নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই-৮

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮


শূন্যতাও ঘুরে-ফিরে টেনেটুনে
মাতাল রাস্তায়,
ব্যস্ত ঢেউয়ের বর্ধিষ্ণু পূর্বস্মৃতি
অথবা জমাট আলোর স্মরণ বাহুল্য জেনে
ধ্বংসহীনতার পশমি ভায়োলিন মাড়িয়ে
অদ্ভূত এই দ্বীপপুঞ্জের উপরে
শালগাছের ধূম্র ফুলের
তীব্র সাদামাটা জীবনদর্শন দেখাতে প্রস্তুত ।


নিঃসঙ্গ এই নথিপত্রগুলো
পাহাড় অথবা বহুদূরে
টুকরো টুকরো ছায়ায় আচ্ছন্ন
যন্ত্রণায়
নিজেরা পুড়তে পুড়তে, কথা বল্লরি ভেবে
কোনো আবোলতাবোল চুরি
বা স্বৈরাচারী বন্ধুত্বের আগুনের
হতচকিত সমর্থ কর্তব্যের বোমার
আলতো আলো দেখতে দেখতে
আমাদের ফারাক করে হেসে ওঠে।


তুমি, অভ্যাস মতো
জমানো পিঠা নিতে,
শহর নগরের আনাচে কানাচে,
বকবক জ্যোৎস্নায়।
সন্ধ্যার চন্দন সুবাসে,
শৃঙ্খলিত আলোর করুণতর ছায়ায়
কুণ্ঠিত সোফার খসখসে প্লাইউডে
চমকপ্রদ জীবনযাপন।

এগোবার ঋতু না তুমি, না আমি।
আমরাও দীর্ঘ, অন্যরকম সমবায়ী
যেন আবর্তিত আজ গতি,
কতিপয় রচনা এক আতসের পাশে,
বিষণ্ন থাকা জীবনকে আজ
সুদূর দেশে
পায়চারি করতে পাঠায়।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: বেশ কঠিন কবিতা।
বুঝি না।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

নার্গিস জামান বলেছেন: :(
আমিই বা কি বুঝি :)

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

হাবিব বলেছেন:





তীব্র সাদামাটা জীবনটা রাঙাতে চাইনা
কাজলের কালো মেখে
জোনাকীর আলো মেখে
সাজাতে চাই তোমর মায়াবী ডাকে

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

নার্গিস জামান বলেছেন: অসাধারণ লিখেছেন :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

অধীতি বলেছেন: শব্দ চয়ন আর উপমার ফুলঝুড়ি । মুগ্ধ না হয়ে কেমনে পারি।

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: খুব সুন্দর কবিতা। লিখে যান।

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো আপনার শিরোনাম না থাকার অন্তরালে শব্দের হায়ুই চড়া।

পোস্টে দ্বিতীয় লাইক।

শুভেচ্ছা নিয়েন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ সার:)
আপনার জন্যেও অনেক শুভ কামনা

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর....।আপু কবিতা গুলোর নাম দিলে বেশী ভালো হতো,নয় কি?
অবশ্য আমার মতামত।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)
আসলে দু কারণে নাম দেয়া হয় না। প্রথমত , শব্দ গুলো যে ভাবে ধরা দেয়, নাম সে ভাবে মাথায় আসে না। দ্বিতীয়ত, একই শব্দ ভিন্ন জনের মাথায় ভিন্ন অনুভূতির উদ্রেক ঘটায়। নাম দিয়ে দিলে বিষয়টা অনেক সীমাবদ্ধ হয়ে যায়। একই কারণে ছবি না যোগ করাও ভালো মনে করি, এর পরেও কি ভাবে যেন ছবি গুলো যোগ হয়ে যায় :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো আপি

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

নেক্সাস বলেছেন: প্রথম কথা হলো শব্দ চয়ন আমাকে মুগ্ধ করেছে। উপমায় আপনার আগ্রহ আমাকে কবিতার স্বাদ নিতে আশান্বিত করেছে।
"শূন্যতাও ঘুরেফিরে টেনেটুনে মাতাল রাস্তায়" প্রথম লাইনটি অসাধারণ কাব্যিক এবং পরিপক্ক। কিন্তু কবিতায় এগুতে গিয়ে আমি অনাকাঙ্খিত হোচট খেয়েছি। কেন যেন একটু হিজিবিজি, মেদবহুল হয়ে উঠেছে কোন কোন জায়গায়। অস্থীরতা বা আরোপন প্রবনতা ছিলো হয়তো। তবুও কবিতায় ভিন্ন চিন্তা আশা জাগানিয়া। গতানুগতিকতা থেকে বেরিয়ে আপনি উপমা ও শব্ধের মায়াবী ভূবন রচনা করতে সচেষ্ট ছিলেন এটাই বড় কথা। শুভকামনা নিত।।

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

নার্গিস জামান বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)
আমার কবিতা লেখার বয়স অনেক কম, পরিপক্বতার কিছু অভাব আছে নিজেও অনুভব করি:)
সবাই আপনার মতন সহযোগিতা করলে কাটিয়ে ওঠা সহজ হবে, নচেৎ অনেক সময় লাগবে :)
আমার পাতায় মাঝে মাঝেই পদধূলি দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.