নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৫

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/nasubest/nasubest-1466401532-18fcf40_xlarge.jpg

কাল রাত আড়াইটায় লিখা বাবাকে নিয়ে আমার কবিতা
সবচেয়ে মজার বিষয় হল আমি জানতাম না আজ বাবা দিবস

পৃথিবীর সকল সমস্যাই তাঁর কাছে সহজ
সে নিরুত্তাপ কিন্তু সহমর্মী
ভাষ্য হল 'ঠিক হয়ে যাবে এ রকম হয়ই'

আসলেইতো সবই ঠিক হয়
কখনো কখনো অযথাই অস্থির হই আমরা।

ছেলে চাকরী ছেড়ে দিয়েছে
তখনও বললেন 'এমনটি হতেই পারে
চেষ্টা কর আবার হবে'

আমার কঠিন ব্যাদনাতুর দিন গুলোতেও
মাথায় হাতটি বুলিয়ে বলত
'সময়ই সব বদলে দেবে ধৈর্য্য ধর'
রাগ করে যখন চলে যেতাম
ঠিক বাবা খুঁজে নিয়ে আসত।

ঈদে নতুন জামা জুতু
সব আবদার বাবা মিটাত মার আড়ালে
অভাব ছিল বলে হয়তবা।

এখন প্রতিদিন ফোনে'কি করিস?
শত ব্যাস্ততার ভীড়ে কখনো সখনো
একঘেয়ে আর বিরক্ত লাগে
পরক্ষণেই ভাবি
আছে বলেইতো কারণ ছাড়াই
ফোন আসে প্রতিদিন।
অনুভব করি স্বল্পভাষী এই মানুষটার
আবেগঘন অনুভূতিগুলি ,
সব কিছুকে সহজ করে দেখার মনটা,
শ্রদ্ধা করি তাঁর নিরব ভালবাসাকেও।

নাসরীন খান

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: সকল বাবাদের শ্রদ্ধা।

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

নাসরীন খান বলেছেন: দাদা শুভকামনা থাকল।

২| ২১ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: সকল বাবা ভালো থাকুক।

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৫১

নাসরীন খান বলেছেন: গল্প লেখা ভালই চলছে।দীর্ঘ মন্তব্যের লাইন।ভাল থাক গল্পেরা আপনার।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: হু ।।।।শুভেচ্ছা রইল

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৭

নাসরীন খান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.