নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই - ১৭

০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩



যেখানে সেই ছায়ারা দুঃখ হয়ে
অমল আগুনের শুকনো আভায় গড়ে-
মোমবাতির মৃত শাখা, হয়েছিল অন্ধকার।
তারপরেও আকাশে জানতাম
বুকের তারা গলা অন্যান্য নদীরা
আকাশের কোনো দেবীর বিনুনিটার দিকে
তাকিয়ে পার্শ্বস্বপ্নে হেঁটেছে
ট্রাকের মতোন ।

তিক্ততা এড়িয়ে আগুনের উপর
হৃদয় রেখেছিল আকাশ;
নিস্তেজ অথচ গভীর আকাঙ্খার অকাল রোপণ
সজ্জিত কাঁটাবন এবং
অন্ধকার ফলনের গল্প–

গলিতে অবসন্ন তারার নিভে যাবার প্রমাণ নিবিড়;
কিন্তু উন্মুক্ত এমন অসংগতি
একাকী আর চোখ চেনা নোংরা পথের কাদা,
বহুবার এখানে রাখা পাথরের সুড়সুড় আওয়াজ,
রোদে গলা আমাদের স্বৈরাচারী লতা,
ঘাসের মাথার ছোট্ট প্রতিধ্বনি, এবং পাগলামির
অস্তিত্বহীন খুব বিখ্যাত ভুল বিষ্ফোরণের
নির্লিপ্ত কলকাকলীতে হেঁটেচলা শুয়োপোকার
মতো অকাল প্রতিযোগিতায় অবনত
বন্দী শিলার নীরবতা
এখানে দ্বিগুণ তাহলে আজ।

বুকের কাছের জ্বলজ্বলে জোনাকী
হারালো বুঝি কাদার দিগন্তে
কোথায় হারালো আলো, আমার কাছে নেই।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে আপু।
শুভকামনা।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর কথামালা।
লাইক ;)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলিতে চমৎকার সৃষ্টি,

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল লাগল পড়ে ।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

ভ্রমরের ডানা বলেছেন: বেশ হয়েছে!

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্
চমৎকার লিখনী

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: সুন্দর লিখেছেন আপু

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার শব্দের গাঁথুনি।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

টি ইউ রিয়াদ বলেছেন: ভালো লাগলো

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কবি আলো কোথায় হারিয়েছে আপনাকেই খুঁজে বের করতে হবে, পাঠক এখানে আলোর অপেক্ষায়

০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

নার্গিস জামান বলেছেন: আসুন সবাই খুঁজি :)
অনেক ধন্যবাদ :)

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮

রানার ব্লগ বলেছেন: আলোর খোঁজ আমারও চলছে

০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

নার্গিস জামান বলেছেন: চলতে থাক :)
ধন্যবাদ :)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লেগেছে। তবে কয়েকটি লাইন বোঝার বাইরে থেকে গেছে।

শুভকামনা জানবেন।

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)
কবিতা নারীর মতই; কিছু কিছু জায়গা দেবতারও অবোধ্য থাক না :)
আপনাকেও শুভকামনা :)

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭

আসোয়াদ লোদি বলেছেন: এক কবিতায় এত রূপকের ছড়াছড়ি, এক কথায় অসাধারণ !

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.