![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের অশুভদেয়ালের আস্তরণ চুরমার করে
সূর্য নামে বাংলার বুকে৷
কালো রাত্রির আচারভ্রষ্ট,স্বৈরী স্বপ্ন
লাশের গন্ধ বুকে চেপে
প্রান্তিক জীবনে শোণিত স্বপ্নীল আলোকরেখা ছড়ায় ৷
শহর-পল্লী,কাদা-পলি,আকাশ-বাতাস
মাঠ-ঘাট, উচ্চ-প্রান্তিক,শুদ্র -ব্রাহ্মণ,
কোকিল-কাক,চামার-তালুকদার,দ্বিজ-মহাদ্বিজ,
অট্টালিকা -মৃত্তিকা,সখি-সখা,প্রেমিক -প্রেমিকা,
বালক-বালিকা, যুবক-যুবতী,
প্রৌঢ় -প্রৌঢ়া, জ্যৈষ্ঠ -কনিষ্ঠ
সকলের বুকে জাগরণ জাগায়
হুতোম তাড়ায় ৷
নিয়তির সাথে একি ইয়ার্কি, ঠাট্টা, মশকরা!
হুতোম নাকি চোখ রাঙায়৷
ভয় দেখায়,মারণাস্ত্রের নল দেখায়,
চোখ পাকায়,ত্রাশের রাজত্ব কায়েম করতে চায়৷
তবু সূর্য দমেনা,
তপ্ত বুকে যণ্ত্রণা চেপে রেখে
মুক্তির অস্ত্র থাবায়
যুক্তির নল ধারায়,
সামনের দিকে যতিহীন গতিতে এগোয়৷
একসময় রাতের আয়ু ফুরায়
হুতোম পালায়,
সূর্য তাঁর আপন ভুবন ফিরে পায়৷
লেখক:নাসিম আহমদ লস্কর
তাং:৹৩-০৩-২০১৬খ্রি:
২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৪
সাগর মাঝি বলেছেন: চমৎকার পোষ্ট।
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০
নাসিম আহমদ লস্কর বলেছেন: ধন্যবাদ আপনাকে ৷
৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এত এত কমা সেমিকোলনের কোনই প্রয়োজন পড়ে না আধুনিক কবিতায় তবে কবিতা ভালোই লাগল।
৫| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
নাসিম আহমদ লস্কর বলেছেন: ধন্যবাদ ভাই৷মনোযোগ দিয়ে কবিতা পড়ার জন্য৷
৬| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
জুন বলেছেন: ভয় দেখায়,মারণাস্ত্রের নল দেখায়,
চোখ পাকায়,ত্রাশের রাজত্ব কায়েম করতে চায়৷
তবু সূর্য দমেনা
সুর্য্যরা কখনো দমেনা নাসিম আহমেদ লস্কর । সুন্দর কবিতায় প্লাস
+
৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উত্তর লেখার সময় কমেন্টকারীর বামে প্রথম তীর চিহ্ণ আছে তাতে ক্লিক করার পরে উত্তর লিখবেন।
৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪
নাসিম আহমদ লস্কর বলেছেন: মন্তব্যকারী সকলকে জানাই শুভেচ্ছা ৷আপনাদের মন্তব্যে আপ্লুত হলাম৷
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:২১
নাসিম আহমদ লস্কর বলেছেন: চমতকার