![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।
আপাতত: আমি ভয়ংকরভাবে কাফকাচ্ছন্ন। বন্ধুরা বললো 'কাফু' রোগের নাম। কাফকা থেকেই এসেছে। কাল ছুটির দিন ছিল। দুপুরের খাবার না হলে সাধারনত: চলে না একেবারেই। অখচ সারাদিন কাফু তে আক্রান্ত থেকে রাতে মনেই করতে পারছিলাম না, দুপুরে খেয়েছি কি না। তাই পাঁচের প্যাঁচে পঁ্যাচ কষে রোগমুক্তির পথ খুজছি।
1) মুক্তিযুদ্বের কিছু আগে জন্ম আমার। হারামীদের চেহারা এখনও ভাসে চোখের সামনে। ওদেরকে চিনি। তাই ক্ষমা করতে পারি না ও দেশের বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি মেনে নিতে নিতে পারি না।
2) বন্ধুরা বলে, আমার শরীরটা নাকি কাচের তৈরী। ভেতরের সব নাকি স্পষ্ট দেখা যায়। অনেকে একে দুর্বলতা হিসেবে দেখে। আমি নিজে একে আমার শক্তি বলেই মনে করি।
3) মানুষকে ভালবাসি সবচেয়ে বেশী। খুব কাছের মানুষদের জন্যে এ ভালবাসা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে ভাবার সুযোগ পায় না। বিয়ে করেছি দু'বার।
4) টাকা পয়সার অবস্থা তথৈবচ। বেশীরভাগই যায় অন্য দেশ দেখার পেছেনেই। বড় বড় শহরের চেয়ে প্রকৃতিক বৈচিত্র ভাল লাগে বেশী। মাঝে মাঝে বিলাসিতা করি। তারপর আবার ফতুর।
5) যথেষ্ট গোযাড়। ধার্মিক নই, তবে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী। অনেক কাজে হাত দিই বলে অনেক সময় কোনটাই ভাল করে উঠতে পারি না। নিজের কাছে সৎ থাকাটা আমার কাছে ভীষন জরুরী।
আপনারা আমার 'কাফ'ু রোগমুক্তির জন্যে দোওয়া করবেন, আশা করছি।
২| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৩
অতিথি বলেছেন:
৩| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৩
অতিথি বলেছেন: কাফকা রোগ আরো 2 দিন স্থায়ী হইবেক।
2 এর শক্তি ঠিকাছে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৪
অতিথি বলেছেন: গেট ওয়েল সুন
৫| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৪
অতিথি বলেছেন: সাদিক-এর সাথে একমত
৬| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৮
অতিথি বলেছেন: 2আর 3 মিলছে । 4 বাস্তবায়নের টেকা নাই
5 এর প্রথম বাক্য মিলছে
৭| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২২
অতিথি বলেছেন: সুমন,
3) মিলল?
4) এর টেহা আমারও নাই। তারপরও যাই।
সাবইকে শুভেচ্ছা...।
৮| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৪
অতিথি বলেছেন: বদ্দা খালি কমন ফালানোতে বিজি।
কাফু রোগ থেকে মুক্ত হয়ে পাঁচা রোগে পড়লেন তীরুদা, মুক্তি নাই রে নাই, মুক্তি নাই!
৯| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৬
অতিথি বলেছেন: ইয়ে 3 এর শেষাংশ মিলে নাই ...
১০| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩০
অতিথি বলেছেন: নিজের মাথায় নিজের কুড়াল..! এই জন্যই তো সাবধান করলাম সুমন....!
ধইন্যাপাতা দেন....!
১১| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৫
অতিথি বলেছেন: বদ্দারে সাবধান করে লাভ নাই তীরুদা। ব্যাটার প্রশান্তীয় ললাটে একটাও জোটানোর বিরুদ্ধে! তারচাইতে সাবধান আমারে করেন...। চান্সে আছি দেখি কোন সুযোগে আপনেরে ডিফিট দেওয়া যায় কি না...।
১২| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৭
অতিথি বলেছেন: ২ মিলেছে। আপনার ব্লগ মনে হতো আপনি এরকমই হবেন! মিলে গেলো দেখে ভাল্লেগেছে
১৩| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৩
অতিথি বলেছেন: মিলে গেলো পাঁচে পাঁচ!
ভাল্লাগলো।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪২
আপন তারিক বলেছেন: প্যাচ কোথায়, এখন তো আপনাকে ওপেন বুক মনে হচ্ছে...
১৫| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৪
অতিথি বলেছেন: আমি তো ওপেন বুকই পাঁচের প্যাঁচে...।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৬
অরূপ বলেছেন: ভালো মানুষ..
১৭| ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৭
অতিথি বলেছেন: হু...........
১৮| ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫০
রাগ ইমন বলেছেন: অনেক কিছু মিলেছে, কিছু কিছু মিলে নাই।
কেমনে কি, কমু না!
মজা লেগেছে পড়ে।
আর 2 নম্বরটা প্রতিভা , দুঃসাহসসহ - সবার থাকে না!
১৯| ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:০৫
অতিথি বলেছেন: 2নম্বর রোগটা আমারও আছে। চেহারাই বলে দেয় আমার রিএকশন। কাজেই মুখে মিষ্টি পেটে বিষ টাইপের কোন মহানুভব কাজ আমার দ্্বারা করা সম্ভব হয়নি। নিজের বউ ছাড়া আর কাউকে পটানোর সৌভাগ্যও তাই হয়নি।
কাফু রোগ যদি কিছুটা ভাললাগা দেয় জীবনে তবে আর কিছুদিন থাকলে ক্ষতি নেই।
২০| ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৩
মাশীদ বলেছেন: বাহ! তীরুদার সাথে তো প্রায় সবই মিলে গেল!
আমার খুব কাছের মানুষেরাও প্রায়ই বিরক্ত থাকে এই ভেবে যে তারা অনেকের মধ্যে একজন, nothing special.
আমারো সব টাকা চলে যায় এদিক-সেদিক ঘুরে বেড়াতে। তবে প্রকৃতির থেকেও মানুষের কীর্তি আমাকে টানে বেশি। তাই বোধ হয় হাত অধিকাংশ সময়েই একদম খালি থাকে (আম্মাআআ) ।
আর ইয়ে...বদ্দার মতো আমারো 3 এর শেষাংশে মিল নেই আর মুক্তিযুদ্ধের পরে জন্মেছি।
ভাল্লাগলো!
২১| ১১ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:০৮
হযবরল বলেছেন: সবার পাঁচের সাথে কমন পড়তে পড়তে দেখা যাচ্ছে নিজের ৫০ টা লিখতে হবে।
২২| ১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৩৭
রাগ ইমন বলেছেন: এ্যারোবাজ,
কাফু রোগ তো ভাল, কাফকা রোগ না হলেই হলো!!!
২৩| ১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৩৮
রাগ ইমন বলেছেন: মানে জাপান বাংলাদেশ কাফকা প্রজেক্ট!
২৪| ১২ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১২:০২
অতিথি বলেছেন: গেট ওয়েল সুন... হা হা হা...
2,3 ও 5 নংটা পড়ে ভাল লাগল...
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০০
অতিথি বলেছেন: 5নং মিলে গেলো
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১২
শাওন বলেছেন: 4নাম্বারটা আমার খুবই পছন্দের । কিন্তু টাকা নাই শখও নাই ।
)