![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[অপ্রাপ্তবয়ষ্কদের জন্যে নয়। এখানে অপ্রাপ্তবয়ষ্ক বলতে বিদা, পাদা এবং ভাদাদের বোঝানো হয়েছে। অর্থাৎ বিলাতি দালাল, পাকিস্তানি দালাল এবং ভারতীয় দালাল]
সুস্থ মস্তিষ্কের সকল মানুষই গালির ব্যবহার করে থাকেন, কেউ প্রকাশ্যে আর কেউবা মনে মনে।
মনের ব্যাথা উপসমের একটি উত্তম ঔষধ হচ্ছে খিস্তি-খেউড়-গালি।
এই গালি নিয়ে পূর্বে অনেকেই গবেষণা করেছেন।
সম্প্রতি আইসিসি'র একটি গবেষক দল এ নিয়ে তাঁদের রিপোর্ট প্রকাশ করেছে। দলের সদস্যরা হচ্ছে- ইংল্যাণ্ডের স্যার উইলিয়াম খিস্তি, নাপাকস্থানের শাহজাদা গালিবাজ এবং ইণ্ডিয়ার কোহলি খেউড়।
তারা সকলে দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছে, গালি হচ্ছে মনোব্যাথা নিরসনের একটি উত্তম মাধ্যম।
আসুন, সকলে মিলে মনোব্যাথা নিরসন করি আমরা।
ওরে, তরা কান খুইল্যা শোন...
তরা সব্বাই ‘জাউর্গা ফোআ’।
জাউর্গা ফোআ.
জাউর্গা ফোআ..
জাউর্গা ফোআ...
জাউর্গা ফোআ....
[‘জাউর্গা’ মানে জারজ আর ‘ফোআ’ মানে সন্তান। ইহা একটি চিটাইংগা গালি]
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬
নাসিরউদ্দিনখান বলেছেন: ক্ষতিগ্রস্তভাই, আমি কোন প্রেম নিবেদন করিনি, প্রতিবাদও জানাইনি।
গালি দিয়েছি।
আমি কারো সমর্থন চাইনি কিংবা কোন তৃতীয়পক্ষ বিপক্ষে গেলে সেটাও আমার চিন্তান বিষয় নয়।
ছাগু বলেন আর যাই বলেন, আমি গালিই দিয়েছি।
জাস্ট গালি।
২| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৮
সরদার হারুন বলেছেন: আমার মাথায় কিছু ধরে না । বুঝিনা ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
ক্ষতিগ্রস্থ বলেছেন: বদ্দা, যতই বিলাতি দালাল আর পাকিস্তানি দালাল বলেন, সাথে ভারতীয় দালাল যুক্ত করেছেন মানে আপনি আসলে ছাগু। না, আমি কোন ট্যাগিঙ করছি না, কিন্তু ব্লগে এটাই বাস্তবতা।
বাংলাদেশিমাত্র আইসিসি-র জঘন্য আমপায়ারিং দেখে মর্মাহত হয়েছে, সেইখানে দেশপ্রেমে আমরা সবাই এক কাতারে। কিন্তু খিস্তিখেউরে সমর্থন জানাতে পারিনা, বড়জোর আড্ডায় মানা যায়। খিস্তিখেউর ছাড়াও প্রতিবাদ করা যায়, আমাদের সেই সভ্যতার পথে হাটাটাও জরুরি। গালিবাজদের কেউ পছন্দ করে না, তৃতীয় পক্ষ সত্যাসত্য যাচাইয়ের আগেই আমাদের গালিবাজি দেখে বিপক্ষে যাবে। ধন্যবাদ।