নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই -১৩

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪



দেবতার মতো করে সমুদ্র দেখিনি; অথবা আমি মৃত,
দেখিনি শতাব্দী পরিচিত কে হেঁটেছে।
যা ছিল সবুজ, ভীত
কখনই প্রথম এসেছে
মাটির মত ঝড়ে, আকাশে গেছে
শাখাগুলি। গানের স্থির শিকড়।
তারে পাই ঝরা সকালের শেষে অমলিন।


সাতটি নক্ষত্র তখন কেবল তার বিছানা কি আরো দেখে, আমার
অবাস্তব ঘাসে সামনে জলতে থাকা
সে ডানার আদর।
দিগন্তে তবুও লোকে চেনে চকচকে বা
আমার ছেঁড়া সময়ে
তোমার দেয়ালের নিরবচ্ছিন্ন শিশিগুলিতে, তবুও বছরের মতো,
জানালার আলোতে আসে শিলার চিৎকার।

জীবন আমাকে স্থির করে ফেলেছিল
বরং বিশ্ব আজ বণিক হল।
হৈমন্তী রাতে
পায়ের নীচে
নিজেই করি কিছু অবনত, কিছু পূর্ণ।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

ফয়সাল রকি বলেছেন: চমৎকার। +++

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: শিরোনাম নিজেই দিয়ে কবিতা পড়েছি।
শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)
এমনই চেয়েছিলাম :)
আপনাকেও অনেক শুভেচ্ছা :)

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ-------

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ছবিটার সারমর্ম কি বলেন তো!

কবিতা সুন্দর হয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

নার্গিস জামান বলেছেন: আমি ছবির আর কি বুঝি? :)
ধন্যবাদ :)

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ বেশ লাগলো কবিতা। ++

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

নীল আকাশ বলেছেন: আপনার পোস্ট এলে কবিতা দুরের কথা ছবি দেখতে দেখতেই তো সময় পার হয়ে যায়। আমি স্বীকার করছি, ছবি দেয়া ব্যাপারে আপনি আমাকে মুগ্ধ করেছেন। কিছুদিন আগে হলে আপনার নামই আমি আমার এই পোস্টে ব্লগে পোস্ট দেয়া বিভিন্ন লেখায় ছবি দেয়ার ব্যাপারে কিছু কথা দিয়ে দিতাম।
কবিতা ব্যাপারে আমাকে বলুন, এটা নিশ্চয় রূপক কবিতা, শব্দগুলি দ্ব্যর্থবোধক অর্থ বহন করছে, তাইনা?

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

নার্গিস জামান বলেছেন: এটা Artush Voskanyan নামের এক আর্মেনিয়ান শিল্পির আঁকা ছবি :)
কবিতার শব্দগুলো আসলে পাঠক যে যেভাবে নেবে সেভাবেই দেখা যায় :)
অনেক ধন্যবাদ:)

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ :)

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: কবিতা আমার প্রিয়। ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

নার্গিস জামান বলেছেন: কার না প্রিয় ? :)
ধন্যবাদ :)

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কথামালার সমাহার।
'অবাস্তব ঘাসের সামনে জ্বলতে থাকা' লাইনটি বোধহয় এমন লিখতে চেয়েছিলেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

নার্গিস জামান বলেছেন: আসলে আপনি যে ভাবে লিখেছেন সে ভাবে লিখলেই মনে হয় বেশি ভালো হতো, তবে আমি অন্য কথা ভেবে এরকম লিখেছিলাম :)
অনেক ধন্যবাদ :)

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: স্যরি আপু। আগের মন্তব্যে শুভকামনা না জানানোয় আবার এলাম।
শুভেচ্ছা অফুরান।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

নার্গিস জামান বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা :)
অনেক ধন্যবাদ :)

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতার শব্দগুলো আসলে পাঠক যে যেভাবে নেবে সেভাবেই দেখা যায়



আমি তো কোনভাবেই নিতে পারছি না! :(

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

নার্গিস জামান বলেছেন: আপনি প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করেছেন :)
ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.