![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের পথিক তুমি,আমি,সে,আমরা,তোমরা
প্রান্তিক-মধ্যবিত্ত-উচ্চবিত্ত সকলেই৷
অনিশ্চিত যাত্রা আমাদের৷
চিরকাল নিশ্চিন্তে দিনাতিপাতের আশায়
অস্বস্তির পোটলা হৃদয়ে বেঁধে হেটেই চলি৷
সংসার সমরাঙ্গনে কোথায় একটু বটের ছায়া মিলবে
সেই জন্যেই তো এত আকুলি বিকুলি৷
উদাসি জীবনে বেমালুম বিষণ্নতাকে পেছনে ফেলে
কেনইবা কোলেপিঠে এত ভার নিয়ে সামনের দিকে দুর্বার যতিহীন গতিতে এগিয়ে চলি!
কোন সুখ পাখির ডাকে স্ত্রী,পুত্র নিয়ে সংসার সাজাই?
কোন সে লোভের টানে অকূল পাথারে মুক্তা আনতে যাই?
অন্ধকার জীবনে আলোর জন্য এত ছটফটানি!
নিশ্চিন্তের আশায় কেন অনিশ্চিতের পথে যাত্রা আমাদের?
হায়রে!বোকা মানবকূল৷
লেখক:নাসিম আহমদ লস্কর!
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিতার চিত্রকল্প ভাল কিন্তু ছন্দ উপমা অনুপ্রাসের বালাই নাই। তবুও ভাল । ধন্যবাদ।।