাখী

২১ শে জুন, ২০০৬ ভোর ৬:৫৬



যাতায়াতে এতাটা শঙ্কিত ?

পাহাড় নিচ্ছিদ্র হলেও পিপড়েদের সেখানেই ঘর

সিগারেটে টান কতোবারই পুড়ে দেয় জিব !

কোথাও একটা জলের গ্লাস ছিল কাছে

মূহুর্তেই অকারণে খালি।



ঘাটটি শেওলাধরা হলেও জলটি বেশ ভালো পুকুরের।

তুমি আর আমি বা আমি আর তুমি

এ নিয়ে গনিত তর্ক অযথাই মিলেমিশে একাকার।



এতো কিছু বোঝে কি সবাই ?

একরঙ্গা রোদে পা রেখে যে মেয়েটা সারাদিন

কারো প্রতীক্ষায়-

সে হয়তো বুঝবে বা বুঝবে-

'একটা বনের মাঝে পথ হারাইয়া ফেলা'

কোন শকুন্তলা।



রাতটি বাসী হলেও কষ্ট পেয়োনা অকারণে।

প্লাষ্টিকের সরিসৃপ গা অনেক সময়েই বেশ

নরম আর তুলতুলে।

তাই বলে

রতিসংগ্রাম কি প্রতিবারই সুখ ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

রুপা বলেছেন: অসাধারন

২| ২১ শে জুন, ২০০৬ দুপুর ২:০৬

অতিথি বলেছেন: রতিসংগ্রাম প্রতিবারই সুখ!

৩| ২১ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৬

পথিক!!!!!!! বলেছেন: বাহ! দারুন নামকরণ" রতি সংগ্রাম"

সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করে।
কে বলিবে আমারে?

৪| ২১ শে জুন, ২০০৬ রাত ৮:০৬

অতিথি বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.