নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই-৫

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪



অবেলার ইচ্ছাগুলোকে উড়িয়ে পাঠালাম;
দয়ালু সমুদ্রে রাগের বাতিটা মৌনতায় লীন,
ব্যর্থ বিকেলে দুর্নীতি খুঁজতে থাকা তুমি
কিংবা
ঘুম চুম্বন আন্দোলনের আদালতে
অসভ্য সেই প্রমথন।
সে ছাড়া বেদনায় আহত
সব জোনাকি ,
ফণীমনসার মায়ার মোহজাল ভেঙে
একরাশ প্রার্থনায়
ওষ্ঠের অজান্ত কোণে;
মৃত্যু-হলুদাভ চোখের আর্তনাদে।

অগ্নিকাণ্ডের পাপ খেলায় খুনসুটি নেই;
একদিন তবু, প্রত্যাশার স্বপ্ন সকালে
সাঁতারু প্রজাপতিটা
নির্ঘুম মায়ায়।
সাদাটে সময় তখন তার জলে ওড়ে
গন্ধহীন নিঃশর্ত অশ্রু জন্মে আছে।

নীল রাতে এই ঘুমের রাখি,
অনন্তকাল
উচ্ছল পূর্ণিমার মাতাল চাঁদ;
যৌবন আকাশে
ঘুমন্ত স্বেচ্ছাচারী দৃষ্টির মতো,
আগুন বড় মুখে
ভালোবাসার হৃৎকম্প গুনে
বসেছিলে মুক্তির সবটুকু আকঁড়ে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে আপি

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

ইসিয়াক বলেছেন: চমৎকার

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর শব্দচয়ন, সুন্দর কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনন্তকাল
উচ্ছল পূর্ণিমার মাতাল চাঁদ;
যৌবন আকাশে

.................................................................
আমি ও আকাশে যাব
শঙ্খচিলের ডানায় চড়ে,
পূর্ণিমার চাঁদ আমায় মাতাল করে ,.......

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর ভাইয়া :)
অনেক ধন্যবাদ :)

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটা ভালো লাগা নিন ++

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো খুবই ভাল হচ্ছে, কিন্তু নাম না দিয়ে শিরোনামহীন রাখছেন কেন?

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আসলে কবিতার লাইন গুলো যে ভাবে মাথায় চলে আসে, কোন শিরোনাম সে ভাবে মাথায় আসে না। তাছাড়া একেক জন একেক ভাবে এই কবিতা তার নিজের জীবনের সাথে রিলেট করবেন, নাম দিয়ে দিলে কিছুটা হলেও সীমাবদ্ধ করে দেয়া হয়; একারণেই নাম নিয়ে অত চিন্তা করছি না আপাতত :)

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

নীল আকাশ বলেছেন: আপনি আর ইসিয়াক কি পাল্লা দিয়ে কবিতা লিখে যাচ্ছেন? ভালো বেশ ভালো!
আপনার ছবিগুলি খুব ভালো হয়।
শিরোনামহীন ও কিন্তু একটা নামকরণ!

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

নার্গিস জামান বলেছেন: :)
ধন্যবাদ ভাইয়া :)
আপাতত দিনে একটা, এর বেশি লেখার সময় করতে পারি না। :)
ইসিয়াক ভাইয়া অনেক বেশি লেখেন, কিন্তু পোস্ট দেয়ার বেলায় একটু কার্পন্য করেন:)
ফাতেমা আপুও কম পোস্ট দেন :)
দুজনেই অসাধারণ লেখেন:)

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো। নীল আকাশ ভাই 'শিরোনাম নেই' প্রসঙ্গে সহমত দিলেও সেটা খুব বেশি দিন বয়ে নিয়ে যাওয়াতে আমার মত নেই। শিশু ভূমিষ্ঠের পর নাম নাম হিন না হয়ে মায়ের পরিচয় বহন করে থাকে। 4/5 দিন পর যখন তার নামকরণ হয় তখন সেটা সে সারা জীবনের মতো বহন করে।
আপনার ভাবনার বিনুনিগুলো পরিপূর্ণতা পাক।তারা পরিচয় পাক নিজস্ব নামগোত্রে।
শুভকামনা রইল।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আপনার মন্তব্য চিন্তা বাড়িয়ে দিলো :)

১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫

সাইন বোর্ড বলেছেন: অনেক ভাল লাগল ।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: অসম্ভব দ্রোহের পরিচয় পেলাম কবিতার
কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম। ++
তবে কয়েকটি স্থানে কাব্যে ব্যঙ্গাত্মক ভাবনায় অন্যরকম শব্দ এনেছেন কিনা জানিনা। মূলত:-জলোচ্ছ্বাস, মৎস্য, ভেষজ ও কস্তুরী প্রভৃতি।
শুভকামনা প্রিয় আপুকে।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

নার্গিস জামান বলেছেন: :|কোথায়?
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.