নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন জীবনের জন্য, সাহিত্য জীবনের অর্থ বোঝার জন্য৷

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর

নাসিম আহমদ লস্কর › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি নির্বাসিত হও

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

তুমি যদি নির্বাসিত হও
শীতের পর বসন্ত আসবে না
শীত আর গ্রীষ্মের পালাবদলই
কেবল থাকবে; বসন্ত-শরৎ-হেমন্তের
দুয়ার বন্ধ হয়ে যাবে৷
দক্ষিণের দুয়ার খুলে কিছু পাবো না।

সুনসান নীরবতা - নয়তো হৈ-হুল্লোড়-চিৎকার
ছাড়া জীবন খাতায় কিছু থাকবেনা৷
আলোমাখা চাঁদ জীর্ণশীর্ণ হয়ে যাবে;
ভরানদী আপন স্রোত হারাবে।
তুমি যদি নির্বাসিত হও
গোছানো জীবন বৈরাগ্যরূপ ধারণ করবে
কোলাহল আর গোপন ভাবনা থেমে যাবে
থেমে যাবে সাস্টের এক কিলো যাত্রা
থমকে যাবে কাজীটুলা, নয়াসড়ক, চৌকিদেখী
কিংবা আরো অনেক অলিগলি রাস্তার দৌঁড়ঝাঁপ।

তুমি যদি নির্বাসিত হও
স্বপ্ন আর সুখের সন্ধান করবেনা
সন্ন্যাস জীবন হয়ে যাবে
মুক্তির একমাত্র উপায়৷
তুমি যদি নির্বাসিত হও
কবিতার ডায়েরিতে ঘুণপোকার
বসবাস হবে; ফেইসবুক প্রোফাইলে
ঝুলবে গালে হাত দেয়া ছবি।
ভালোবাসার মৌচাক মধুশূন্য হবে।
যদি ইচ্ছে হয়!
একবার নির্বাসিত হয়ে দেখে নিও
জীবনের বাতিঘরে কেমন
আন্ধার ঘনিয়ে আসে।

লেখক: নাসিম আহমদ লস্কর
শিক্ষার্থী; বিবিএ প্রোগাম (১/২)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.