নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই ৭

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮



কখনও অনেক আলোর কতটা খুঁজে, এক
স্মৃতি সরোবরে,
বেশুমার দুপুরের উচ্ছ্বাসে,
ধস্তাধস্তির মেসে,
তোমার বহুতল দরোজার ফ্রেমে,
অনুতাপের বিদুর দুপুরে
আমি ;
মেঘহীন অগ্রহায়ণে পরা শাড়ীটা
অনুভবের কারুকাজের তড়িৎ আগুনে,
সন্ধ্যা বৃক্ষমাস্তুলে,
আশার প্রহ্লাদ পরিসমাপ্তির বালিশে
গচ্ছিত ভালোবাসাময়
ঢুলুঢুলু ভাবনা দহনে
তমসার সুর শুনি ।

সারা রাত উপড়ে পড়া দুঃসাহসি কিছু
মৃত্যুর কোলজুড়ে
নিহারিকায় ঝুল বরষা খুব লেগেছে
কিংবা বিগলীত শব্দ ভুল কুয়াশা জলাভূমে
সান্ধ্যিক সময়ে
উৎসবে আলোর পেখম
আয়নায় রাত রোদ কোন মেঘদল
জানি পোড়ে বাতাসে অগোচরে
সরীসৃপ অনুতাপে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন। আপনার লেখনীর নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভাবনারা যেন ডানায় ভেসে বেড়ায় তেপান্তরের মাঠে। ঝলমলে উত্তাপে পেখম তুলে এভাবেই খেলা করুক....
উচ্ছ্বাস, শাড়ি, ভালোবাসাময়, সরীসৃপ তে টাইপো পেলাম।

সারারাত উপচে পড়া দুঃসাহসিক কিছু
ও‌
ভুল কুয়াশা ( মাঝে স্পেস হবে কিনা) নিয়ে একটু ভাবতে বলবো।

শুভকামনা জানবেন।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

নার্গিস জামান বলেছেন: অসংখ্য ধন্যবাদ সার :)
'শাড়ী'তে 'ঈ'কারে বেশি স্বাচ্ছন্দ বোধ করি, বাকী গুলো ঠিক করে নিলাম:)
পুনরায় ধন্যবাদ :)
আপনাকেও শুভকামনা :)

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভাল লাগলো

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: কবিতা আমি বুঝি কম।
তাই কবিতা লিখতে পারি না।
যারা লিখতে পারে তাদের সম্মান করি।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

নার্গিস জামান বলেছেন: ভাইয়া, সব কবিতাতেই আপনার উপস্থিতি দেখি :)
ব্লগে আপনার চেয়ে কবিতামোদী খুব বেশি নেই মনে হয় :)
অনেক ধন্যবাদ :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

সাইফ নাদির বলেছেন: বেশ চমৎকার করে লিখেছেন। ভালো লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কাব্য গাথা
শিরোনাম নাইি কেন?

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আসলে শব্দগুলো যেভাবে ধরা দেয়, শিরোনাম সে ভাবে ভেসে ওঠে না :)

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪০

শাহিন বিন রফিক বলেছেন:


আপাতত হাতে অভিধান নাই তাই মন্তব্য করতে পারলাম না।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

নার্গিস জামান বলেছেন: আমার কিন্তু ইমোজি হলেই মন্তব্য করা হয় :)

৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
শিরোনাম হতে পারে- ‘সরীসৃপ অনুতাপ’
কবিতা ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আপনার কাব্যের নান্দনিকতা এবং গভীরতা আমাকে বিস্মিত করে :)

৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

অধীতি বলেছেন: কি শব্দের খেলাটাই না দেখালেন।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা কবি-মুগ্ধ.....

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.