নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই -১৯

১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭



মৃত আমি, তবুও আছি, কারো করুণায়, ক্রীড়কের বৈঠকখানায়
হিম রাতে পরমেশ্বর ভগবানের ভাগাড়ে
না দেখা কাব্য কুয়াশায় আচ্ছন্ন;
বিগলিত মোমবাতির আনাচে কানাচে
দেবতার শাপে ক্ষয়ে যাওয়া আকাশে
নিঃসঙ্গ আলোর খুঁজে পাওয়া স্তূপে।

ঝরে যাওয়া বাগিচায় জমে যাওয়া হাত
প্রিয় এই বিদৃতি বুকে রেখেছিলাম সুন্দর কবিতাগুলো
বেঁচে দেখা তবুও অপব্যাখ্যায়, শুকায়ে।

স্বপ্নের যা তুমি ভেঙে করো নীল মতন, দুঃখ-বেদনায়
আলোকে যেমন কোনোদিন জানালে হতে সজ্জিত
পরিচিত মুখ যেমন চলে জ্বলন্ত আলোতে
নন্দিত তুমি নক্ষত্র হলে।

অপেক্ষায় থাকা যতো মানুষের ছিল
এক পুরানো বিকেলে কিছু
ভালবাসার মতো ক্ষেত,
তৃষ্ণার শুকিয়ে মলিন; তবুও জানলাম
ঘরের অবসন্ন বাতাসে
বদলে আরো ভালবাসে নি, নিয়তি ।
দৈত্যের সে লাঙ্গল
তীক্ষ্ম শিশিরের ছুঁচ-সুতো;
তবুও কোনও গাছের অন্তরে
জাগে শীতের মুকুল;
হয়তো আজকাল ভালবাসায়ও ইউরিয়া সার লাগে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

(লাইলাবানু) বলেছেন: সুন্দর লিখেছেন আপনি ।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

২| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো আপু। শুভকামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ:)

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর আবেগের প্রকাশ।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ''হয়তো আজকাল ভালবাসায়ও ইউরিয়া সার লাগে।''
লাইনটা দারুন লেগেছে। পুরো কবিতাটা ই সুন্দর !

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ:)

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঝরে যাওয়া বাগিচায়
অংশটিকে মনে হয়েছে
ভেঙে মোর ঘরের চাবি টাইপের কথা।৷

বিদৃতি
টাইপো কিনা বুঝতে পারি নাই, যেহেতু অর্থ জানি না।

পুরা লেখাটা ছড়ানো বা ঢিলা অর্থাৎ কম্পেকশন কম মনে হইছে। তারপরও কবিই কবিতার নিয়ামক।

৬| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন: আপনি কেমন আছেন আপু? আপনি কি আর ব্লগে আসেন না?

৭| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন: আপনি কেমন আছেন আপু? আপনি কি আর ব্লগে আসেন না?

৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

বলেছেন: Excellent

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.