নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

সেন্টমার্টিন দ্বীপ

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০১

গত মাসের ১৫ তারিখ বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন সেন্ট মার্টিন ঘুরে আসলাম।

ব্লু লেঘুন সিনেমাটি দেখার পর থেকেই দ্বীপ দেখার ইচ্ছা। সেই ইচ্ছাটা সেদিন পুরণ হল।

টেকনাফ থেকে সকাল সাড়ে নয়টায় ঈগলের জাহাজে উঠলাম। ধীরে ধীরে জাহাজ পার হয়ে গেল নাফ নদীর মোহনায়। একদিকে বাংলাদেশ অপরদিকে মায়ানমার। জাহাজ একসময় সব বসতির চিহ্ন মুছে দিয়ে বঙ্গবোসাগরে গিয়ে পড়ল। চারদিকে সমদ্রের নীল জল।

জাহাজ এগিয়ে যাচ্ছে।

প্রায় ঘন্টা দুই পড়েই চোখে পড়ল সেন্টমার্টিন দ্বীপ। দুপুর দুইটার দিকে সেন্টমার্টিনে নামলাম। নারিকেল গাছের সাড়ি। প্রবাল আর সহজ সরল কিছু মানুষ।

অবকাশ বিচে পাক্কা তিনঘন্টা লাফালাফি ঝাপাঝাপি।





কিন্তু কপাল খারাপ ছিল সুর্যাস্ত দেখতে পাইনি আকাশ মেঘে ঢাকা ছিল বলে।

অনেক রাতে বসে রইলাম বিচে।

পরদিন খুব ভোরে উঠে সুর্য উদয় দেখলাম।

ট্রলারে করে গেলাম ছেড়াদিয়া দ্বীপ। যা এক সময় সেন্টমার্টিনের সাথে যুক্ত ছিল।

এক অবাক করা দ্বীপ!

মাত্র একটি পরিবারের সাতজন মানুষের বাস এই দ্বীপে।



স্বপ্নের মতই সুন্দর একটি দ্বীপ।



সেখান থেকে ফিরে আাবারো সাগরে ঝাপাঝাপি



দুপুরে কড়াল, রুপচাদা দিয়ে খেয়ে উঠে পড়লাম ঈগল জাহাজে।

পিছনে পড়ে রইল এক প্রবাল দ্বীপ। যা কেবল হাতছানি দিয়ে ডাকে।



অনেকেই বলে ছিল সেন্ট মার্টিন গিয়ে ভালো লাগবেনা কারণ একা যাচ্ছি। তাদের সব ধারনা ভেঙ্গে দিয়ে অসম্ভব রকম ভালো লেগেছে সেন্টমার্টিন ভ্রমন।

সাথে কেউ থাকলেই বরং তার দিকে নজর দিতে গিয়ে সেন্টমার্টিন দেখা হতোনা । দুচোখ ভরে।



আবারো আমার সমানে নিজেকে মেলে ধরো সব টুকু ভালোবাসা দিয়ে। তোমার সব সৌন্দর্য আরো দেখতে চাই!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১১

মুহিব বলেছেন: দুপুর দুইটার দিকে সেন্টমার্টিনে নামলাম - ???!!! ১২টায়

আমরা ৩ বন্ধু পরিবারের ৬ জন গিয়েছিলাম ২৮ তারিখে। গ্রুপ করে যাওয়াতে আনন্দ বেশীই লেগেছে। আমিও শীঘ্রই কিছু লিখব ইনশাল্লাহ্

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৮

নিঃশব্দ শিশির! বলেছেন: ঠিক আছে দুপুর ১২ টায়। সময় খুব বেশী খেয়াল ছিলনা!
আর সেন্টমার্টিন দেখতে গিয়ে টাইম দেখা হয়নি।

অপনার পোস্টের অপেক্ষায় রইলাম!
ও আজ বান্দরবন যাচ্ছি!

২| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৩

নিয়ান্দার্থাল বলেছেন: সাথে কেউ থাকলে ভালো লাগাটা অন্য রকম হত সত্যি, কিন্তু খারাপ লাগতোনা।

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৯

নিঃশব্দ শিশির! বলেছেন: হয়তবা কখনও কেউ চিলনাতো তাই বুঝি নাই!

৩| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৭

জাতক বলেছেন: চিম্বুকে যাবেন, শহরে রি সুং সং [জল প্রপাত] রেষ্টুরেন্ট এর খাবার উন্নতমানের।
সেন্ট মার্টিন এর ছবি না দেয়ায় লেখাটা অসম্পূর্ণ মনে হচ্ছে, কিন্তু বর্ণনা চমৎকার।

ভাল থাকবেন।

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪১

নিঃশব্দ শিশির! বলেছেন: যে পিসি তে ব্লগ করছি সেখানে ছবি নাই!
আশা করি ছবি পরে সংযোগ করতে পারব!

৪| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৩

আবু সালেহ বলেছেন: ছবি কই??? ছবি দেন....

বর্ণনা চমৎকার.......
আমার যাওয়া হয়নি এখনও!!!


বান্দরবনের চিম্বুক পাহাড়টা দারুন.....চুড়ায় উঠবেন অবশ্যই

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৯

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ আচ্ছা আর কি আছে দেখারমত বান্দরবান আর রাঙ্গামাটিতে!
জানলে একটু বলুন!

৫| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫২

মুহিব বলেছেন: পায়ের নিচে শর্ষে না স্কেটার। খুব ঘুরছেন। সবকিছুর পোষ্ট চাই। আমারও বান্দরবনের শেষ মাথায় যাওয়ার ইচ্চা

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৬

নিঃশব্দ শিশির! বলেছেন: অবশ্যই পাবেন! অপেক্ষা করুন আগে ঘুরে আসি!

৬| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৪

জাতক বলেছেন: লামার বোধি ছড়ায় কোয়ান্টামের একটা রিসর্ট আছে। প্রশান্তিময় একটা জায়গা।

৭| ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৬

ঝড়ো হাওয়া বলেছেন: একাই ঘুরছেন ?
ছেড়া দ্বীপে যাইনি, কতক্ষন লাগে সেখানে যেতে ?
আজ বান্দরবান যাচ্ছেন !! ফুল গিয়ারে আছেন দেখা যায়।
যাত্রা শুভ হোক।

৮| ০৫ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৮

মেসবাহ য়াযাদ বলেছেন: বান্দরবান গেলে জিপে / নৌকায় চড়ে রুমা বাজার, অত:পর দার্জিলিংপাড়াটা ঘুরে আসবেন- সময় সুযোগ পেলে কেওক্রাডং...
মনে থাকবে অনেকদিন.... থাকবেন মিলনছড়িতে...দুর্দান্ত রিসোর্ট...

৯| ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৫

মীর িনজাম উ বলেছেন: বন্ধুসম ছোট ভাই ফিরে এসো আনন্দ ভ্রমন শেষে।

১০| ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৮

মীর িনজাম উ বলেছেন: rifdhkblog

১১| ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫০

শাহানা বলেছেন: মনোযোগ দিয়ে পড়লাম, এটা জানার জন্য আমি কি সেন্ট মার্টিন্সের কোন জায়গা না দেখে ফিরে এলাম। পড়ে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.