নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই -১৫

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮



পরিবর্তন শুকনো রঙ ছিলো,
মোমবাতি উপর
একটি পৃথিবী আর লাল পাহাড়ের মৃত্যু
সেই দিয়ে উঠতে বেঁচে ফাঁসি সূর্যের এবং
এই বিশাল শিখা আমার আজকাল দেখ
নিমেষেই অস্পষ্ট।

নানা রঙের নিচে, যেখানে জীবন সমতা ঘেরা
জমাটবদ্ধ গল্প।
পৃথিবীর তীরে হেঁটে ভেবেছি
কোথায় ঈষৎ জ্ব’লে বললে
পুরানো আমার কী অগাধ নীরবতা
শিশিরের গন্ধের মতোন
নীল সমৃদ্ধ
মরা পাহাড়
বেমানান ফুল
আমাকে রাখবে সাথে চুলে।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম কিন্তু কিছু বুঝলাম না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

নার্গিস জামান বলেছেন: আমিও না :)
অনেক ধন্যবাদ :)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সারমর্ম বুঝায় দেন আপাজান :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

নার্গিস জামান বলেছেন: আপু, কবিতা অনুভবের বিষয়, একই শব্দ বিভিন্ন জনের মাঝে বিভিন্ন অনুভুতি আনবে। ছবিটাতে দেখুন, কল্পনা শক্তি অবারিত করতে চাই। :)
অনেক ধন্যবাদ :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাল পাহাড়ের মৃত্যু, অগাধ নীরবতা, জমাটবদ্ধ গল্প- এই শব্দবন্ধগুলো খুব ভালো লেগেছে, অন্য কোথাও আমি দেখি নি; সেই হিসাবে এগুলো আপনার ক্রিয়েটিভিটির পরিচয় দেয়।

এর বাইরে পুরোটা আমার মনে হয়েছে, যখন যা মনে এসেছে লিখে ফেলেছেন। এভাবেও হতে পারে কিছু, কিন্তু পাঠকের তাতে অনেক কষ্ট হবে বুঝতে যে আপনি কী লিখতে চেয়েছেন :) আর যদি এরকম কিছু লিখতেই চান, তাতে আপনি এ পোস্টের আলোকে ট্রাই করে দেখতে পারেন - শব্দকবিতা

শুভেচ্ছা রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
শব্দ কবিতা ট্রাই করে দেখবো :)
এভাবে হয়তো দেখা যায়, জীবনের সব রং শুকিয়ে গেলেও কেউ হয়তো চুলে ফুলের মতো গুজে রাখবে :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নুরহোসেন নুর বলেছেন: ভালো লিখেছেন!
চমৎকার কাব্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫

নীল আকাশ বলেছেন: শব্দ চয়ন ভালো, তবে আমি আসলে কবিতাটার অর্থ বুঝতে পারি নি।
প্রতিটা লেখা পিছনে একটা কারণ কিংবা উদ্দেশ্য থাকে!
ছবিটা দেখে আমি আশা করেছিলাম মনের ইচ্ছে নিয়ে কবিতা হবে।
হয়তো আমি ভুল বুঝেছি।
ছবির সাথে লেখার সর্ম্পক করাটাও কিন্তু লেখকের দায়িত্বের মধ্যে পরে যায়।
শুভ রাত্রী।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১

নার্গিস জামান বলেছেন: আসলে মনে যা আসে তাই লিখি, অতো কিছু ভেবে লেখা হয় না :)
ইম্প্রেসনিস্টদের একটা ছবি দেখে কবিতাটা লিখেছিলাম, কিন্তু মনিটরে ছবিটা ভালো মানায় না বলে কল্পনার আকাশে ওড়ার ছবিটা দিয়েছি :)
অনেক ধন্যবাদ :)

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: নার্গিস জামান ,




এটা মনে হয় কোনও কবিতা হয়নি। অসম্পূর্ণ বাক্য, উল্টোপাল্টা শব্দ বিন্যাসের কারনে কি বলতে চেয়েছেন কবিতায় তা বোধ্য নয়। আপনার অনেক কবিতাই এমন দোষে দুষ্ট।
শব্দ ওলট পালট করে বসালেই কবিতা হবেনা। তাতে একটা আলাদা আমেজ উঠে আসতে হবে।

এই যে লিখলেন --
"পরিবর্তন শুকনো রঙ ছিলো,
মোমবাতি উপর
একটি পৃথিবী আর লাল পাহাড়ের মৃত্যু
সেই দিয়ে উঠতে বেঁচে ফাঁসি সূর্যের এবং
এই বিশাল শিখা আমার আজকাল দেখ
নিমেষেই অস্পষ্ট।"
এর একটি লাইন কিম্বা একই সাথে দু- তিনটি লাইনও কোনও সম্পূর্ণ অর্থ প্রকাশে ব্যর্থ। কিছুই বুঝিনি যেমন বোঝেন নি উপরের মন্তব্যকারীদের অনেকেই।

কবিতায় কঠিন কিম্বা সহজ শব্দ ব্যবহার বড় কথা নয় , কবিতাকে অর্থবহ হয়ে মনকে ছুঁয়ে যেতে পারাটাই বড় । ভাবকে শব্দ ও ছন্দে গেঁথে যদি মালা বানানো না যায় তবে শব্দেরা ছেড়া মালার পুতির মতোই গড়িয়ে যায়, কিছু গড়ে তোলেনা।
যেমন, আমার এই শেষের বাক্যটিকেই যদি আমি এভাবে লিখি --" তোলেনা গড়ে গেঁথে ছন্দে কিছু শব্দেরা ছেড়া মালা..." তবে এটা না হবে বাক্য, কবিতা হওয়া তো দূর।
কবিতায় শব্দের গুরুত্ব যেমন অপরিসীম তেমনি শব্দবিন্যাসের গুরুত্বও কম নয় । ব্যঞ্জনা থাকতে হবে শব্দের । সে রকম শব্দগুলি যখন পাশাপাশি বসবে আর দুলিয়ে দিয়ে যাবে মনখানাকে , তখন তা কবিতা হয়ে উঠবে । তাই ভাষার সাথে সাথে ভাবনাও থাকতে হবে ।

আশা করি ভুল বুঝবেন না। মিছেমিছি প্রশংসা আপনার লেখাকে পূর্ণতায় উত্থিত হতে বাঁধা দেবে বলেই এতো কিছু লিখলুম। প্রশংসা পেলেই ভাববেন, অনেক তো লিখলুম, সবাই প্রশংসাও করলো, আর কি চাই। এমনটা আপনার লেখার মৃত্যুই ডেকে আনবে এবং আপনার লেখক সত্বাকেও।
লিখুন। সময় নিয়ে লিখুন, তাড়াহুড়ো নয় কিছুতেই।

শুভেচ্ছান্তে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

নার্গিস জামান বলেছেন: আপনার মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমার চতুর্থ কবিতায় আপনি একটা মন্তব্য করেছিলেন, এক মাসের বেশি সময় আগে, এতদিন পর আবার এলেন। মাঝে ব্লগার নেক্সাস আমার অষ্টম কবিতায় (০১ ডিসেম্বর) একটা মন্তব্য করেছিলেন। এর বাইরে সমালোচনা খুব একটা পাইনা, এই কবিতাটিতেই শুধু পেলাম। একজন নবীন কবি সব কবিতাই ভালো লিখবেন এটা অস্বাভাবিক, কিন্তু ব্লগে কেন জানি না প্রায় সকলেই সমালোচনা এড়িয়ে চলতে চান।

আমার প্রথম দুটি কবিতা পড়ে একজন কবি বলেছিলেন -বেশ হচ্ছে। তৃতীয়টি পড়ার পর ভ্রু কুচকে বলেছিলেন গুরু ছাড়া কবিতা লেখা কঠিন। মুশকিল হলো গুরু কই পাবো ?

সৈয়দ মুজতবা আলী 'দোলা লাগা পাখী জাগা' লেখায় পন্ডিত মশাই দোয়াত ছুড়ে মেরেছিলেন। ভাষা বদলাচ্ছে। এখন এরকম লিখলে কেউ ক্ষুণ্ণ হন বলে জানা নেই। 'তোমার হৃদয় আজ ঘাস; বাতাসের ওপারে বাতাস—আকাশের ওপারে আকাশ।' অথবা 'miles to go before I sleep' নবীন কেউ এমন লিখলে তা দোষণীয় হবে বৈকি, কিন্তু এরকম আসত্তি বিহীন বাক্যের ব্যবহার বর্তমান বাংলা কাব্যে প্রচুর আছে, যারা লিখেছেন তাদের মধ্যে অনেকেই ব্রাত্য হলেও সকলে নয়।

এই কবিতাটিতে সমস্যা আছে, আমি সংশোধনের চেষ্টা করবো। আজ আরেকটি কবিতা পোস্ট করেছি। এখানে দ্বিতীয় প্যারায় 'কখনই না আছি ' শব্ গুচ্ছ একটু খাপছাড়া , বাকিটুকু ঠিক রাখার চেষ্টা করেছি। আপনার মন্তব্য পেলে উপকৃত হবো।

পরিশেষে আপনাকে অনুরোধ করবো, মাঝে মাঝে আমার পাতায় পদধূলী দেয়ার জন্য।
আবারো ধন্যবাদ :)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিও না :)
অনেক ধন্যবাদ

আপনাকে না বুঝলে হবে না। আপনি লিখেছেন এখন সারমর্ম আপনাকেই বুঝিয়ে দিতে হবে পাঠকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

নার্গিস জামান বলেছেন: একই জীবন, কারো কাছে চরম আনন্দের, কারো কাছে কষ্টের আবার কারো কাছে অর্থহীন। এই কবিতা না হয় আপনার কাছে অর্থহীনই রয়ে যাক :)
অনেক ধন্যবাদ :)

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সঙ্গে ফেসবুক-বন্ধুত্ব থাকলে কবিতাটি নিয়ে
ব্যাপক আলোচনা করতে পারতাম। ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

নার্গিস জামান বলেছেন: বার ফোন ব্যবহার করি, ফেসবুক নেই :)
খুললে নিশ্চয়ই বন্ধুত্ব করা যাবে :)

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন: আমার কাছে খুব ভাল লেগেছে। নিজের মত বুঝলাম। ভাল লেগেছে। আপনার লেখার একটা স্বকীয়তা আছে। সেটা ধরে রাখুন। আনন্দ পাবেন। আমার মতে কবির লেখা উচিত নিজের মনের মতন, পাঠকের মনে আনন্দ দেওয়ার জন্যে নয়। লেখক নিজের মতন লেখলেই সেরাটা বেড়িয়ে আসে!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আসলে কেন কবিতা লিখি? এটা নিয়েই না হয় আরেক দিন আরেকটা পোস্ট দেব :)

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
ছবি এবং কবিতার পরাবাস্তব আবহ আমাকে ছুয়ে গেল-
কিছু শব্দের বিদগ্ধ ব্যবহার আমাকে মুগ্ধ করেছে;

শুভেচ্ছা!!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
আপনাকেও শুভেচ্ছা :)

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার শিরোনামহীন সিরেজের কবিতা বেশ দুর্দান্ত।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

নার্গিস জামান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু ১৫ নম্বর কবিতাটা অর্থপূর্ণ হয়নি।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

নার্গিস জামান বলেছেন: আমার বেশ কিছু কবিতায় অনেক জায়গায় কিছু দূর্বলতা আছে। কিছু দূর্বলতা ইচ্ছাকৃত। কিছু অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত ভুল গুলো শুধরানোর চেষ্টায় আছি :)
আবারো ধন্যবাদ :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৬

ইসিয়াক বলেছেন: এই কবিতাটি আমি বুঝতে পারছিনা আপু ,আরো বেশি করে পড়তে হবে। সেজন্য মন্তব্য করা থেকে বিরত ছিলাম ।
শুভকামনা জানবেন। আপনি আপনার নিজের মতো করে লিখুন। অন্তত আমি আমার মতো করে বুঝে নেবো। আপনার শব্দ চয়ন খুব সুন্দর । আমি পারি না । আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি।
শুভকামনা জানবেন।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

নার্গিস জামান বলেছেন: ইসিয়াক ভাই, এই কবিতাটিতে অনেক দূর্বলতা রয়ে গিয়েছে। তবে নিচে সেলিম আনোয়ার ভাই যেমন বলেছেন, সময়ের সাথে কিছু ভুল হয়তো কাটিয়ে উঠতে পারবো। :)
আপনি অনেক সৃষ্টিশিল কবি :)
অফুরান শুভ কামনা :)

১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: নার্গিস জামান,





প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ। এই মন্তব্যটি সম্ভবত বড় হয়ে যাবে তাই আপনার ধৈর্যচ্যুতি ঘটে গেলে ক্ষমাপ্রার্থী।
মানুষ একটি “ইগোষ্টিক”প্রানী। নিজের সমালোচনা সইতে পারার মতো মানসিক দৃঢ়তা তার নেই। তাই সমালোচনাতে প্রায় সবাই-ই খেপে যান, হঠাৎ হঠাৎ গুটিকয় মানুষ তার ভালোত্বের কারনে নিরবে সমালোচনাকে হাসি দিয়ে মেনে নিলেও ক্ষোভটা তার ভেতরে থেকেই যায়।
আপনার চতুর্থ কবিতাতেও (আপনার ব্লগে আমার করা প্রথম মন্তব্য) আমি কিন্তু আপনাকে নিরঙ্কুশ প্রশংসা করিনি।ভালো লেখা আর শব্দচয়নও ভালো সে কথা বলেছি।আপনার মন রক্ষা করতে বা আপনার কাছে ভালো হতে আমি “অপূর্ব” এই একখানা শব্দ দিয়ে সে কাজটুকু করতে পারতুম। তা কিন্তু করিনি।কেন করিনি তা আগের মন্তব্যে বলেছি।
লেখা তো যে কেউই লিখতে পারেন ,দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়, কঠিন হলো আপনি কি বোঝাতে চাচ্ছেন তা। বাজারের ফর্দ যিনি লেখেন তার ফর্দটাও কিন্তু লেখাই।যিনি সত্যিকারের লেখেন তিনি কিন্তু সৃজন করেন, শুধু বাক্য গঠন করেন না।আমি এই সৃজনশীলতার কথাই বারে বারে বলে যাই, কেউ শুনুক বা না।

এটা তো মানবেন, ব্লগের পাতা আমাদের দিনমানের খেড়োখাতা? খেড়োখাতায় আমরা হাটি-হাটি-পা-পা করে মনের মাধুরী মিশিয়ে কতোই যে আঁকাবুকি করি! আর আমি বলি কি, আমরা কেউই সব্যসাচী পন্ডিত লিখিয়ে নই ! আমরা অনেকেই একদম আনকোরা, আধোয়া। তাই ব্লগের মাঠে হাটতে হাটতেই আমরা শিখে নেই লেখার কৌশল।
ব্লগের চমৎকারীত্ব হলো , পারস্পারিক মতের আদান প্রদানের অবারিত সুযোগ । এভাবে লেখার আলোচনা-সমালোচনায় আমরা পরিশুদ্ধ হওয়ার একটা সুযোগ পেয়ে যাই। লেখার হাতকে সমৃদ্ধ করতে পারি। অহেতুক প্রশংসার বাক্য সে সুযোগটাকে বানের জলের মতো ভাসিয়ে নিয়ে যায়। সৃজনতা, তখন লেখার নদীর পলিমাটিতে স্থিত হয়ে নবীন দূর্বাঘাস হয়ে ওঠেনা কখনও। প্রশংসার জোয়ারে ভেসে গিয়ে আমাদের লেখার বসতবাড়ী মুখ থুবড়ে পড়ে। কারন, হেমিংওয়ে বলে গেছেন- “ - যিনি যত নির্মম ভাবে তার নিজের লেখা কাটতে পারেন, ছিঁড়তে পারেন, ঘসে ঘসে সাফ-সুতেরো করতে পারেন , তিনি তত বড় লেখক । নিজেকে বাতিল করতে না পারলে , প্রতি মূহুর্তে নিজেকে পেরিয়ে যেতে না পারলে ; সে মানুষ কিছুই সৃষ্টি করতে পারেনা । যে সৃষ্টিধর্মী লেখক নিজের সৃষ্টি সম্পর্কে বিন্দুমাত্রও শ্লাঘা জন্মিয়েছেন, নিজ মস্তিষ্কের অনবধানে হলেও; সেটুকুই তার কবর খোঁড়ার জন্যে যথেষ্ট।”

আমার ধারনা, সৃজনশীল মানুষ কিন্তু অবারিত হয় মানসিকতায়। বই পড়ায় উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি সুন্দর শ্লোগান আছে - “ আলোকিত মানুষ চাই”। আমার কিন্তু “ অবারিত মনের মানুষ চাই”। তাই মাঝে মাঝে সমালোচনার ধৃষ্টতা করি। সমাজে যতোই অবারিত মনের মানুষ তৈরী হবেন, সমাজটা ততোই অবারিত হবে, মধুর হবে। প্রসঙ্গত বলে রাখি - সমালোচনা মানেই কিন্তু শুধু নেগেটিভ দিকগুলো তুলে ধরে কাউকে তুলোধূনো করা নয়, বরং নেগেটিভ দিকগুলো কি করে পজেটিভ হয়ে উঠতে পারে তার পথনির্দেশ।

“একজন নবীন কবি সব কবিতাই ভালো লিখবেন এটা অস্বাভাবিক”,আপনার এমন কথার সাথে আমিও সহমত ।শুধু কবি কেন,যে কোনও নবীন লেখকই পারফেক্ট নন শুরু থেকেই, তাকে পারফেক্টনেসের রাজপথে আসতে হয় অনেক অলি-গলি, চড়াই-উৎরাই পেরিয়ে ।রবীন্দ্রনাথকেও “রবীন্দ্রনাথ” হতে নিজেকে অহরহ ভাঙতে-চুরতে হয়েছে অনেক।

কবিতা তো আসলে নিজের মনের ভেতর থেকে উঠে আসা ব্যাখ্যাতীত এক সন্ধ্যের অব্যক্ত কথামালা। সেখানে “গুরু” লাগার তো কোনও কারন দেখিনে। একজন গুরু আপনার মনের ভেতরে ভীড় করে আসা ভাবনার হদিশ পাবেন কোত্থেকে? তবে হ্যাঁ, মনের ভেতরে শব্দগুলো যখন জীবন্ত হয়ে উঠতে চাইবে তখন তাকে সাফ-সুতেরো করে নৈবেদ্য সাজানোর কৌশল জেনে নিতে হবে পৃথিবীর পাঠশালা থেকে। শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী ।

হ্যাঁ, ভাষা বদলাচ্ছে, প্রকাশভঙ্গিও বদলাচ্ছে। প্রথিতযশারা যা লিখে গেছেন তা-ই ধ্রুব বলে মেনে নিতে হবে এমন কোনও কথা নেই।এসব নিয়ে রবীন্দ্রযুগের বাঘাবাঘা কবি-সাহিত্যিকদের “কাইজ্জা”র কথা জেনে থাকবেন নিশ্চয়ই। রবীন্দ্রনাথ, এমন কি হালের সুনীল পর্যন্ত অনেকের বিরূপ আক্রমন থেকে চিত্রকল্পের কবি জীবনানন্দও কিন্তু প্রথম প্রথম রক্ষা পান নি। আজকাল আর এসব হয়না। সে চর্চা মনে হয়নেই। উঠে গেছে।

কবিতার প্রধান দু’টো গুন থাকে - ধ্বনিময়তা আর চিত্রময়তা। জীবনানন্দের “ আকাশের ওপারে আকাশ ” ভাব প্রকাশের একটি চিত্রময় রূপ। রবীন্দ্রনাথও কিন্তু এই চিত্রময়তায় জীবনানন্দকে ছাড়িয়ে যেতে পারেন নি। আবার ধ্বনিময়তায় রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেনি কেউ। নবীন কেউ এমন করে লিখলে দোষনীয় হবে বলে আমি মনে করিনে। তবে ইচ্ছে মতন কতোগুলি ছোট ছোট লাইন বসিয়ে যাওয়া মানেও কিন্তু কবিতা নয় । যে লোকটা টকাটক এরকম লাইন বানিয়ে দিতে পারেন তাকেই কবি মনে করবেন না। এরকমের লাইনে যার উপলব্দির প্রকাশ নেই, দর্শন নেই, সে কবিতার বোঝা বয় বলদের মতো । অবশ্য যে কোনও লোক যা ইচ্ছে তাই-ই করতে পারেন। এটা মানুষের স্বাধীনতা, তাতে বাঁধা দেয়ার কেউ নেই। যেমন আপনি ইচ্ছে করলেই দশতালার ছাদ থেকে লাফিয়ে নীচে পড়তে পারেন। এই লাফ দেয়ায় কোনও বাঁধা নেই। আশেপাশে কেউ না থাকলে আপনার এই লাফ দেয়া ঠেকায় কে? কিন্তু আপনি তা করেন না। আপনার বুদ্ধিবৃত্তি আপনাকে ঐ কাজটি থেকে বিরত রাখে। আপনার বুদ্ধিবৃত্তির কারনেই আপনি জানেন, এইরকম লাফ দেয়ার পরিনতি কি। ইদানীং এক লোকের ভাইরাল হওয়া বিকৃত রবীন্দ্রসঙ্গীত ইউটিউবে দেখতে পাবেন। সে তার ইচ্ছে মতো সুর দিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে। সে গাইতেই পারে! কেউ বাঁধা দেয়ার নেই। কিন্তু তা কি পাতে তোলার মতো? তা কি স্বাগত জানানোর মতো কিছু?
লেখালিখির বেলাতেও তাই।

আপনার সদ্য পোস্টকৃত কবিতাটি এখনও দেখার সুযোগ হয়নি। তবে তার দ্বিতীয় প্যারায় “কখনই না আছি” শব্দগুচ্ছ মোটেও খাপছাড়া কিছু হয়নি। এর অর্থ তো স্পষ্ট- কখনই নেই বা ছিলুম না।খাপছাড়া হবে কেন ? তবে আগেপিছের লাইনগুলোর সাথে এই লাইনের ধারাবাহিক সম্পৃক্ততাও চেখে দেখা উচিৎ।
বহুল পাঠেই উন্মোচিত হয় তেমন একটি কবিতার বহুরৈখিকতা । বারেবারে পড়তে হয় । তখন আর তাকে গতানুগতিক মনে হয়না । কিন্তু আধুনিক কবিতায় এসবের দেখা খুব একটা পাবেন না । সবটাই যেন বিমূর্ত । যা আছে তা সমসাময়িক কালের রেখাচিত্র । বহুরৈখিকতা নয় । আধুনিক কবিতা নিত্যই ভাঙছে আবার গড়ছেও । সেটা তেমন হাতে পড়লে তবেই !
আর ব্লগের অনেক কবিতায় এর কিছুই নেই, এই সত্যটা কঠিন মনে হলেও “লেখকের স্বাধীনতা” র প্রশ্নে তাকে এড়িয়ে যাওয়াই মঙ্গল।

কবিতার ব্যকরণ নিয়ে আমি মোটেও মাথা ঘামাইনে। বাক্যগুলো সুললিত, ছন্দময় হয়ে দূরাগত ভাব বা জীবনের চালচিত্র তুলে ধরলেই হলো। আপনার জ্ঞাতার্থে, আমার এমন ভাবনা নিয়ে লেখার একটি লিংক দিচ্ছি - “ননেট” - ইচ্ছাবৃত্ত কবিতা !!

আর পাশাপাশি এই দূরূহ কবিতাটিও দেখে আসতে পারেন - “প্রেমবধ”

নতুন বছরের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২

নার্গিস জামান বলেছেন: ব্লগে এরকম সুন্দর ভাবে কেউতো বলে না ।
কষ্ট করে লম্বা মন্তব্য করে অপরকে আলোকিত বা উদ্ভাসিত করার অবারিত আনন্দের স্বাদ সকলে হয়তো নিতে চান না।
দ্বিতীয় লিঙ্কের কবিতাটি আনন্দ পাওয়ার, প্রথমটি ভাবনার নতুন জগৎ খুলে দিলো। বারে বারে পড়তে হবে। :)
অসংখ্য ধন্যবাদ :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জিএস দিক নির্দেশনা মূলক বক্তব্যে কৃতজ্ঞতা । লিখতে থাকুন একসময় হয়ে যাবে কবিতা ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

নার্গিস জামান বলেছেন: ওনার কমেন্টটি কতখানি কাজে লেগেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।
আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

১৬| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৬

ইসিয়াক বলেছেন: শুধুমাত্র মন্তব্যের জন্য এই পোষ্টটি প্রিয়তে রাখলাম ।
নতুন কবিতা কবে পাবো আপু? আমি অপেক্ষা করছি।
শুভকামনা রইলো।

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

নার্গিস জামান বলেছেন: একটু সময়ের অভাব চলছে :)
আজ লেখার ইচ্ছে আছে :)
অনেক ধন্যবাদ ও শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.