![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি নির্বাসিত হও
শীতের পরে বসন্ত আসবে না
শীত আর গ্রীষ্মের পালাবদলই
কেবল থাকবে; বসন্ত-শরৎ-হেমন্তের
দুয়ার বন্ধ হয়ে যাবে৷
দক্ষিণের দুয়ার খুলে কিছু পাবো না৷
সুনসান নীরবতা নয়তো হৈ-হুল্লোড়-চিৎকার
ছাড়়া জীবন খাতায় কিছু থাকবেনা৷
আলোমাখা চাঁদ জীর্ণশীর্ণ হয়ে যাবে;
ভরানদী আপন স্রোত হারাবে৷
তুমি যদি নির্বাসিত হও
গোছানো জীবন বৈরাগ্যরূপ ধারণ করবে
কোলাহল আর গোপন ভাবনা থেমে যাবে
থেমে যাবে সাস্টের এক কিলো যাত্রা
থমকে যাবে কাজীটুলা, নয়াসড়ক, চৌকিদেখী
কিংবা আরো অনেক অলিগলি রাস্তার দৌঁড়ঝাঁপ৷
তুমি যদি নির্বাসিত হও
স্বপ্ন আর সুখের সন্ধান করবেনা
সন্ন্যাস জীবন হয়ে যাবে
মুক্তির একমাত্র উপায়৷
তুমি যদি নির্বাসিত হও
কবিতার ডায়েরিতে ঘুণপোকার
বসবাস হবে; ফেইসবুক প্রোফাইলে
ঝুলবে গালে হাত দেয়া ছবি৷
মৌচাকে মৌয়াল পাবেনা
এতটুকু মধুর সন্ধান৷
যদি ইচ্ছে হয়!
একবার নির্বাসিত হয়ে দেখে নিও
জীবনের বাতিঘরে কেমন
আন্ধার ঘনিয়ে আসে৷
মৌচাক, শিবগঞ্জ, সিলেট৷
তাং: ২৫/১০/২০১৮ খ্রি.
০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
নাসিম আহমদ লস্কর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।