নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন জীবনের জন্য, সাহিত্য জীবনের অর্থ বোঝার জন্য৷

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর › বিস্তারিত পোস্টঃ

সেই কবেকার দেখা

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০


সেই কবেকার দেখা
হৃদয়ের নিবিড় কথোপকথনে জেনে
নিয়েছিলাম পরস্পর মনের বার্তা
প্রেম প্রদীপ জ্বালিয়ে কাটিয়েছিলাম
কত কৃষ্ণকালের সন্ধ্যা৷

হৃদয়ের গহীন পথে হাটতে হাটতে
হয়েছিলাম তোমার সাম্রাজ্যের রাজা
যৌনতার উদ্দামতা চেপে ধরে
নিজেকে করতাম প্রেম সাম্রাজ্যের কর্তা
বসতাম দুজনে জোছনা মাখা রাতে
একাকি নিরিবিলি ঐ ছাদের কার্ণিশে হরহামেশা৷

বেরসিক প্রেমিক হয়ে চোখে আলতো চেপে ধরে
হাতের নরম তুলতুলে তালুতে
ছোঁয়োছুয়ি করে
পরিয়ে দিতাম বালা কঙ্কণ
নুপুর পায়ে৷

অস্তিত্বের সজীব আকাশে উড়াতাম তোমাকে
সৌন্দর্যের পায়রা করে
নাবিক হয়ে জাহাজ বাইতাম মিলন সাগরে
চুম্বনের গভীর চুমুকে
উষ্ণ করে নিতাম নিজেকে৷

রাত জাগতাম এক নীড়ে
টুনা টুনি হয়ে
পৃথিবীর অমৃত সুধা পান করে করে
খড়়কুটোর বাসর সাজাতাম
যুগল চাতক হয়ে৷

শান্তির পায়রা হয়ে চলতে হেলেদুলে
প্রিয় পাখির তুলতুলে উষ্ণ নরম বুকে
মেঘবালকের একান্ত আপন বালিকা হয়ে
উড়ে উড়ে বেড়াতে
হৃদয় পায়রা বন্দরে৷

উতলা মনের মানমন্দিরে চাওয়া পাওয়ার
হিশেব করতে করতে
কখনো যোগফল মিলত ধণাত্মক,কথনো ঋণাত্মক
কখনোবা শুন্যতে৷

সেই কবেকার কথা
হাজারোক্ষণ পরে পড়ছে মনে
আজ নেই আর তুমি হৃদয়ের বন্দরে৷
এখন আর উড়না অাকাশে
পায়রা হয়ে
বসনা মুখোমুখি সুরমা নদীর তীরে৷

আজ দেখি সবই নিরর্থক
সবই ঋণাত্মক
সবই বিপরীতার্থক
এটাই কি জীবনের প্রচ্ছদ?

লেখক:নাসিম আহমদ লস্কর
একাদশ শ্রেণি,ইছামতি ডিগ্রি কলেজ
জকিগঞ্জ, সিলেট৷
তাং:১০·০৪·২০১৬ ইং৷

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লিখছেন,চালিয়ে যান আরও ভাল হবে,শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.