নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাহত এক কবি

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

দুচোখে বাঁধনখানি শক্ত গেড় দেয়া
টাহর হচ্ছেনা কিছু,কোথায়, কোনবেলা এখন
ক্ষুধায় পেটে যন্ত্রনা ,মাথায় শুধু একটাই চিন্তা
বর্বরগুলো আমায় বাঁচতে দেবেতো ?
মায়ের মুখটা দেখতে পাচ্ছি যেন
গলা ফাঁটিয়ে চিৎকার করছি একটু পানি দাও,
একটু পানিও জুটেনি,
এখন কোন ওয়াক্ত ?নামাজ ছাড়িনি এর আগে
জানিনা কাযা করতে পারব কিনা ।
আমি গ্রামের এক স্কুলশিক্ষক
সত্য আর মানবতার কল্যাণে কবিতা লিখি
ছাত্ররা আমার একমাত্র শ্রোতা
ব্যাস ,এইটুকুই আমার অপরাধ।
কবি বলে আমি নাকি নাস্তিক
খোদাকে ভালবেসে আমার নামাজ
সেগুলি কি বৃথা তবে?
আমার চোখ খুলে দেয়া হল
ভাবলাম ওদের দিলে রহম হয়েছে
হাত দুটোকে পাথরের উপর রাখতে বল্ল
পরক্ষনেই চোখে অন্ধকার দেখলাম
তারপর আর মনে নেই ।
চোখ খুলে দেখলাম হাতে ব্যান্ডেজ
এক মাঝি আমায় নদীর তীরে পায়
নৌকোয় তুলে ডাক্তারের এখানে ।
প্রাণে বাঁচলেও কবিতারা চিরতরে
হারিয়ে যায় আমার বুক থেকে।
যুদ্ধ করিনি মানসে এঁকেছিলাম
স্বাধীনতার জলছবি,দেশটাকে ভালবেসেছিলাম
কবিতার পাতায়।
কবিতাকে উৎসর্গ আর বিসর্জন করেছি স্বাধীনার জন্য
আর আমার হাত দুটোকেও ।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

প্রেম এবং শূণ্যতা বলেছেন: এক কথায় , অসাধারন

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

নাসরীন খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার, হৃদয় বিদারক সঙ্গে দেশের জন্য আত্মত্যাগের জ্বলন্ত উদাহরন। কবিকে ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

নাসরীন খান বলেছেন: শুভ কামনা থাকল।

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর! কী খবর?

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

নাসরীন খান বলেছেন: হ্যা ,অনেক দিন পরই

৪| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০

নাসরীন খান বলেছেন: ভাল লাগল,ধন্যবাদ কল্লোল ভাই।

৫| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: অনেক ভাল কবিতা।
++++

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

নাসরীন খান বলেছেন: অনেক শুকরিয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.