নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

মা -সকল মায়ের জন্য[স্বপ্নবাজ অভি ওআমিনুর ভাইদের দলে আমরা]

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

জটরের আবদ্ধে কেটেছে কাল সযতনে

বেড়েছে শরীর ,অবচেতনে

বোধহীন মানব স্বত্তায়।

কষ্ট আর নির্ঘুম প্রহর কাটিয়েছ

ভেবে শুধু আমার আগমনে

নয়টি মাস করেছ পার

কল্পনায় আমার ছবি এঁকে।

তীব্র যন্ত্রনায় কুঁকড়ে উঠেছ কতবার

তবু আমায় পাওয়ার আশে

ধৈর্যের প্রাসাদ বানিয়ে বুকে

চলেছে তোমার ভেতরে কান্না হাসির খেলা।

কখনো কেঁদেছ যন্ত্রনায়

হেসেছ আমায় দেখবে ভেবে।

অতঃপর প্রতীক্ষা পেরিয়ে

এলাম ধরায় তোমার কোল ঘিরে

তোমার স্নেহ আর ভালবাসাকে দখল করতে।



















অভি ও আমিনুর ভাইকে অভিন্দন,আমরা সবাই ভালর দলে।শুভ কামনা

আপনাদের জন্য।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:



কবিতায় +++


পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

নাসরীন খান বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!

ভাল লাগল।
+++

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

নাসরীন খান বলেছেন: শুভাশীষ থাকল।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯

শ্যামল জাহির বলেছেন: দারুণ!
শুভ কামনা।


২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

নাসরীন খান বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিনুর রহমান বলেছেন:



কবিতায় +++


পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

নাসরীন খান বলেছেন: শোকরীয়া পাশে রাখার জন্য।ভাল থাকবেন ,মন্দের সাথে ণো কমপ্রমা....জ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫২

দি সুফি বলেছেন: কবিতা পড়ি নাই, তারপরও ++++

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

নাসরীন খান বলেছেন: পড়ে + দিলে অারো খুশি হতাম।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মা নিয়ে কষ্ট সম্ভবত সফল।

গত কয়েকদিন গুগলে মা, এম এ লিখৈ সার্চ দিয়ে দেখেছি অন্য সকল মন্দকে হটিয়ে শুধু "মা" সর্বপ্রথমেই আসছে :)

ধন্যবাদ স্বপ্নবাজ অভি এবং আরো সকলে যারা এই সুবিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছেন।

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

নাসরীন খান বলেছেন: সকলের অংশগ্রহনে সম্ভব সব ভাল কাজ করা।দেশের সকলে যদি ভাল হত অার ভাল চিন্তা করত তো দূরগতি থাকত না কোথা। রাজনীতিতে কলংক থাকত না।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: সুন্দর !!!

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

নাসরীন খান বলেছেন: onek donnobad sumon vai,valo takben asa korchi.

৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

হাসান মাহবুব বলেছেন: এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। অনেক শুভকামনা।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

নাসরীন খান বলেছেন: sokoler sommilito prosestai je kunu valo kaj houa somvob.suvokamona apner jonnou.

৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

একজন আরমান বলেছেন:
প্রথমের লাইনগুলি পড়েই মুগ্ধ।

সকল মায়ের জন্য শুভকামনা।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

নাসরীন খান বলেছেন: অনেক শুভকামনা অাপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.