নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসিম হায়দার

hjvhgcfyhcfhvjhvjhvjhyytxhgchghhhhhhkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkdutdfuyfuyfgiyসেলফ এমপ্লয়ি। রাজনৈতিক সচেতন। সমাজের সকল অন্যায় অপরাধের বিপক্ষে একদিন সততা আর সত্য জয়ী হবে এই স্বপ্ন দেখি।

নাসিম হায়দার › বিস্তারিত পোস্টঃ

হিরক রাজা/সেলুকাসের বাংলাদেশ ঃ টি এস সি, কার ওয়ান বাজার অতঃপর

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩

অদ্ভুত দেশের এক অদ্ভুত সময়ে বাস করছি এখন আমরা। আমরা এখন ডিজিটাল বাংলাদেশের নাকি নাগরিক, সত্যি নাকি?

আমার জানা মতে বর্তমানে প্রায় ৩৫ ঊর্ধ্ব বেসরকারি টি ভি চ্যানেল আছে বাংলাদেশে। থাকাটা ভালো। এই মিডিয়া গুলোই এখন যত সমস্যা। কারন সব কিছু লাইভ দেখায় আর প্রমান রেখে দেয়।
এই বছর পহেলা বৈশাখে টি এস সি তে যে ন্যাকার জনক ঘটনা যেই সমস্ত নর পশু রা ঘটিয়েছে তারা এখন নিশ্চয়ই বগল বাজাচ্ছে। কারন সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই বলছেন ঐখানে কোন নারীর বস্ত্র হরন হয়নি, যৌন হয়রানিও নাকি হইনি। মাশা আল্লাহ, ভাল কথা কিন্তু আমরা মিডিয়া তে সোশ্যাল মিডিয়া তে এবং প্রত্যক্ষ দর্শী দের বক্তব্য ত শুনছি ভিন্ন।

সর্ব শেষ বিশ্ববিদ্যালয়ের ট্রে জারার সাহেব নাকি বলেছেন- রাত ৯ টার পর মেয়েরা অখানে যায় কেন? উনার কোন আত্মীয় যদি এই রকম ঘটনার শিকার হতেন তাহলে কি উনি একি কথা বলতেন? নারীর অধিকার, খমতায়ন কত কিছু নাকি বর্তমান সরকার করছেন- এই বুঝি নারীর অধিকার রক্ষার নমুনা। আল্লামা শফি সাহেবের তেতুল তত্ব নিয়ে যারা খুব সরব ছিলেন তারা এখন চুপ, কারন এই ঘটনায় ত সরকারের দালালী করার সুযোগ কম তাই উনারা এখন অন্য ব্যাপারে এন গেইজ।

এখন সত্য জানতে হলে আওয়ামী লিগের সুরঞ্জিত বাবু, হাসান সাহব, পুলিশের আই জি সাহেব উনাদের কাছে যেতে হবে। কারন আমরা মিডিয়া তে যা দেখি পেপারে যা পড়ি তার ত সবি উনারা অস্বীকার এবং ভুল মিথ্যা বলে চালান।

কার ওয়ান বাজারে বিএন পি চেয়ার পারসন তাবিথ আওয়াল এর পক্ষে নির্বাচনী প্রচারণায় গেলেন। উনি সরকারের কোন পার্ট নন। সং সদের বিরোধী দলেও নাই। তাই উনি আইন অনুযায়ী কোন অন্যায় করছেন না। এই ব্যাপারে কোন কিন্তু যদির অবকাশ নেই। খালেদা জরে আক্রান্ত সরকার এবং সরকারের পরোক্ষ উস্কানি মুলক বক্তব্য এবং এর পর ঐদিন কার ওয়ান বাজারে যা ঘটেছে এবং আমরা মিডিয়া তে ও পরদিন পত্রিকা তে যা পড়লাম তার সবটাই নাকি মিথ্যা নাটক! এই দেশে এই সরকার নোবেল বিজয়ী কে অপদস্থ দমন করতে পারে , তিনবারের সাবেক প্রধান মন্ত্রী র গাড়ী বহরে হামলা করিয়ে নাটক বলে চালাতে পারে বলে এখন আর দেশ টা কে অন্য কিছু নয় বরং হিরক রাজা বা সেলুকাসের দেশ বলেই মনে হয়।
বিএন পি চেয়ার পারসন কারো পক্ষে প্রচারণা করলে সরকারের ভয় বা ক্ষতি কি হতে পারে? হ্যাঁ পারে- সেটা হচ্ছে জনগন সরকারের প্রোপ্যাগান্ডা বিশ্বাস করে না এবং খালেদা জিয়ার প্রচারণাতে জনগন সাড়া দিচ্ছে, এমত অবস্থায় দলের বেহাল প্রার্থী দের বেনিফি ট দিতে সরকার গুণ্ডামি মাস্তানি ছাড়া আর কিইবা করবে? কিন্তু তাই বলে দেশের শীর্ষ ভি ভি আই পি দের সাথে এই রকম কাজ করানোতে সরকারের কি লাভ না ক্ষতি টা বুঝার মনে হয় কেও সরকারে নাই। স্বৈর তান্ত্রিক দেশে এইগুলো বুঝাতে সরকারে কেও থাকেনা।

তবে বিজ্ঞানী নিউ টনের মধ্যা কর্ষণের তৃতীয় সুত্র টা যেন কেও আমরা ভুলে না যাই। দেশটা আমাদের সবার।মত বিশ্বাস যার যার। রাজনীতি হিংসা নয় দেশ গড়ার দেশ সেবার ক্ষেত্র। লুটপাট গুম খুন বিরোধী মত মত দমন আর মানুষ মারার পেশা হতে পারে না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.