নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেডা?

নাকিব সামিত

আমি কোন মহামানব নই। তাই বলে ম্যাংগো পিপল ভাবারও কারন নাই।

নাকিব সামিত › বিস্তারিত পোস্টঃ

জমাইত্যা কাহিনী।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

এতোদিন কাদের সিদ্দিকি জামাইত্যাগোর আব্বা আছিল। এখন জামাইত্যাদের বিরুদ্ধে বলায় কাদের সিদ্দিকি জামাইত্যাগো কাছে পাদের সিদ্দিকি হয়া গেছে। জামাইত্যাগোর অপজিটে গেলেই সে আর মানুশ থাকে না। হেফাজত যখন জামাইতিদের কথামতো আন্দোলন করেছে, তখন হেফাজত ভালা মানুশ আছিলো।
.
হেফাজত যখনই জামাইত ছেড়ে নিজের মতো চলতে লাগলো, তখন জামাইতিদের কাছে হেফাজত আমুলিকের দালাল হয়ে গেলো। এই গ্রহে জামাইত্যারাই একমাত্র মানুশ। আর সবাই গরু ছাগল। লজ্জা করা উচিত, যেই দেশের জন্ম ঠেকাতে সর্বশক্তি দিয়ে জামাইত্যারা চেষ্টা করেছিল, আজ নির্লজ্জের মতো সেই দেশের আলো বাতাশ গ্রহন করছে। হিজড়ারাও লাজ্জা পায় এদের নপুংসকতা দেখে।
.
জমাইতিদের কল্যানে এই দেশে একটা কালচার তৈরি হইছে, কেউ তাঁদের বিরুদ্ধে গেলেই আমুলিকের দালাল হয়ে যায়। এই দালালির দলিল ৯৬ এ কই ছিল, যখন জামাইতিরা আমুলিকের সাথে জোটবদ্ধ হয়েছিল?
.
নিচের ছবিতে দেখুন জামাইত্যাদের পলটিবাজি—

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: জ্যমাইত্যা

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩

নাকিব সামিত বলেছেন: :)

২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১

রাসেল বলেছেন: Thanks for writing against culprit. Yes Jamat are shameless. Are not freedom fighter shameless? Have they lead in liberation war for much people. I think you will not find any difference between the two group in most cases.

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪

নাকিব সামিত বলেছেন: এদের উশটা দিয়া দেশ থেইকা বাইর করা দরকার।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮

যোগী বলেছেন:
বাংলাদেশের ইতিহাসে 'জামাইত্যা' একটা কুখ্যাত গালী।
রাজাকারদের বিচার শেষ হওয়ার পর হয়ত 'রাজাকার' গালীটার প্রচলন অতটা থাকবে না, কিন্তু জামাইত্যা গালীটা থেকেই যাবে অনন্ত কাল।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৯

নাকিব সামিত বলেছেন: বাঙলা অভিধান সমৃদ্ধ হোক।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১০

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন:

উত্তরা ৬নং সেক্টরে অবস্থিত হলি চাইল্ড কলেজের প্রতিষ্ঠাত ব্যবসায়ী আশরাফুল হক আমার বেতন থেকে ১০০০০ টাকা মেরে দিয়ে জামাতী অর্থ তহবিলে বায়তুল মাল/ আয়ানত দিয়েছে।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২১

নাকিব সামিত বলেছেন: এদের সমস্তঅর্থ দেশের দরিদ্রজনগোষ্ঠীকে সমভাবে বণ্টন করে দেয়া হউক।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৮

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আসুন জামায়াতী অর্থ যোগানদাতাদের দেশ থেকে রিমুভ করি।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৩

নাকিব সামিত বলেছেন: রিমুভ না, উশটা দিয়া দেশ থেকে বাইর করা দরকার।

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: কঠিন হয়েছে

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

নাকিব সামিত বলেছেন: হুহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.