নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন জীবনের জন্য, সাহিত্য জীবনের অর্থ বোঝার জন্য৷

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ার সন্ধানে

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

বসন্তের বিদায়ক্ষণে বৈশাখের আহ্বানে
গর্জে উঠে আকাশ নতুনত্বের কুহুতানে,
পুরনো জোনাকতলা উল্লাস করে
নতুন জোনাকের সঙ্গ পেয়ে৷
প্রৌঢ়া প্রকৃতি যৌবনাবতী সেজেছে
বৈশাখের সংসর্গে রাত্রি যাপন করে৷
'দিগদিগন্তে ঢাকঢোল বাজে
বৈশাখের সুমধুর কূজনে৷
বেসুরী সুরওয়াল সুর তোলেছে
বৈশাখী প্রেমিকার প্রেমিক সেজেছে
হাতে সানাই নিয়ে,যেন যাবে
ফুলশয্যার বাসরে,জোনাক জ্বলা সন্ধ্যার পরে ৷
রমনার বটমূলে দোয়েল পুচ্ছ নাড়ে
শালিক কিচিরমিচির গান ধরে
কোকিল কুহু কুহু করে কাঁদে
তার সঙ্গীনি বসন্তকে বিদায় জানিয়ে৷
সখি-সখা হাত ধরে দূরে চলে
রমনার বটমূলে নির্জনে বসে কথা বলে,
আমি অগোছালো কবিতার মোচড়ানো পাতা হাতে
নিয়ে
নদীতীরে যাই প্রিয়ার সন্ধানে ৷
নিঃসঙ্গতার আঁধারে ভরা এ জীবন-মন
গিয়েছ চলে ছারখার করে হৃদয় বন৷
জারুল তলায় মুখোমুখি বসব না আর দুজন
একাকি সঙ্গীহীনতায় কান্দে এ দেহ-মন ৷
লেখক:নাসিম আহমদ লস্কর
তাং:২১শে মার্চ ২০১৬খ্রি:

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.