![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার বিদ্যুত উৎপাদন করতে চায়, অতি উত্তম বিষয়, !!!
একটা লং মার্চ হচ্ছে!! যাতে সুন্দরবন এর কাছে বিদ্যুত কেন্দ্র না হয়!
তা হতেই পারে, সবারই কিছু না কিছু মতামত থাকতে পারে।
আর লং মার্চ হওয়া মানে এই না যে দেশের একটা অংশ আফ্রিকা হয়ে গেল!!!!!
তবে গত কয়েক দিন ধরে, ফেসবুক, ব্লগে খেয়াল করলাম, অনেকই এই লং মার্চ, রামপাল, সুন্দরবন নিয়ে অদ্ভুত সব তথ্য দিচ্ছে।
তাদের কথায় মনে হচ্ছেম এই পাওয়ার প্লেনটি হলে, দেশে আর কোন অভাব থাকবে না, দেশের মানুষ মাগনা কারেন্ট পাবে!!! উন্নয়নে দেশ ভাসতে থাকবে!!!!!
এছাড়া অনু স্যারকে নানা ভাবে অপমান করার চেষ্টা চলছে!!!
অনু স্যারকে দালাল সহ নানা বিশেষনে বিশেষায়িত করা হচ্ছে!!
তাদের অনেক কেই আমরা চিনি, তাদের পরিচয়ও জানি!!!!!
তা যে কার দালালি করছে সেটাও সবাই বুঝতে পারছি!!!!
সুন্দরবন এর ভিতরে অথবা তা সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে, অথবা সুন্দরবনের আকাশ থেকে ৭২ মিটার উচুতে, যেখানেই হোক
এই অদ্ভূত বিদ্যুত কেন্দ্র বন্ধের দাবি জানাচ্ছি!!!!
৫৬ হাজার বর্গ মাইলে এই দেশে কি জায়গার অভাব আছে!!!
সুন্দরবনেই কেন তা করতে হবে!!!
দেশে অনেক জায়গা আছে, অনেক জায়গা অনেকের পেটের মধ্যে ঢুকিয়ে বসে আছে, এসব জায়গার করা হোক বিদ্যুত কেন্দ্র!!!
আর আনু স্যারকে নিয়ে কথা আজেবাজে কথা বন্ধ করুন, মানুষ আপানাদের চিনে!!!!!!
আনু স্যারকেও চিনে!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
নিঃশব্দ শিশির! বলেছেন: এতো তো বুঝি না!!!!ধন্যবাদ...!!!
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
লুব্ধক০১ বলেছেন: রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরুদ্ধে জনমত যাচাইয়ে 'অনলাইন সিগনেচার ক্যাম্পেইন '। আপনিও যোগ দিন।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
আমাবর্ষার চাঁদ বলেছেন: দেশে অনেক জায়গা আছে, অনেক জায়গা অনেকের পেটের মধ্যে ঢুকিয়ে বসে আছে, এসব জায়গায় করা হোক বিদ্যুত কেন্দ্র..........
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
নিঃশব্দ শিশির! বলেছেন: অনেক জায়গা অনেকেই নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে খাচ্ছে!!!! সেই সব জায়গায় করা হোক !!!
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দরবনের একটা গাছও মরবেনা, বাঘও মরবে না।
বাংলাদেশ এখনো বিদ্যুত ঘাটতির দেশ। দেশটির ৪০ ভাগ লোক এখনো বিদ্যুতহিন। গত৫ বছরে ৩ হাজার মেঃওয়াট থেকে ৮ হাজার মেঃওয়াট বৃদ্ধির পরও ঘাটতি ২ হাজার, দিন দিন চাহিদা বাড়ছে ঘাটতিও বাড়ছে। কারন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ও নতুন সংযোগের সাথে বিদ্যুত উৎপাদন বাড়িয়েও ঘাটতি কমানো যাচ্ছে না। ৬৩টি নতুন বিদ্যুত কেন্দ্র স্থাপিত হওয়ার পরও বিদ্যুত ঘাটতি মেটানো যাচ্ছেনা।
২১ শতকের মধ্যে দরকার ৩০ হাজার মেঃওয়াট বিদ্যুত। এই জন্য ১হাজার মেঃওয়াটের দুটি পারমানবিক বিদ্যুত কেন্দ্রের চুক্তি হয়েছে রাশিয়ার সাথে। ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে রামপালে।
অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলো তে লিখেছেন সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫ কিলোমিটারের মধ্যে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয় না। ভারতের ‘ওয়াইল্ড লাইফ প্রটেকশন অ্যাক্ট, ১৯৭২’ অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয় না।
তিনি ও দুজন ভিআইপি ব্লগার দাবি করছেন আলোচিত বিদ্যুৎকেন্দ্রটির দুরত্ব ১০-১৫ কিমি। অতচ একুরেট দুরত্ব 21.25 km. গুগল ম্যাপের নিখুত স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী। যা ১৫ কিলোমিটার ব্যাসার্ধের চেয়ে অনেক নিরাপদ দুরত্বে আছে
ভারতের 60% বিদ্যুত কয়লা চালিত,
চীনের 70% ভাগ,
মার্কিন যুক্তরাষ্ট্রে 44.9% ,
বাংলাদেশ মাত্র .02 % যা বড়পুকুরিয়ায়, রামপাল চালু হলে 3% হবে মাত্র।
একটা পোষ্ট লিখেছি, তার কিছু অংশ দিলাম
Click This Link
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
নিঃশব্দ শিশির! বলেছেন: সরকারি হিসেবেই সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার!!! আর আপনি গুগল আনলেন কোথা থেকে!!!!
দেশে জায়গার কি অভাব আছে!!! সেখানে না করে সন্দর বনের কোল ঘেষে কেন!! প্রশ্ন সেটাই!!!
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
ধানের চাষী বলেছেন: আনু স্যারের বদনাম কইরা স্যারের তিল পরিমাণ অবদানের কথাও কেউ মুছতে পারবে না।
আরেকজন তো স্যাটেলাইটের হিসাব নিয়া বসছে। যেখানে বিদ্যুতকেন্দ্র নির্মাণের সাথে জড়িত ব্যক্তিরাই বলছেন যে রামপালের বিদ্যুতকেন্দ্র থেকে সুন্দরবনের দূরত্ব ১৪ কিমি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই , একজন আনু মোহাম্মদ হতে , অনেক সময় লাগে, অনেক লোভ ত্যাগ করতে হয়, !! আর একজন আর্ন্তজাতিক দালাল লোভ থাকতে হয়। অতি লোভ,,,,!!!
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৭
একাকী বাংলাদেশি বলেছেন: ভাইরে এত দুঃখ কইরেনননা। আমাদের শরীরে মীর জাফর আর রাজাকারের রক্ত তো তাই এত প্রকাশ্যে দালালি করতে একটুও শরম করে না
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
নিঃশব্দ শিশির! বলেছেন: নারে ভাই!!!!!!!! দুঃখ করি না, সুখে হাসি,,,,!!!
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ......তাদের অনেক কেই আমরা চিনি, তাদের পরিচয়ও জানি!!!!!
তা যে কার দালালি করছে সেটাও সবাই বুঝতে পারছি!!!!
তাদের অন্ধ দালালী মনে করিয়ে দেয় ১৭৫৭র মিরজাফরের কথা!
শুধু জায়গাইতো নয়- চুক্তির কোন অংশটা বাংলাদেশের অনুকূলে?
বিনিয়োগ ঋন পরিশৌধ এভং ল্যভ্যাংশ সব ক্ষেত্রেইতো তারা দুধের সরটুকু খৈয়ে যাবে চুক্তি!
সুন্দরবন তো বাঁচাতেই হবে।
পাশাপাশী বাংলাদেশের স্বার্থহানিকর এই অসম চুক্তিও বাতিল করতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
একাকী বাংলাদেশি বলেছেন: ধুমপান কোনভাবেই বন্ধ করা যাবে না। ধুমপানের কারনেই লক্ষ লক্ষ ধুমপায়ী টেনশন থেকে মুক্ত থেকে জিডিপি'তে অবদান রাখছে, হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে, সরকার প্রতিবছর শুল্ক পাচ্ছে। কাজেই আজ থেকে আপনার ছেলে-মেয়ে থেকে শুরু করে সমাজের সবাই'কেই ধুমপানে উৎসাহিত করুন, দেশের উন্নতিতে অবদান রাখুন। আর হ্যাঁ আপনার ফুসফুসের কোন ক্ষতি হলেও সমস্যা নেই, আমরা আপনাকে একটি করে কৃত্তিম ফুসফুস দিবো।