নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম থেকে প্রজন্ম

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

বার্ধক্য আর জরায় নুয়ে পড়া কুজ

ক্ষীণ দৃষ্টিতে তবু বুঝে নাও

আমাকে টাহর করে

এমনি করে একে একে ধুঁয়াটে হয়েছে

সব চাওয়া পাওয়া

এপ্রান্তে এসে হিসেব কষছ নিরেট

মগজে জমে থাকা স্মৃতি গুলো

আজো খেলে অবিরত অম্লান বদনে

গুণে গুণে বার,দিন তেমনি বল ঠিক



সেই কবে !দাদা গত হয়েছেন

সাজে সাজে তেমনি সাজানো

স্মৃতিকথারা বিদ্রূপ করেনি

নির্ভুল বলে যাও আজো

কততে পড়েছে,আশি কিংবা নব্বই

যাই হোক তবুও সচল স্মৃতির চাকা

দেয়ালের পলেস্তার খসে পড়েনি কোথাও

শুধু রংটা ফিকে হয়েছে মাত্র



এমন করে কাটবে কি আমার দিনগুলি !

আমার চিন্তায় এখনিই হাজারো ভাইরাস

এন্টি ভাইরাসেও শেষ হয় না

সমস্যার অভেদ দলিলে শরীরের কোষেরা

আহত কিংবা মৃতপ্রায়



যতবার দেখি তোমাকে বিস্মিত হই

সুক্রিয়া স্রষ্টার চালিকা শক্তিকে।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

বেলা শেষে বলেছেন: যতবার দেখি তোমাকে বিস্মিত হই
শুকরিয়া স্রষ্টার চালিকা শক্তিকে।।
...beautiful, truth....

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১২

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।সত্যি বিস্মিত ।

২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: ভালোই লাগলো। তবে কয়েকটা বানান ভুল আছে। ঠিক করে নিয়েন।

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

নাসরীন খান বলেছেন: onek donnobad .banan thik korlam.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.